শাবির গণিত বিভাগের নবীনদের সঙ্গে ২১তম ব্যাচের আড্ডার একদিন

1বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থী মানেই নতুন অতিথি। আর অতিথির আগমনকে স্বাগত জানিয়ে আপন করে নিতে কুণ্ঠতা বোধ করেনা কেউই। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে আগত নবীন এ অতিথিকে নিজ নিজ বিভাগের পরিবারে সদস্য বানিয়ে নেয় সকলে। নবীনবরণ, পিকনিক, আড্ডাসহ নানান আয়োজনের ছলেও সুমধুর একটি সম্পর্ক গড়ে ওঠে বিশ্ববিদ্যালয়ে জুনিয়র-সিনিয়র শিক্ষার্থীদের মাঝে। এদিক থেকে পিছিয়ে নেই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২১ তম ব্যাচের শিক্ষার্থীরা।শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শাবির গণিত বিভাগের ২৩ তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে আড্ডাবাজি ও প্রীতিভোজের মাধ্যমে দিনব্যাপী আনন্দ-উল্লাস আর হৈ-হুল্লোর করে কাটাল ২১ তম ব্যাচের শিক্ষার্থীরা।সকাল ১১ টা থেকে আড্ডার স্থলে উপস্থিত হতে থাকে গণিতের শিক্ষার্থীরা। ম্যাথের জটিল সব হিসাব ভুলে আড্ডায় মেতে ওঠে ২১ ও ২৩ তম ব্যাচের গণিতবিদরা।দুপুর ১২ থেকে চলে টানা দু’ঘন্টার মনোমুগ্ধকর আড্ডা। আড্ডায় বকবক আর চিৎকার চেঁচামেচিতে ক্ষুধায় কাতর সবাই খেতে বসে পড়ল খোলা আকাশের নিচে। রোস্ট-পোলাও-ডিম দিয়ে ভুরিভোজ করে ক্ষুধা মিটাল সবাই।

আনন্দঘন পরিবেশে খাবার গ্রহণের পর শুরু হয় আড্ডার দ্বিতীয় পর্ব। এ পর্বে ২৩ তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় লটারির মজার খেলা। লটারিতে বিভিন্ন বিষয়ের মধ্যে ছিল – গান, নাচ, কবিতা আবৃত্তি, বাংলা সিনেমার নায়ক-নায়িকাদের অভিনয় ইত্যাদি।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসানের পরিচালনায় এ আড্ডা ও প্রীতিভোজে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মীর আন-নাজমুস সাকিব ও এস এম সাইদুর রহমান সাগর এবং ৪র্থ বর্ষের শিক্ষার্থী জীম ও কর্ণ।

এছাড়া আয়োজক হিসাবে উপস্থিত ছিলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী এসকে রাজিব, অনিক, শিমুল, মিনহাজ, রিফাত, রাসেল, খুশবু, মাহমুদ, পলাশ, আরাফাত, শিশির, সাজ্জাদ, কামরুজ্জামান প্রমুখ।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আড্ডা শেষে নিজ নিজ ঘরে ফেরে এসকল ভবিষ্যৎ গণিতবিদেরা।

Developed by: