বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিলেতের মিডিয়ার পরিচিত মুখ ফৌজিয়া শেলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন। তিনি গত ষোল বছর ধরে ক্যান্সার রোগে ভূগছিলেন। ফৌজিয়া শেলী ওয়ারেন স্ট্রীটের ইউসিএইচএল হাসপাতালে মঙ্গলবার সকালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই সন্তান অনিক এবং রাগিবসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। ফৌজিয়া শেলী একজন কোয়ালিফাইড শিক্ষক হিসেবে মৃত্যুর আগ পযর্ন্ত লন্ডনের বিভিন্ন স্কুলে দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্বসাহিত্য কেন্দ্র লন্ডনের সাথে দীর্ঘ্ দিন কাজ করেছেন। বিএসকে মৌলিকে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রের হয়ে বেতার বাংলাতে তিনি একটি সাহিত্যানুষ্টানও উপস্থাপনা করতেন। এছাড়া বিশ্বসাহিত্য কেন্দ্রের হয়ে বিভিন্ন টেলিভিশনে তিনি অনুষ্ঠান উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলা টিভিতে তিনি এক সময় একটি রাজনৈতিক অনুষ্ঠানে কৌশলী হিসেবে কাজ করতে, যা ব্যপক জনপ্রিয় ছিলো।ফৌজিয়া শেলী একজন কমিউনিটি নেতা হিসেবেও পরিচিত ছিলেন। তিনি দীর্ঘ্ দিন চট্টগ্রাম সমিতি লন্ডনের বিভিন্ন গুরুত্বপূর্ণ্ পদে দায়িত্ব পালন করেছেন।এছাড়া লন্ডনের বিজয়ফুল কেন্দ্রীয় কমিটির তিনি অগ্রভাগে কাজ করেছেন। বিশেষ করে বিভিন্ন স্কুলে বিজয়ফুল কর্মসূচির কারীকূলাম এবং পরিচালনায় তিনি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্বসাহিত্য কেন্দ্রের চাইল্ড প্রোটেকশন পলিসি তাঁর রচিত। এক কথায় ফৌজিয়া শেলী বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে বিশেষ করে নারী জাগরনে বিশেষ ভূমিকা রেখেছেন।
তাঁর মৃত্যুতে বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলা টিভি, বেতার বাংলাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। বলেছে, কমিউনিটির জন্য নিবেদিত প্রাণ এই মহীয়সী নারীর অবদান চির অক্ষয় হয়ে থাকবে।