মো. খালেদ মিয়া

31-13জন্ম : ১৩ মে ১৯৬৫ বৃহস্পতিবার
পিতা : ছিদ্দেক আলী
মাতা : আফতেরা বিবি
গ্রাম : নয়াগাঁও
ডাক : সিঙেরকাছ
উপজেলা : বিশ্বনাথ
জেলা : সিলেট
প্রকাশিত গ্রন্থ
প্রেমগীতি (১৯৯১)
জাগ্রতদৃষ্টি (১৯৯৬)
সামনে ভরা নদী (২০০০)
উড়ালপাখি (২০০২)
ফুলের হাসি (২০০৩)
ফকির দূর্বিন শাহ (২০০৩)
শান্তির মিছিল (২০০৪)
সময়ের গান (২০০৪)
সিলেটের আঞ্চলিক গান (২০০৫)
ভবসাগরের নাইয়া (২০০৬)
দৌলত (২০০৯)
টাঙ্গুয়া : এপার থেকে সেপার (২০১১)
বিশ্বনাথের একশ বিশজন (২০১২)
গানের আসর (২০১২)
বাদানুবাদ (২০১৩)
একজন মরমি সাধক পীর
মো. শাহ ইসকন্দর মিয়া (২০১৪)

31-14

প্রসঙ্গ ধূমপান
ক)
ধূমপান
ছেড়ে দিলে ক্ষতি কী?
ধূমপানে
লাভ হয় অতি কী?
ধূমপান
বিষপান জানো তো
জেনে শুনে
রীতিমতো টানো তো।
ছারখার
করে দাও চিত্ত্ব
ধূমপান
করে যাও নিত্য।

খ)
বড়ো চাচা এম এ পাশ
ধূমপায়ী সেরা
বিরুদ্ধে বললেই
শুরু করেন জেরা।
চাচি এখন নিশ্চুপ
অতিশয় চালাক
একবার মুখ খোলে
শুনেছিলেন তালাক।
সেই থেকে মুখ বন্ধ
কোনো রকম চলছেন
চাচার সাথে চাচীও
নিয়মিত জ্বলছেন।

সুরমা সিলেট

সকল সুরের মাতা যে
প্রেমের ছন্দে গাঁথা যে
সুরমা নদী নামÑ
বহুনদীর সেরা নদী
বহমান নিরবধি
সব লোকে দেয় দাম।

শাহজালাল’র পরশ পেয়ে
যে নদীটা ধন্য হলো
নদীমাতৃক বাংলাদেশে
ভাগ্যবান আর কোনটি বলো?

আধ্যাত্মিক রাজধানী
সিলেট জেলা আমরা জানি
সুরমা নদীর তীরে আছেÑ
চাঞ্চল্যকর জোয়ার ভাটায়
প্রেমের বার্তা নিত্য পাঠায়
নদীপ্রেমিক সবার কাছে।

সারি সিলেট

সারি-
তোর সাথে মোর আড়ি
তুই না এলে আর কোনোদিন
যাবোনা তোর বাড়ি।

জলের ঘাটে কলসি কাকে
দাঁড়ায় সারি সারি
পল্লীবালার পল্লীমেলা
দেখতে সুন্দর ভারী।

সারি-
মাকুন্দার ঢেউ দেখার দাওয়াত
এসো তাড়াতাড়ি।

বাসিয়া সিলেট

বিলঝিলের এই বাংলাদেশে
অশেষ নদীনালা
বাসিয়াও তাদের একজন
সম্পর্কে মোর খালা।

প্রেমনদীর নাম বাসিয়া
একই নানীর মেয়ে
ধন্য দুই তীরের মানুষ
ভালোবাসা পেয়ে।

বাঙালি
চেতনার ঢল নামে মননে
বৈশাখে বাঙালি চেনা যায়।
চিরায়ত পরিচয় আমরা বাঙালি
আমাদের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে।
বাঙালির বুকভরা আশা
আর চোখভরা স্বপ্ন
পল্লিগীতি ভাটিয়ালি মুর্শিদি
বাঙালি কণ্ঠে প্রতিক্ষণ।
আচারে প্রচারে বাঙালি
চলনে বলনে বাঙালি
চেতনায় চৈতন্যে বাঙালি
চিরকাল চিরদিন বাঙালি।

Developed by: