তৌহিদ শাকিল’র একগুচ্ছ কবিতা

towhid ছাই ফুঁড়ে ছুঁতে চায়

আমি একবারও দিতে পারি না চুমুক,
যতবার কাছে আনি মুখ
কী এক অদ্ভুত তরল দেখি পেয়ালায়;
ভাসমান অসংখ্য বাঘের মৃত চোখ ফুঁড়ে হায়,
যেন কোন বাষ্প নয়,
কতগুলো মৃত পাখি উড়ে যায়!
জেগে ওঠে সহস্র গাছের ফসিল,
ছাই ফুঁড়ে ছুঁতে চায় অনন্ত আকাশের নীল!

ক্ষত

তুমি যেই হও না কেন,
হয়ো রক্তাক্ত জবাবের দিকে
ধাবমান রক্তের মতো।

অসম্ভব সুন্দর
এক জোঁকের মতো,
আমি রক্তের অধিবাসী,
এক জীবন্ত ক্ষত।

তৃণ

আমার কোনো নাম নেই,
আমি এক তুচ্ছ তৃণ,
কিন্তু আমার কি একটুও দাম নেই?

তোমরাই তো বলেছিলে,
অজস্র বিন্দু
এক হয়ে গড়ে তোলে
ঐ মহাসিন্ধু।

তবে কেন সূর্য ঘুমোলে
অন্ধকারে
জোছনা মেলে,
নীলাম্বরে
আজ আর জ্বলে না কোন ইন্দু?

তবে কেন জলের আশীর্বাদে
ঝরে না বৃষ্টিবিন্দু?

বনের অলংকারে

অসম্ভব অলৌকিক সম্পদ অফুরান
গভীরে নিশ্চিত গচ্ছিত আছে, তাই
ও পথে হারাবার কোন দুশ্চিন্তা নাই,
চিন্তার ভাণ্ডার খুলে ঋদ্ধ করো প্রাণ।
বঙ্গজ সন্তান তুমি, ক্ষমতার আতিশহ্যে
আমাকে পুড়িও না মনের অহংকারে।
আমি মা মাতৃভূমি, বাঙালী ঐশ্বর্যে
আমাকে সাজিয়ে দাও বনের অলংকারে।

Developed by: