বিভাগ: সংগঠন সংবাদ

জয়বাংলা পরিষদের সাহিত্য আসর অনুষ্টিত

14485039_573561716164150_1365286171164428405_nমিজান মোহাম্মাদঃ জয়বাংলা পরিষদ সিলেট জেলা শাখার নিয়মিত সাহিত্য আসর গত ২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল সাড়ে চারটায় সিলেট কেন্দ্রিয় শহিদ মিনারে অনুস্টিত হয়।
জয়বাংলা পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি গীতিকবি হরিপদ চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় অাসরে আলোচনা করেন কবি সাইদুর রহমান সাঈদ, ছড়াশিল্পী তারেশ কান্তি তালুকদার।
লেখাপাঠ করেন কবি মিজান মোহাম্মদ, কবি শহিদুল ইসলাম লিটন, কবি অনন্ত পাল কবি সৈয়দ মুক্তদা হামিদ, সজন দেবনাথ , কবি নুর আলম বেগ প্রমুখ।

চন্দ্রবিন্দু’র ৬ বছরে পদার্পণ “পাঠক সমাবেশ ও সম্মাননা প্রদান” অনুষ্ঠান ৭ সেপ্টেম্বর

মিজান মোহাম্মাদঃ সিলাম থেকে প্রকাশিত প্রথম ও একমাত্র পত্রিকা মাসিক চন্দ্রবিন্দু ৬ বছরে পদার্পণ উপলক্ষে এক “পাঠক সমাবেশ ও সম্মাননা প্রদান” অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর বুধবার, বিকাল ৪টায় চকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় সমাজসেবা পরিষদের সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। এছাড়াও দক্ষিণ সুরমা তথা সিলেটের বিশিষ্ট লেখক, কবি-সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিরা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এতে সভাপতিত্ব করবেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মাসিক চন্দ্রবিন্দু পত্রিকার উপদেষ্টা এম. আহমদ আলী। এতে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মাসিক চন্দ্রবিন্দু সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম।14192799_557963577723964_734213971606374925_n

দক্ষিণ সুরমায় ল্যাবটপ, প্রজেক্টর, হুইল চেয়ার বিতরণ

Presentation1

সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদষ্টা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তথ্য প্রযুক্তি বাস্তাবায়ন করে যাচ্ছেন তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার সরকারী/বেসরকারী শিÿা প্রতিষ্ঠান সহ অফিস আদালতে কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া প্রজেক্টর সহ ডিজিটাল আধুনিক প্রযুক্তি সরঞ্জাম প্রদান করা হচ্ছে। যার ফলে শিক্ষার্থীদের ভর্তি, পরীÿা, রেজিষ্ট্রেশন, ফলাফল, চাকুরী, নিয়োগ সহ অফিস আদালত ডিজিটালে রূপান্তর হওয়ায় জনসাধারণ সহজে তাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পাচ্ছে। এতে দেশের জনগণ উপকৃত হচ্ছেন। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশ ক্রমশ: উন্নতির উচ্চ শিখরে উঠে দাঁড়াবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ১৩ আগস্ট শনিবার বিকেলে দÿিণ সুরমা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৮টি ল্যাবটপ, ১৩টি মাল্টিমিডিয়া প্রজেক্টর, প্রতিবন্ধি শিক্ষার্থীদের জন্য ৬টি হুইল চেয়ার, চশমা বিতরণ ও সড়ক দুর্ঘটনায় নিহত মহালক্ষী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিÿিকা সুমিতা দাশ স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তাফার সভাপতিত্বে ও সহকারী প্রাথমিক শিÿা কর্মকর্তা ছানাউল হক এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিÿা অফিসার জিয়া উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিÿা অধিদপ্তর সিলেট বিভাগের উপ-পরিচালক তাহমিনা খাতুন, ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিÿা অফিসার আমিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রুম্মান, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন।
অন্যান্যের বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, আব্দুস সালাম মর্তু, আতিকুর রহমান, সেলিম আহমদ মেম্বার, কুচাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলা উদ্দিন, রাখালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন প্রমুখ।

সাহিত্য চর্চার মাধ্যমে সন্ত্রাসমুক্ত শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব

F-02F-01সাহিত্য চর্চার মাধ্যমে সন্ত্রাসমুক্ত শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। তাই লেখকদেরকে গঠনমূলক সৃজনশীল ইতিহাস ঐতিহ্য ও দিক নিদের্শনামূলক লেখালেখি চালিয়ে যেতে হবে। সাহিত্যিকদের দিকে প্রজন্মরা চেয়ে আছে।
গত ১৫ জুলাই দণি সুরমা সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
স্টেশন রোডস্থ মাসিক বাসিয়া পত্রিকা কার্যালয়ে পরিষদের সভাপতি গীতিকার মোহাম্মদ নওয়াব আলী ও সাধারণ সম্পাদক কবি দেওয়ান মতিউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ও ছড়াকার বদরুল আলম খান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি সুব্রত দাশ। আড্ডায় লেখাপাঠ ও আলোচনায় অংশ নেন কবি মো. আব্দুস সামাদ, প্রবাসী রোপন মিয়া, গীতিকার হরিপদ চন্দ, ছড়াকার তারেশ কান্তি তালুকদার, প্রভাষক কবি জ্যোতিষ মজুমদার, কবি সৈয়দ মুক্তদা হামিদ, কবি রাশিদা বেগম, কবি কামাল আহমদ, কবি এম আলী হোসাইন গীতিকার শাহ মো. শরফ উদ্দিন চিশতি, কবি শাহিনুর রহমান, কবি হাবিবুর রহমান খান। গান পরিবেশন করেন শিশু শিল্পী হিরামনি ও ওপু।

জয়বাংলা পরিষদের সাহিত্য আসর অনুস্টিত

মিজান মোহাম্মদ : জয়বাংলা পরিষদ সিলেট জেলা শাখার নিয়মিত সাহিত্য আসর গত ৪ মার্চ শুক্রবারকালে সিলেট কেন্দ্রিয় শহিদ মিনারে অনুস্টিত হয়।
জেলা সভাপতি হরিপদ চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় আসরে সম্মানিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি গীতিকার সামসুল আলম সেলিম, বাংলাদেশ পয়েট্স ক্লাবের চেয়ারম্যান কবি মুস্তাফিজুর রহমান চৌধুরী, খেলাঘর সিলেট জেলা সভাপতি ছড়াশিল্পী তাজুল ইসলাম বাঙালি।
আসরে লেখাপাঠ করেন, উপন্যাসিক সিরাজুল হক, কবি এম এ লাহিন, সৈয়দ মুক্তদা হামিদ, দেবব্রত রায় দিপন, আশু কুমার কর, মোঃ জয়নাল আবেদিন প্রমুখ।

দণি সুরমা সাহিত্য পরিষদের সভায় বক্তারা ভালো লেখার জন্য কঠোর লেখাপড়া করতে হবে

0000000001একটি ভালো লেখা সমাজ পরিবর্তন করে দিতে পারে। ভালো লেখার জন্য কঠোর পরিশ্রম করতে হবে এবং লেখাপড়া করতে হবে। হুট করে উড়ে এসেই লেখক হওয়া যায় না লেখক হতে হলে লেগে থাকতে হবে। গত ১২ ফেব্র“য়ারি শুক্রবার সন্ধ্যায় মাসিক বাসিয়ার স্টেশন রোডস্থ পত্রিকার কার্যালয়ে দণি সুরমা সাহিত্য আসরের নিয়মিত সাহিত্য আড্ডায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
পরিষদের সভাপতি গীতিকার মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে ও পরিষদের সাধারণ সম্পাদক কবি দেওয়ান মতিউর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠিত আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কবি মোহাম্মদ ইকবাল।
আড্ডায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক সাইদুর রহমান সাঈদ, শিশু সংগঠক তাজুল ইসলাম বাঙালি, এমরুল কয়েস লোক উৎসবের প্রতিষ্ঠাতা গীতিকার এমরুল কয়েস, প্রভাষক ও কবি ফজলুল হক দোলন, সাবেক সিটি কমিশনার কবি নাজনীন আক্তার কনা, প্রভাষক ও ছড়াকার বদরুল আলম খান, মাসিক মাকুন্দা সম্পাদক গীতিকার মো. খালেদ মিয়া, বড়তলা মাজহারিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ডা. নাজমুল ইসলাম।
লেখা পাঠে অংশ নেন কবি সীয়েম মনসুর, কবি রাশিদা বেগম, কবি সুব্রত দাস, গীতিকার হরিপদ চন্দ, রাজনীতিবিদ মোসাদ্দিকা চৌধুরী, কণ্ঠশিল্প সাজ্জাদ আহমদ, কবি এ.এইচ এমরান, কবি মোহাম্মদ মিজান, মাজেদুর রহমান শিপন, আকরাম হোসেন, নাবিদ হাসান, রাহেল আহমদ, এল এম নুরুল ও সজিব আহমদ প্রমুখ।

মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত সাহিত্য ম্যাগাজিন “ডেবনা” ও”প্রেরণা”র প্রকাশনা উৎসব

মিজান মোহাম্মদ : মহান বিজয় দিবস উপলক্ষে নবীগঞ্জ শহরস্থ কবি আফতাব আল মাহমুদের বাস ভবনে নবীগঞ্জ থেকে প্রকাশিত সাহিত্য ম্যাগাজিন “ডেবনা” ও”প্রেরণা”র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গত ২৩ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে বিশিষ্ট সাংবাদিক ও লেখক কাজী শাহেদ বিন জাফরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য এম,এ,মুনিম চৌধুরী, বিশেষ অতিথি উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সসম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, কবি আফতাব আল মাহমুদ, কবি নিলুফা ইসলাম নিলু, কবি পৃথ্বীশ চক্রবর্তী, কবি এস,এম,সাজ্জাদ, কবি শহিদুজ্জামান চৌধুরী, কবি আবুল কালাম আজাদসহ আরও অনেক কবি ও সুধীজন উপস্থিত ছিলেন।

দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাহিত্য আসরে বক্তারা কবি সাহিত্যিকদের লেখার মাধ্যমে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে

000দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আসরে বক্তারা বলেছেন, নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে লেখকদের লেখার উন্নতি সাধন করতে হবে। তবেই ভালো লেখা বেরিয়ে আসবে। বক্তারা আরো বলেন, কবি সাহিত্যিকদের লেখার মাধ্যমে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।
গত ১১ ডিসে¤^র শুক্রবার বিকেলে স্টেশন রোডস্থ মাসিক বাসিয়া পত্রিকার কার্যালয়ে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সভাপতি গীতিকার মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় আসরে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কবি এম মোশাইদ খান। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি সাংবাদিক সাইদুর রহমান সাইদ, কবি প্রবন্ধিক মুহাম্মদ তবারক আলী।
আসরে লেখা পাঠ করেন ছড়াশিল্পী তারেশ কান্তি তালুকদার, কবি দেওয়ান মতিউর রহমান খান, কবি হরিপদ চন্দ, কবি সৈয়দ আছলাম হোসেন, কবি সৈয়দ মুক্তদা হামিদ, কবি এম আলী হোসাইন, আখতার হোসেন, মাছুম আহমদ প্রমুখ।

দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাহিত্য আসর অনুস্টিত

02দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আসর ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ১৪ আগষ্ট শুক্রবার বিকালে স্টেশন রোডস্থ মাসিক বাসিয়া পত্রিকা কার্যালয়ে অনুস্টিত হয়।
পরিষদের সভাপতি মোহাম্মদ নওয়াব আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় অনুস্টিত আসরে আলোচনায় অংশ নেন গীতিকবি হরিপদ চন্দ, গীতিকার আনোয়ার হোসেন মাষ্টার, এডভোকেট সুব্রত দাস।
লেখাপাঠ করেন কবি শহিদুল ইসলাম লিটন, কবি এম আলী হোসেন, শরিফ আহমদ প্রমুখ।
আসরে রবিন্দ্রনাথ ঠাকুরের বাশি কবিতা থেকে আবৃতি করেন জ্যোতিষ মজুমদার।
নিজের লেখা গান পরিবেশন করেন আনোয়ার হোসেন মাষ্টার।

মো. খালেদ মিয়ার ৫০তম জন্মজয়ন্তি উপলে সংবর্ধনা কবি-সাহিত্যিকরা জাতিকে আলোর পথ দেখান …………….মুহাম্মদ আসাদুল হক

11011598_386198871567103_1900557629041005144_nবিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেছেন, কবি-সাহিত্যিকরা মানবতাবাদী সমাজ গঠনের জন্য নিরন্তর কাজ করে যান। তাদের সাহিত্য সাধনার ফলেই সুস্থ ও সুন্দর সমাজ গড়ে ওঠে। তারা জাতিকে আলোর পথ দেখান। জাতির বিবেক হিসেবে তারা সব সময়ই প্রশংসিত। তিনি বলেন , মো. খালে মিয়ার লেখার মৌলিকত্ব ও গভীরতা তাকে সাহিত্যাঙ্গনে আলাদা মর্যাদার অভিসিক্ত করেছে। তার গবেষণাধর্মী সাহিত্যকর্ম নিঃসন্দেহে সাহিত্যভান্ডারকে আলো সমৃদ্ধ করবে।
তিনি গত ১৩মে বুধবার বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক মাকুন্দা সম্পাদক গীতিকার মো. খালেদ মিয়ার ৫০তম জন্মজয়ন্তি উপল্েয আয়োজিত সংবর্ধনা ও আলোর ঝলক’ সংকলন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্টানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তাপসী চক্রবর্তী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সুনামগঞ্জ প্রেসকাবের সহসভাপতি বিজন সেন রায়। সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ছয়ফুল হক, সুনামগঞ্জ জেলার জামাল গঞ্জ এমরুল কয়েস লোকউৎসবের প্রতিষ্ঠাতা সভাপতি গীতিকার এমরুল কয়েস, বাংলাদেশ পোয়েটস কাবের মহাপরিচালক তাজুল ইসলাম বাঙালি, বাগিচা বাজার প্রগতি পাঠাগার সম্পাদক কবি আবদুল মুমিন মামুন, মাসিক বাসিয়া সম্পাদক ও প্রকাশক গীতিকার মোহাম্মদ নওয়াব আলী, রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খালেদ উদ-দীন, জাতীয় কবিতা পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি আবদুল হান্নান ইউজেটিক্স, গীতিকার কামরুন নাহার চৌধুরী শেফালী, কবি রাশিদা বেগম।
মো. খালেদ মিয়ার ৫০তম জন্ম জয়ন্তি উদযাপন পরিষদের আহবায়ক সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মো. ফজলুল হক দোলনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আনহার আলী। এ অনুষ্ঠানে আবদুল মুমিন মামুনকে মাকুন্দা পদক’ প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন তরুণ ছাত্রনেতা ও সাহিত্যানুরাগী সিতার মিয়া, সৃজনশীল পত্রিকা মাসিক ‘মুকুল’ সম্পাদক লুৎফুর রহমান, পাকি বিশ্বনাথ বার্তা সম্পাদক মোসাদিক হোসেন সাজুল, তরুণ সাহিত্যকর্মী কয়েছ আহমদ জেমি প্রমুখ।
অনুষ্ঠনে সঙ্গীত পরিবেশন করেন শাহ জহুর আলী, মনির উদ্দিন নূরী, শাহ সিদ্দিকুর রহমান, আজির উদ্দিন প্রমুখ এবং গীতিকার ও শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন আলতাব আলী, শাহ খোয়াজ মিয়া, আমিনুল রহমান মামুন, প্রমুখ। সাহিত্য কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাংশু গুণ বিভু, কাওছার আলী, নবীন সোহেল, নিরঞ্জন মনি বিশ্বাস, মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ শরীফ, শফিক আহমদ পিয়ার, আনছার আলী, ইকবাল আহমদ, রাজা মিয়া, শানুর হোসেন, বিজন চন্দ্র দাস বিজয়, লায়েছ মিয়া, আহমেদ জুয়েল, সৌমিত্র ধর, এ.এইচ এমরান প্রমুখ।
এছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃবন্দ সংবাদকর্মীসহ বিভিন্ন স্তরের নবীন- প্রবীণ সাহিত্যানুরাগীরা সভায় উপস্থিত ছিলেন।

Developed by: