রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮৬ লাখ টাকার বিভিন্ন দেশের মুদ্রাসহ ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- মাকসুদুর রহমান (৩৮), রাজন শিকদার (৪০), সুমন শিকদার (৪০), এস এম রফিকুল (৩৫) এবং বাদল খান (৪৪)।
শনিবার রাত পৌনে ১টার দিকে তাদের আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
জানা যায়, আটককৃতরা মালয়েশিয়াগামী এমএইচ১৯৭ এর যাত্রী ছিলেন। রাতে বোর্ডিং ব্রিজ পার হওয়ার সময় মুদ্রাসহ তাদেরকে আটক করা হয়।