
সোমবার আইক্লাউড অ্যাকাউন্ট হ্যাক করে শতধিক তারকার নগ্ন ছবি সরিয়েছে বলে দাবি করেছে হ্যাকাররা। তারা এ পর্যন্ত বেশ কয়েকজন তারকার নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে দিয়েছে। এই তালিকায় আছেন—জেনিফার লরেন্স, কেইট আপটন, মেরি উইনস্টেড, কিম কারদাশিয়ান, আরিয়ানা গ্র্যান্ডে, ভিক্টোরিয়া জাস্টিস, কারস্টেন ডানস্টসহ অনেকেই।
এ বিষয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রীতিমত ঝড় উঠেছে। ছবিগুলো আসল না নকল, সেটা নিয়েও বিতর্ক চলছে। ফাঁস হওয়া ছবিগুলো যে তাদেরই, সেটা স্বীকার করে নিয়েছেন কেইট আপটন, কিম কারদাশিয়ান, মেরি উইনস্টেড। অন্যদিকে অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে এবং ভিক্টোরিয়া জাস্টিস বলেছেন অনলাইনে আসা ছবিগুলো তাদের নয়।