রাইজ স্কুলের ওরিয়েন্টেশন সম্পন্ন বিশ্বমানের নাগরিক তৈরিতে রাইজ কাজ করছে

A-03সিলেটের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাইজ স্কুল এন্ড কলেজের নতুন শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০টায় সুবিদবাজারে ক্যাম্পাস প্রাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সমাপনি বক্তব্যে প্রতিষ্ঠানের নতুন প্রিন্সিপাল মিস ডরেট ওয়াট বলেন, রাইজ স্কুল আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানে বদ্ধপরিকর। আগামির যোগ্য নেতৃত্ব ও বিশ্বমানের নাগরিক তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা। এই লক্ষ্য অর্জনে সব পদক্ষেপই গ্রহণ করতে রাইজ প্রতিশ্রুত। এই প্রতিশ্রুতি পূরণে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সর্বাত্মক সহযোগিতা চান তিনি।

এর পূর্বে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের বিভিন্ন লক্ষ্য ও ভিশন বিষয়ে অভিভাকদের অবগত করেন রাইজ স্কুল এন্ড কলেজের স্টুডেন্ট অ্যাফেয়ার প্রধান হাসিব জামান খান, এক্সজাম ও কারিকুলাম অফিসার দেওয়ান জাকারিয়া আহমেদ।

অনুষ্ঠানে রাইজ স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, কৃতি শিক্ষার্থী ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্যামব্রিজ স্কুলের চেক পয়েন্টে পরীক্ষায় কৃতিত্ব অর্জন করায় রাইজ স্কুলের ৮ শিক্ষার্থীকে মেডেল প্রদান করা হয়।

Developed by: