সিলেটের কেমুসাস বইমেলায় বাসিয়া প্রকাশনী স্টলে আড্ডা

সিলেটের মুসলিম সাহিত্য সংসদের বইমেলায় বাসিয়া প্রকাশনী স্টলে কবি ও শিক্ষাবিদ ড. শহিদুল­াহ আনসারী ও ছড়াকার মহিউদ্দিন আকবরকে নিয়ে এক প্রানবন্ত আড্ডা অনুষ্ঠিত হয় গত ২৯ মার্চ সন্ধ্যায়।ccc13আড্ডায় অংশ নেন বাসিয়া প্রকাশনীর স্বত্বাধিকারী মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলী, রাগীব রায়েবা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গল্পকার ওয়াহিদ সারো, কবি ও সংগঠক লায়েক আহমেদ নোমান, প্রাবন্ধিক নাজমুল আনসারী, কবি মাসুদা সিদ্দিকা রুহি, কবি ইসরাক জাহান জেলী, কবি কামাল আহমদ, অধ্যাপক সেলিম, লেখক হিমাংশু, কবি কানিজ আমেনা কুদ্দুস, কবি আবু জাফর মোহাম্মদ তারেক, কবি ও আইনজীবী এম এ মালেক প্রমুখ।

Developed by: