সাঈদী’র আপিলের রায়কে ঘিরে,সিলেটে কঠোর নিরাপত্তা বলয়

53611_23935বুধবার জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী অপরাধ মামলার আপিলের রায়কে কেন্দ্র করে গোটা সিলেট জুড়ে চলছে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা কার্যক্রম। যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকান্ড ঠেকাতে এবং নিরাপত্তার স্বার্থে সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে তৎপর রয়েছে পুলিশের চেকপোস্ট।

এছাড়াও রয়েছে অতিরিক্ত টহল পুলিশ, টাইগার বাহিনীর পাশাপাশি রয়েছে সাদা পোশাকের বিভিন্ন শ্রেণির গোয়েন্দা সদস্যরা। বিশেষ করে নগরজুড়ে সক্রিয় রয়েছে এলিট বাহিনী র‌্যাব। এছাড়া বুধবার সকাল থেকে মাঠে থাকবে বিজিবি।

রাতে এলাকায় চলাচলরত সাধারণ যাত্রীদের সন্দেহ হলে তল্লাশি করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

সিলেট রেঞ্জের ডিআইজি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ভুইয়া নিউজ সর্বশেষ ২৪ ডট কমকে জানান, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা কঠোর হাতে দমনের জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলায় পুলিশের জনবল বাড়ানো হয়েছে।

সিলেট জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। সিলেটে যে কোন ধরনের নাশকতা মূলক পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশ, র‌্যাব,গোয়েন্দা সংস্থার সদস্যদের পাশাপাশি প্রতিটি উপজেলায় একজন করে ম্যাজিষ্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবেন এবং এসএমপিতে দুইজন ম্যাজিষ্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবেন ।

রায়কে কেন্দ্র করে নগরবাসীর নিরাপত্তার বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ নিউজ সর্বশেষ ২৪ ডট কমকে জানান, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। নগরীর গুরুত্বপূর্ণ এলাকাসহ সব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নগরীতে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে র‌্যাব জানায়, র‌্যাব সদস্যরাও নিরাপত্তা ব্যবস্থায় সংযুক্ত রয়েছে। নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব বাহিনী সর্বদাই কাজ করে যাচ্ছে। রায়কে কেন্দ্র করে নগরীতে কোনো ধরনের নাশকতা চালাতে দেওয়া হবে না।

সিলেট নগরীর গুরুত্বপূর্ণ সড়কের মোড়গুলোতেও কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এসব এলাকায় এপিসি, জলকামান ও রায়টকারসহ পুলিশের বিশেষ গাড়ি টহল চলছে।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায়ের বিরুদ্ধে ২৮ মার্চ সাঈদী ও সরকারপক্ষ পৃথক দু’টি আপিল (আপিল নম্বর: ৩৯ ও ৪০) দাখিল করেন।

Developed by: