রাজকুমার হিরানির নতুন সিনেমা ‘পিকে’-এর পোস্টারে আমির খানের নগ্ন হওয়া নিয়ে আলোচনায় মুখর গোটা বলিউড। আরেক খান শাহরুখও মন্তব্য করতে ছাড়েননি। মুম্বাইয়ে রিয়েলিটি শো ‘গট ট্যালেন্ট ওয়ার্ল্ড স্টেজ লাইফ’- পরিচিতিমূলক অনুষ্ঠানে তিনি বললেন, “নগ্ন হওয়াকে প্রতিভা বলবেন না।”
অনুষ্ঠানে আরেক উপস্থাপিকা মিনি মাথুর শাহরুখকে প্রশ্ন করেন, তিনি কি তার কোন ‘গোপন’ প্রতিভা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চান কিনা, যেটা সম্পর্কে সাধারণ মানুষ জানেনা?
কৌতুকের সুরে শাহরুখ জবাব দেন, “এখন তো ব্যাপারটা একটু অশ্লীল হয়ে গেল… ‘বেল্টের নিচে’ আমার কোনো ‘গোপন প্রতিভা’ আছে কি না যেটা সবাইকে দেখানো… আমার তো মনে হচ্ছে আমরা ‘পিকে’ সিনেমার পোস্টার নিয়ে কথা বলছি!”
এরপরপরই উপস্থিতে এক সাংবাদিক প্রশ্ন করে বসেন, ‘পিকে’র পোস্টারে নগ্ন আমিরের ‘প্রতিভা’ তার চোখে পড়েছে কি না?
শাহরুখের উত্তর, “এখানে বলেছেন, মেনে নিলাম। কিন্তু নগ্ন হওয়াকে আবার প্রতিভা বলে বসবেন না যেন।”
আমিরের পাশাপাশি বলিউডের আরেক খান সালমানের বিষয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে শাহরুখকে। তবে কিং খানের মত, সালমানকে নিয়ে সাংবাদিকদের এত বেশি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে যে, এখন বিরক্ত বোধ করেন তিনি।
“এসব প্রশ্ন পুরোনো হয়ে গেছে। আমরা কোলাকুলি করেছি এবং আবার বন্ধু হয়ে গেছি। অনেক বছর পেরিয়ে গেছে, কিন্তু আপনারা আগের প্রশ্নেই আটকে আছেন। আমি এখন বিরক্ত এসবে।