সিলেটে সফররত ব্রিটেনের ওয়েলস রাজ্যের রাজধানী কার্ডিফের প্রতিনিধি দলকে সংবর্ধনা দিয়েছে সিলেটের জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উষ্ণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শহিদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। সংবর্ধিত অতিথিদের পক্ষ থেকে প্রতিনিধি দলের নেতা সিটি অফ কার্ডিফ এন্ড কান্ট্রি কাউন্সিল এর ডেপুটি লর্ড মেয়র আলী আহমদ সিলেটে সফরের উদ্দেশ্য, সিলেটের শিক্ষার মানের উন্নয়নে তাঁদের পরিকল্পনা এবং যে লিংক স্থাপিত হচ্ছে তার বিশদ বিবরণ তুলে ধরেন।
সিটি অফ কার্ডিফ এন্ড কান্ট্রি কাউন্সিল এর ডেপুটি লর্ড মেয়র আলী আহমদ বলেন, আমরা প্রবাসীরা দেশের জন্য কিছু করতে চাই। দেশের অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগ করতে চাই। সামাজিক উন্নয়নে সেবামূলক কাজ করতে চাই। শিক্ষার উন্নয়নে লিংক স্থাপনের মাধ্যমে দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন রচনা করতে চাই। ইতোমধ্যে এই সফরকালে আমরা সিলেটের ৭টি স্কুল-কলেজের ৭জন শিক্ষককে যুক্করাজ্য সফরের জন্য আমন্ত্রণ পত্র দিয়েছি। তারা যুক্তরাজ্য যাবেন। সেখানকার স্কুল কলেজের শিক্ষাদান পদ্ধতি, প্রতিষ্ঠানের অবকাঠামো এবং পরিবেশ সম্পর্কে অবগত হবে। শিক্ষার উপকরণ নিয়েও তাদের সাথে অভিজ্ঞতা বিনিময় করা হবে। কিন্তু দেশে কিছু করতে চাইলে সরকারী অনুমতিসহ বিভিন্ন বিষয়ে প্রক্রিয়া করতে গিয়ে অনেক সময় লেগে যায়। এই দীর্ঘসূত্রিতার জন্য আমরা এত সময় দিতে পারিনা। তাই অনেকে বিনিয়োগ না করে ফিরে যান।
জেলা প্রশাসক বিস্তারিত জানতে পেরে প্রতিনিধি দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা জানি যারা প্রবাসে থাকেন দেশের প্রতি তাদের আলাদা একটা টান থাকে। তারা সবাই দেশের জন্য কিছু একটা করতে চান। আপনারা হাজার হাজার মাইল দূরে থেকেও দেশের জন্য কিছু একটা করার উদ্দেশ্যে ছুটে এসেছেন এতেই আপনাদের দেশপ্রেম প্রমাণ হয়। তিনি বলেন, বর্তমান সরকার বিদেশবান্ধব সরকার। সরকারের স্থানীয় প্রতিনিধি হিসাবে স্থানীয় বিষয়গুলো জেলা প্রশাসনই দেখভাল করে। আমরা আপনাদের সকল কাজে সব ধরণের সহযোগীতা প্রদান করব।
সংবর্ধিত অতিথিদের মধ্যে ওয়েলস-বাংলাদেশ চেম্বর অব কমার্সের ভাইস চেয়ারম্যান মো. আনা মিয়া, বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফের ট্রাস্টি সিরাজ আলী এবং ব্রিটিশ শিক্ষকদের মধ্যে রাচেল মেরি উইলিয়াম, তেরেসা কাডেজ, জুদিথ এলেন বক্তব্য রাখেন ।