কুচাইয়ে কর্মশালায় বক্তারা ইউনিয়নের প্রত্যেকটি ঘরে ঘরে গ্রাম আদালতের সুফল ছড়িয়ে দিতে হবে

kuchai up1দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়ন গ্রাম আদালতে সচেতনা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইউনিয়ন পর্যায়ে সংশ্লিষ্ট পক্ষসমূহের প্রতিনিধিবৃন্দের সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা ইউনিয়ন পরিষদের উদ্যেগে সকাল ১০ থেকে বেলা ২ টা পর্যন্ত চলে। কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে ও ইউনিয়ন গ্রাম আদালতের সহকারী রোমানা বেগম ও মাঠকর্মী ফাহিমা বেগমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইছরাব আলী হাই স্কুল ও কলেজের অধ্যক্ষ শাহাব উদ্দিন আহমদ, গ্রাম আদালতের উপজেলা প্রশিক্ষক তরিকুল ইসলাম।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কুচাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল বাছিত ছোবা। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্ড সদস্য জামাল আহমদ, সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার নুরুল হক শিপু, স্কুল শিক্ষক কল্পনা ভট্টাচার্য, মো.আলাউদ্দিন, নাছরিন রহমান, শুয়াইবুর রহমান, আব্দুল মতিন, আমিনা বেগম, মঈনুল ইসলাম।

উপস্থিত ছিলেন, ওয়ার্ড সদস্য আব্দুল হাদি ফায়েক, সৈয়দ আহমদ শওকত, কামরুজ্জামান কামাল, মঈন উদ্দিন, কামাল আহমদ কাবুল, গোলজার আহমদ, আব্দুস শহীদ, মহিলা সমস্য, রাজিয়া বেগম, সৈয়দ রওশনারা, রুমি বেগম, বিশিষ্ট মুরব্বী আজির উদ্দিন, আব্দুল হাই কিনু মিয়া প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, ইউনিয়নের প্রত্যেকটি পাড়া-মহল্লায় গ্রাম আদালতের সুফল ছড়িয়ে দিতে হবে। সাধারণ মানুষকে বুঝাতে হবে গ্রাম আদালতই সঠিক বিচার পাবার স্থান। ৭৫ হাজার টাকার মধ্যে মামলা করতে থানা কিংবা আদালতের দারস্থ না হয়ে গ্রাম আদালতে আসতে হবে। এতে থানা ও আদালতে মামলার

জট কমবে। অল্প খরছে সঠিক বিচার প্রতিষ্টিত হবে বলে জানান তারা।

Developed by: