দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারস্থ গুপ্তরগাঁও গ্রামে প্রতিষ্ঠিত আফলাতুন নেছা-পীর বকস পাঠাগার গত ১৬ নভেম্বর শুক্রবার রাত্রে পরিদর্শন করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মর্তুজ আলী। এ সময় তিনি পরির্দশন খাতায় তাঁর মূল্যবান মন্তব্য করেন।
পাঠাগারের পক্ষে তাকে স্বাগত জানান পাঠাগারের উপদেষ্ঠা হাজী তোয়াব আলী, পরিচালনা পর্ষদের সভাপতি মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার ও গবেষক মোহাম্মদ নওয়াব আলী, দপ্তর সম্পাদক মারুফ আহমদ ও সদস্য নাফিজ ইকবাল। ইসলামী সংগীত শিল্পী মিছবাহ উদ্দিন মনজু।
পরে পাঠাগারের পক্ষ থেকে তাঁকে বাসিয়া প্রকাশনীর বই উপহার দেওয়া হয়।