বিভাগ: বিনোদন

ঢাকায় আসছেন শাকিরা

এর আগে জাতিসংঘের শরণার্থী বিষয়ক দূত হিসেবে সিডর দুর্গতদের পরিদর্শন করতে বাংলাদেশে এসেছিলেন শাকিরা। এবার গানে গানে বাংলাদেশ মাতাতে আসছেন কলম্বিয়ান এই পপতারকা। তার আগেই ঢাকায় আসবে বিখ্যাত ব্যান্ড স্করপিয়ন্স শাকিরা ও স্করপিয়ন্সকে বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করেছে অন্তর শোবিজ লিমিটেড। এ প্রসঙ্গে স্বপন চৌধুরী বলেন, ‘শাকিরার মতো বিখ্যাত তারকাকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করতে হলে ব্যাপক প্রস্তুতি দরকার। আমরা তাকে নিয়ে আসবো এটা নিশ্চিত। শাকিরাকে ঘিরে এ দেশের ইতিহাসে সবচেয়ে একটি বড় অনুষ্ঠান আয়োজন করতে চাই আমরা। তবে কবে, কখন, কোথায় কনসার্টটি হবে সে ব্যাপারে এখনও বলার সময় আসেনি।’

জানা গেছে, এ বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে শাকিরার বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ২০১০ বিশ্বকাপ ফুটবলে ‘ওয়াকা ওয়াকা’ আর এ বছর ব্র্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের সমাপনীতে ‘লা লা লা’ গানটি গেয়ে গোটা দুনিয়া আলোড়ন তুলেছেন শাকিরা। ৩৭ বছর বয়সী

‘আই ডোন্ট কেয়ার’

 

04সিনেমার মুখ্য চরিত্রে বাপ্পী, ববির সঙ্গে রয়েছেন নিপুণ। নিপুণ অভিনয় করেছেন বাপ্পীর বড় বোনের চরিত্রে। তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত অভিনেতা আদি। খলচরিত্রে রয়েছেন মিশা সওদাগর। আর বাড়তি আকর্ষণ হিসেবে পুরোনো দিনের নায়িকা নূতনকে দেখা যাবে খলচরিত্রে। বাপ্পী বলেন, “এবার ঈদে একইসঙ্গে দুটি সিনেমা মুক্তি পাচ্ছে।.

আমির খানের নগ্ন হওয়া নিয়ে আলোচনায় মুখর গোটা বলিউড

03রাজকুমার হিরানির নতুন সিনেমা ‘পিকে’-এর পোস্টারে আমির খানের নগ্ন হওয়া নিয়ে আলোচনায় মুখর গোটা বলিউড। আরেক খান শাহরুখও মন্তব্য করতে ছাড়েননি। মুম্বাইয়ে রিয়েলিটি শো ‘গট ট্যালেন্ট ওয়ার্ল্ড স্টেজ লাইফ’- পরিচিতিমূলক অনুষ্ঠানে তিনি বললেন, “নগ্ন হওয়াকে প্রতিভা বলবেন না।”

অনুষ্ঠানে আরেক উপস্থাপিকা মিনি মাথুর শাহরুখকে প্রশ্ন করেন, তিনি কি তার কোন ‘গোপন’ প্রতিভা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চান কিনা, যেটা সম্পর্কে সাধারণ মানুষ জানেনা?

কৌতুকের সুরে শাহরুখ জবাব দেন, “এখন তো ব্যাপারটা একটু অশ্লীল হয়ে গেল… ‘বেল্টের নিচে’ আমার কোনো ‘গোপন প্রতিভা’ আছে কি না যেটা সবাইকে দেখানো… আমার তো মনে হচ্ছে আমরা ‘পিকে’ সিনেমার পোস্টার নিয়ে কথা বলছি!”

এরপরপরই উপস্থিতে এক সাংবাদিক প্রশ্ন করে বসেন, ‘পিকে’র পোস্টারে নগ্ন আমিরের ‘প্রতিভা’ তার চোখে পড়েছে কি না?

শাহরুখের উত্তর, “এখানে বলেছেন, মেনে নিলাম। কিন্তু নগ্ন হওয়াকে আবার প্রতিভা বলে বসবেন না যেন।”

আমিরের পাশাপাশি বলিউডের আরেক খান সালমানের বিষয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে শাহরুখকে। তবে কিং খানের মত, সালমানকে নিয়ে সাংবাদিকদের এত বেশি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে যে, এখন বিরক্ত বোধ করেন তিনি।

“এসব প্রশ্ন পুরোনো হয়ে গেছে। আমরা কোলাকুলি করেছি এবং আবার বন্ধু হয়ে গেছি। অনেক বছর পেরিয়ে গেছে, কিন্তু আপনারা আগের প্রশ্নেই আটকে আছেন। আমি এখন বিরক্ত এসবে।

Developed by: