সিলেট মোবাইল পাঠাগারের সাহিত্য আসর

01লেখকদের ভালো লেখতে হলে বেশি করে বই পড়তে হবে। লেখালেখির ক্ষেত্রে লেখকদের সচেতন ও যতœবান হতে হবে। সিলেট মোবাইল পাঠাগারের ৫৯৯তম সাপ্তাহিক সাহিত্য আসরে বক্তারা এসব কথা বলেন। নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মেট্টোপলিটন ল’ কলেজ ভবনে গত শনিবার সন্ধ্যে ৭টায় অনুষ্ঠিত আসরে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক মুহম্মদ বশিরুদ্দিন। সাহিত্যকর্মী তাসলিমা খানম বীথি’র উপস্থাপনায় আসরে আলোচনায় অংশ নেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রিন্সিপাল লে. কর্ণেল (অব:) আতাউর রহমান পীর, সাবেক ব্যাংকার ও ক্রীড়া সাংবাদিক আলী আশরাফ চৌধুরী খালেদ ও গল্পকার সেলিম আউয়াল।

সাহিত্যকর্মী কবি মারুফ আহমদ’র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সাহিত্য আসরে লেখা পাঠে অংশ নেন আব্দুল বাছিত ও মারুফ আহমদ।

সিলেট মোবাইল পাঠাগারের সাহিত্য আসর শেষে অনুষ্ঠিত আড্ডায় অনুভূতি ব্যক্ত করেন, আমাজন থেকে প্রকাশিত বাংলা ভাষার প্রথম হরর পত্রিকা সম্পাদক নাফে মুহাম্মদ এনাম ও কবি অনন্ত নিগার।

Developed by: