ডেনমার্কে মুসলমানদের প্রথম মসজিদ

1002_1ডেনমার্কে নির্মিত হয়েছে মুসলমানদের নামাজ আদায়ের জন্য প্রথম মসজিদ। দেশটিতে বসবাসকারী মুসলমান নাগরিকদের জন্য এ মসজিদটি বৃহস্পতিবার উন্মুক্ত করে দেয়া হয়।

কাতার সরকারের অনুদানে কোপেনহেগেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর গ্রিটিতে মিনারসহ নির্মিত হয়েছে মসজিদটি। অনুদানের পরিমাণ ছিল ২১০ কোটি ৮২ লাখ ৭২ হাজার টাকা। মসজিদটি ৭২ হাজার ১১৮ বর্গফুটের। মুসলিম নাগরিকরা কাতার সরকারকে এজন্য ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া ডেনমার্ক সরকার এতে সহযোগিতা করায়স্থানীয় মুসলমানরা তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

উল্লেখ্য, ডেনমার্কে বর্তমানে সবচেয়ে বড় সংখ্যালঘু সম্প্রদায় মুসলমানরা। প্রায় দুই লাখ মুসলিম নাগরিক বাস করেন এখানে। কোপেনহেগেনের মুসলিম কমিউনিটিতে রয়েছে একটি সাংস্কৃতিক কেন্দ্র, একটি টেলিভিশন স্টুডিও ও একটি ব্যায়ামাগার। এবার নির্মিত হলো মসজিদ কমপ্লেক্স। স্থানীয় মুসলিমরা তাই বেশ আনন্দিত। সূত্র: এএফপি

Developed by: