‘সোনালি স্বপ্নের ডানা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে দানবীর ড. রাগীব আলীর ঘোষণা সিলেটের কবি সাহিত্যিকদের গ্রন্থ প্রকাশে রাগীব রাবেয়া ফাউন্ডেশন সহযোগিতার হাত বাড়াবে

05স্টাফ রিপোর্টার: অর্থ সংকটের কারণে গ্রন্থ প্রকাশে অম সিলেটের কবি সাহিত্যিকদের গ্রন্থ প্রকাশে রাগীব রাবেয়া ফাউন্ডেশন সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে ঘোষণা দিলেন সাহিত্য-সংস্কৃতির পৃষ্টপোষক ও রাগীব রাবেয়া সাহিত্য পুরস্কারের প্রবর্তক দানবীর ড. রাগীব আলী। গতকাল রোববার ‘সোনালি স্বপ্নের ডানা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানবকল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান রাগীব রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান , দানবীর ড. রাগীব আলী এ ঘোষণা দেন। সিলেট সিটি কর্পোরেশনের সম্মেলন কে কবি ও ছড়াকার রাশিদা বেগমের ‘সোনালি স্বপ্নের ডানা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক এর নির্বাহী সম্পাদক, লেখক ও গবেষক আবদুল হামিদ মানিক, দণি সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, দণি সুরমা ডিগ্রি কলেজের অধ্য মো. শামসুল ইসলাম, কবি ও গীতিকার লাভলী চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবামূলক অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, প্রবাসে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক দানবীর ড. রাগীব আলী বলেন, লেখক সাহিত্যিকরা সমাজের আয়না। তারা সব সময় সত্য ও সুন্দরের পূজারী। সমাজের সকল অসঙ্গতি অন্যায় তাদের কলমে ফুটে ওঠে। লেখক সাহিত্যিকরা একটি সমাজের আমূল পরিবর্তন সাধন করতে পারেন। প্রধান অতিথির বক্তব্যে সিলেটের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, দৈনিক সিলেটের ডাক-এর সম্পাদক মন্ডলীর সভাপতি বরেণ্য শিল্পপতি দানবীর ড. রাগীব আলী আরো বলেন, কবি সাহিত্যিকরা অনেক সময় অর্থ কষ্টে ভোগেন। অর্থের অভাবে অনেক লেখক মূল্যবান লেখা প্রকাশ করতে পারেননা। সমাজের বিত্তবানরা সাহিত্যে পৃষ্টপোষকতায় এগিয়ে আসলে এই অবস্থা কেটে যাবে। দানবীর ড. রাগীব আলী বলেন, নবীন লেখকদের উৎসাহ দিতে হবে। তাদের প্রতিভা বিকাশে সহযোগিতা করতে হবে। সিলেট বাউল কবি ও সাহিত্যিকদের জন্য একটি উর্বর ভূমি। নতুনদের পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা করলে সিলেট থেকে অনেক বড় কবি সাহিত্যিক বেরিয়ে আেেসব। মুখ্য আলোচকের বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য বলেন, রাশিদা বেগম সাহিত্যের জগতে নতুন মুখ হলেও তার ‘সোনালি স্বপ্নের ডানা’ গ্রন্থ আমাদের সোনালি স্বপ্ন দেখাবে। তার ছড়াগুলো সমাজ বদলের হাতিয়ার হিসেবে কাজ করবে। বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক সিলেটের ডাক এর নির্বাহী সম্পাদক লেখক ও গবেষক আবদুল হামিদ মানিক বলেন, মানুষের মধ্যে মানবিক ও অমানবিক এ দু’টি গুণ রয়েছে। লেখকরা তাদের মানবিক গুণাবলী দিয়ে সমাজের সকল অমানবিকতা দূর করেন। সাহিত্য সমাজের প্রতি দায়বদ্ধতা ও ভালবাসা চাঙ্গা করে দেয়। তিনি বলেন, সিলেটে দানবীর ড. রাগীব আলী কয়েক বছর থেকে রাগীব রাবেয়া সাহিত্য পুরস্কার দিয়ে আসছেন। এই পুরস্কারে যে অর্থ একজন লেখককে দিয়ে সম্মাননা জানানো হয়, দেশে অন্য কোন পুরস্কারে এরকম অর্থ দেয়া হয়না। দণি সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেন, একজন লেখক সমাজের একটি সাধারণ বিষয়কে আলাদা চোখে দেখেন ও উপস্থাপন করেন। এটাই হচ্ছে লেখকের সার্থকতা। সাহিত্যিকরা চিত্তের দিক দিয়ে সবসময় ধনী থাকেন। তাদের মন উদার থাকে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য তারা লিখেন। ‘সোনালি স্বপ্নের ডানা’ গ্রন্থের প্রকাশনা উদযাপন পরিষদের সভাপতি মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ সুহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে গ্রন্থের উপর মূল প্রবন্ধ পাঠ করেন কবি শিউল মঞ্জুর, শুভেচ্ছা বক্তব্য রাখেন দণি সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন, অধ্য কবি বাছিত ইবনে হাবিব, গীতিকার ইমরুল কয়েস, শিতাব মিয়া, লেখক খালেদ মিয়া। স্বাগত বক্তব্য রাখেন তাজুল ইসলাম বাঙালী ও পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল কাহের জীবন।

Developed by: