ফ্রান্স জাতীয় ক্রিকেটলীগে পাকিস্থানকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন

10168531_10201774714505454_1225082968_nফ্রান্সে তৃতীয় বিভাগ জাতীয় টি-টুয়েন্টি ক্রিকেট লীগের ফাইনালে শিরোপা জিতল বাংলাদেশ ক্রিকেট ক্লাব,প্যারিস | গত শনিবার বিকেলে প্যারিসের বিনসেন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় এর্জেনটাইল ক্রিকেট ক্লাব পাকিস্তান,ফ্রান্সকে ৩৭ রানে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট ক্লাব,প্যারিস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আর এ বিজয়ের ফলে নির্ধিদায় ফ্রান্স ২য় বিভাগ জাতীয় টি -টুয়েন্টি ক্রিকেট লীগে অংশ গ্রহণ করার পথ সুগম হলো বাংলাদেশ ক্রিকেট ক্লাব প্যারিসের। ফলে বাংলাদেশী কমিউনিটিতে বইছে আনন্দের বন্যা।

ফ্রান্সের ১৭টি ক্লাবের অংশগ্রহনে অনুষ্ঠিত টি -টুয়েন্টি ক্রিকেট লীগের ফাইনালে বাংলাদেশ দল টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দলের অধিনায়ক রাশেদ হাসান শাকিল।

দর্শকদের তুমুল করতালি আর বাংলাদেশ বাংলাদেশ স্লোগানের মধ্যে দিয়ে মাঠে প্রবেশ করেন ওপেনিং জুটি শুভ ও জনী। উত্সাহ দিতে থাকেন মাঠের বাইরে অবস্থান নেয়া ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের দুতাবাসের কাউন্সিলর হজরত আলী খান ,ইয়ত ক্লাবের সভাপতি শরিফ আল মমিন ,সম্পাদক টিএম রেজা ,শিল্পী আরিফ রানা ,হেনু মিয়া, মিন্টু চৌধুরী ,শুভ্র দাসহ প্যারিসে অবস্থানরত বাংলাদেশের বিভিন্ন সংগঠনের রাজনৈতিক ,সামাজিক, ও মিডিয়া নেতৃবৃন্দ ।

শুভ করেন ৩৬ আর জনি করেন ১৩। এরপর ১৯ ওভার ৪ বল খেলে সব কটি উইকেট হারিয়ে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত

বোলিংয়ের বিপরীতে বাংলাদেশের জুলিতে রানের সংখ্যা দাড়ায় ১০১। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন শুভ।

জবাবে বাংলাদেশ দলের অনবদ্য পারফরম্যান্সের ফলে ৩৭ রানে জয়ী হয় বাংলাদেশ ক্রিকেট ক্লাব ফ্রান্স। ফ্রান্সের বুকে রচিত হয় আরেক অধ্যায়ের। বাংলাদেশ দলের বোলিংয়ে এদিন ধারহীন নৈপুণ্য দেখান মোজাহিদ। তিনি নেন দলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন বাংলাদেশ দলের শুভ মল্লিক।

বাংলাদেশ দলের স্কোর শুভ ৩৬,ফয়সাল ২৪,জনি ১৩,আশু ৮,শামস ৭,শাকিল ৬,ও অতিরিক্ত ৭। উইকেট নেন মোজাহিদ ৩,হালিম ২,আশু ১,শামস ২,শাকিল ১ ও রান আউট হয় ১ টা।

বাংলাদেশ দলে খেলোয়ার ছিলেন যতাক্রমে রাশেদ হাসান শাকিল (অধিনায়ক),ওয়াশিউজ্জামান (সহ অধিনায়ক), আজিজুল হক সুমন ,শামসুল আলম শামস ,ফয়সাল খান ,রাহাত খান জনি,আরিফ মোজাহিদ ,আব্দুল হালিম ,মোহাম্মদ জাবেদ , শুভ মল্লিক ,নজিব উল্লাহ পিয়াস ,মুবারক রাকিব ,সুমন মল্লিক ,মামুন খান ,সাগর খান আনোয়ার হোসেন ,মঞ্জুর আহমদ ,আক্তারুজ্জামান রয়েল।

Developed by: