
সিনেমায় দেখানো সেই চিরচেনা প্রেম, রোম্যান্স, প্রতারণাকেই নতুন করে উপস্থাপনের চেষ্টা করেছেন পরিচালক বিশাল ভরদ্বাজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ছবিটির কেন্দ্রবিন্দুতে আছেন সেই সময়কার এক প্রখ্যাত হিরোইন।
চরিত্রটিতে অভিনয় করেছেন কঙ্গনা। ‘রেঙ্গুন’ ছবিতে তাকে ঘিরেই গড়ে ওঠে ত্রিকোণ প্রেম এবং সাইফ-শহীদ যুদ্ধ। ছবিতে সাইফের চরিত্রটি একজন চলচ্চিত্র প্রযোজকের আর ভারতীয় সৈনিকের ভূমিকায় রয়েছেন শহীদ।