হারিয়ে গেছি নিজের প্রতিচ্ছায়ায়
এক মুঠো স্বপ্ন কে যেন দিয়ে গেছে নিশীথ রাতে ,
ভোরের ক্ষীন আলোয় উড়ে গেছে সমস্ত সুখ অনুভূতি ,
অভিযোগের কারন এই মুহুর্তে কিছুই নেই ,
অনেক সময় জীবন এই ভাবেই ঘটে ,
আপনজন মুখোমুখি দাড়িয়ে বুঝিয়ে দিতে চায় হৃদয়ের নিষ্ঠুর পরিভাষা…
এক অদৃশ্য দুরত্ব রেখা টেনে যায় |
খুব সহজেই হাসি মুখে অভিলাষী মন খুঁছে পায়না ওই উপেক্ষার কারন ,
আস্তে আস্তে ভূলে যেতে চায় অতীতের সব ইতিবৃত্ত ,
তাছাড়া উপায় কি বা থাকে ,
বলো… নিখোঁজ রাতের জোনাকির সাথে অদৃশ্য পথে ,
এক মুঠো স্বপ্ন কে যেন দিয়ে গেছে নিশীথ রাতে ,
হৃদয়ের আকাশ কি শুধুই মেঘে ঢাকা……..
সবকিছুর উপলব্দি হাতের নাগালে তবুও সবাই কে চেনা যায় না |
স্মৃতির গন্ধ আজ ও ছুঁয়ে যায় ক্ষত চিহ্ন ,
আজো মনে হয় কে যেন লিখতে চায় ,
অসমাপ্ত কবিতার উপসংহার… ওই ছন্দহীন ভালোবাসার গভীরে ,
বহুবার খুঁজেছি জীবনের মর্ম ,
ভ আর প্রতিবার হারিয়ে গেছি নিজের প্রতিচ্ছায়ায়…. |
কেঁদেছি তোমার জন্য
ক্ষমা করে দিও ওগো যদি দিয়ে থাকি ব্যথা
ভুলে যেওনা প্রিয় করো নাকো অবহেলা |
শুধু নিরবতাই দেখলে
তোমার জন্য আমার চোখের অশ্রু দেখলে না…?
নিষ্ঠুরতাই দেখলে তোমার জন্য
আমার আকাশ সমান সীমাহীন ভালোবাসা গুলো দেখলেনা?
শুধু আমার ছলনা টাই দেখলে পুরোটা হ্রদয় জুড়ে যে তুমি আছো,
আমার বিশ্বাসে, আমার নি:শ্বাসে, আমার কল্পনাতে,
আমার সপ্নে আমার অস্তিত্ব এ তুমি আছো সেটা একবার ও বুঝলেনা?
কতোটা প্রহর কেটেছে নি:শব্দে একাকী তুমি কি তা জানো,
কিছু দীর্ঘ নি:শ্বাস জমা হয়ে আছে এই বুকে
কিছু অশ্রুজল জমা হয়ে আছে চোখের নিকটে ঝড়বে এখনি শিশির বিন্দু হয়ে,
হ্যা আমি কেঁদেছি, অনেক কেঁদেছি তোমার জন্য শুধুই তোমার জন্য
কতোটা নিষ্ঠুর হতে পারো তুমি
বলতে পারো আর কতো কাল সইবো এই প্রনয়ের ব্যথা…
বেদনার বানী
নিরবে নি:শব্দে ফেলা চোখের জল ভাগ্যের লিখনে আমার কাটে যায় বেলা,
নিয়তি আমার দিয়েছে দু:খ করেছে অবহেলা,
না বলা কথা গুলো মনে জাগায় হাহাকার
দক্ষিনা হাওয়ায় গোপন কথা জানায় কানে কানে,
বসে আছি কেন আপণ মনে প্রেমহীন শূন্য জীবনে তবুও মন উদাসী,
দুরাশায় বসে গাঁথি বেদনারও বানী |
তোমার আমার ভালোবাসা সে কি ফাগুন ? এ কেমন প্রেমের আগুন ?
পুরে চলেছে রাতের পর রাত
ঝড় বয়ে যাচ্ছে বাহিরে অন্তরে এলোমেলো |
মুছে দিয়ে যাও হৃদয়ের যতো ক্ষত কেন করছো এমন দগ্ধ,
বলো তো আর কতো পোড়াবে আমায় সে কি ফাগুন ?
এ কেমন প্রেমের আগুন ?
মনে হলো আঁখির কোনে আমায় যেন ডেকে গেছে সে,
ভাবিতেছে তাই একেলা বসে আপণ মনে সমাজ সংসার সব মিছে,
মিছে এ জীবনের কলরব |
হৃদয় দিয়া অনুভব করি আঁধারে মিশে গেছে সব,
ভিজেছিলো মোর বিরহ বেদনায় দুটি আঁখির পাতা,
যে গান গেয়েছিলেম তোমাদের হাসি খেলায় বিলীন হয়ে গেছে শূন্য অনাদরে অবহেলায় |
দিবানিশি মনে মনে পরাণও মাঝে বেজে ওঠে এমন কঠিন সুর,
তোমার পাষান হৃদয় তোমারে করেছে এমন নিষ্ঠুর…
নিরবে নি:শব্দে ফেলা চোখের জল আর ভাগ্যের লিখনে আমার কাটে যায় বেলা,
নিয়তি আমার দিয়েছে দু:খ করেছে অবহেলা |
না বলা কথা গুলো মনে জাগায় হাহাকার দক্ষিনা হাওয়ায় গোপন কথা জানায় কানে কানে,
বসে আছি কেন আপণ মনে প্রেমহীন শূন্য জীবনে তবুও মন উদাসী,
দুরাশায় বসে গাঁথি বেদনারও বানী… |
আবৃত্তিটা কেমন হলো
আবৃত্তিটা কেমন ? হলো বলোনি সে রাতে রাগ কিংবা অভিমানে
শুধু শুনে নিলে আনমনে, কবিতায় কি কবিকে দেখা যায়, বলতো কেন কষ্ট পাও?
ভালোবেসে ছুঁয়ে দেইনি বলে..
সব কবিতা তো তোমার জন্যই আজকাল কত ভাবে যে তোমাকে মনে আসে|
লিখতে বসে কিংবা কিছু না লিখেও
হঠাত হেডফোনে বেজে ওঠা সুরে বেসুরে,
চায়ের কাপে ঠোঁট ছোঁয়াতে ইউইন্ডচাইমস এর টুং টাং শব্দে..
নাইবা হলো দেখা তোমার সনে,
শুধু এক হাহাকার বলে দেবে কিছু শব্দ ছিলোনা বলা ক্ষণে,
দূর থেকে আরো দূরে কথা নাই বা হলো দূরালাপনে,
আবৃত্তিটা কেমন হলো ? বলোনি সে রাতে রাগ কিংবা অভিমানে
শুধু শুনে নিলে তালেতালে,
কবিতায় কি কবিকে দেখা যায় বলতো কেন কষ্ট পাও ?
ভালোবেসে ছুঁয়ে দেইনি বলে.. |