অরুণাভ চট্টোপাধ্যায়’র তিনটি কবিতা

arnob

সূর্যগ্রহন

সূর্য নিভে গেছে জোনাকির মতো-
তোমার কৃত্রিম সূর্য দেখে।
হাজার বছর বাঁচিয়ে রাখবো এ লাভা
আর এ পৃথিবীর যত অগ্নুৎপাত , –
তোমার সূর্য দহন থেকে।
একবার শুধু মৃত্যু দাও যদি,
আপামর নগরীর সামনে হও আমার কাতিল ।
যত পান্ডুলিপি জমেছে এ ভ্রষ্টজন্মে,
নির্মম হয়ে করবো সব বাতিল ।
গোলাপি চার দেওয়ালের বুকে,
অপলক ক্ষয়ে ক্ষয়ে যাওয়া
সহস্র সূর্যের ছাই দিয়ে
তোমার একমুঠো গ্রাস।
তুমি হে অক্ষয় বরাভয় আমার
হে তুমি আমার অনন্ত ত্রাস … ।।

ননসেন্স কবিতা

চরিতাভিধানের দ্বিতীয় খন্ডটা হঠাৎ বন্ধ করে দিলে তুমি
সঞ্চয়িতার কিছু পাতায় আজও
গীতবিতানের ছেঁড়া পাতার বুকমার্ক
আজ আকাশ ফুঁড়ে জন্ম নিচ্ছে ননসেন্স কবিতারা
এভাবেই নিটোল ঘুমিয়ে যাওয়ার আগে
রোজ রাতে তুমি ফিরে ফিরে আসো
স্লিপিং পিলস্‌এর ব্যর্থতায়
আবারও মিশে যাও পার্ক স্ট্রীটে বিকানো যৌবনের নেশায়
চলতে থাকে তোমার ঘুমের মধ্যেই
সূর্যকে ছুঁতে চাওয়ার অদম্য প্র্যাকটিস
ক্লিওপেট্রা, তোমাকে কি আজও যৌনতার ভার বইতে হয়?

এক্স = প্রেম

নাহ্‌, ইদানীং আর প্রেমের কবিতা লিখিনা
কোনটা ঠিক কোনটা ভুল জানি না,
জানতেও চাইনা তবে …
তৃতীয়, চতুর্থ, পঞ্চম বা আরও কোনও
এক্স তম পুরুষের তাঁর জীবনে আনাগোনা,
আমার প্রেমের কবিতার ক্ষতির কারণ
ছিল, আজও আছে … আগামীতেও থাকবে।
দায়ভার তাঁর, আমার নয়।
এখানে এক্স = প্রেম ইকুয়েশন কাজ করেনি …

Developed by: