রহস্যজনক মৃত্যুর ধারাবাহিকতা যেন চলছে কলকাতার টিভি সিরিয়ালের অভিনয় শিল্পীদের মধ্যে। কিছুদিন আগে নিজগৃহে রহস্যজনক মৃত্যু হলো ছোটপর্দার জনপ্রিয় মুখ দিশা গাঙ্গুলির। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেকজন তারকার চিরবিদায় ঘটলো শুক্রবার রাতে। এবার পুকুরে ডুবে মৃত্যু হলো অভিনেতা রণেন চক্রবর্তী ওরফে রনির। শুক্রবার রাতে সার্ভে পার্ক থানা এলাকার রাসমণি বাগানের পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। সার্ভে পার্কেই কালীবাড়ি লেনে রনির বাড়ি। পরিবারের দাবি, রাতে বন্ধুদের সঙ্গে পুকুরে সাঁতার কাটতে গিয়েছিলেন তিনি। বন্ধুরা জানিয়েছেন, আচমকাই পানিতে ডুবে যান রনি। উদ্ধার করে তাকে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা রনিকে মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, এ সময়ে কলকাতার বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার চলতি বেশ ক’টি টিভি সিরিয়ালে অভিনয় করছিলেন রনি। তার অভিনীত চরিত্রগুলিও দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। এভাবে রনির আচমকা মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কলকাতার টেলিভিশন মাধ্যমে।