আহত ফটো সাংবাদিকদের বাসায় কারা কর্তৃপক্ষ ও তদন্ত কমিটি

thumbnail_B P J A syl Pic 1সিলেট কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের বাইরে পেশাগত দায়িত্ব পালনকালে কারারক্ষীদের হামলায় আহত ৩ ফটো সাংবাদিকের সাথে তাদের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাত ও মৌখিক জবানবন্দি নিয়েছেন সিলেটের কারা কর্তৃপক্ষ ও এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্যরা ।

গত বুধবার সন্ধায় আহত ফটো সাংবাদিকদের বাসায় যান সিলেটের ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম, তদন্ত কমিটির সদস্য ময়মনসিংহ কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল ও ঢাকার কাশিমপুর কারাগারের জেলার দেওয়ান তারিকুল ইসলাম। তাদের সাথে ছিলেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারবেজ মঈন।

এসময় তদন্ত কমিটির সদস্যরা আহত সাংবাদিদেরকে ঘটনার লিখিত বক্তব্য জমা দেওয়ার অনুরোধ জানান। এছাড়ও জেল কর্তৃপক্ষ এই ঘটনায় জন্য পুনরায় দুঃখ প্রকাশ করেন এবং আগামীতে উভয় পক্ষের সুন্দর সম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। এই ঘটনায় জড়িতদের বিরুদ্বে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও তারা প্রদান করেন । জবাবে ফটো সাংবাদিক নেতৃবৃন্দ ও এই ঘটনার সুষ্টু তদত্ত দাবি করে ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন এবং ক্ষতিপুরন দেওয়ার দাবি পুন:র্ব্যক্ত করেন ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ইকবাল মনসুর, সাধারন সম্পাদক আশকার আমীন রাব্বি, নির্বাহী সদস্য হুমায়ুন কবির লিটন, ফটো সাংবাদিক রেজা রুবেল, তানভির আহমদ এবং আহত ৩ ফটো সাংবাদিক যথাক্রমে প্রথম আলোর সিলেটের আলোকচিত্রী আনিছ মাহমুদ, সকালের খবরের আলোকচিত্রী শহিদুল ইসলাম, যুগভেরীর মামুন হোসাইন প্রমুখ ।

Developed by: