বড়তলা মজহারিয়া দাখিল মাদ্রাসায় জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

a2ইসলামের মূল শিক্ষাকে ধারণ করলে কোন মুসলমান জঙ্গিবাদ বা সন্ত্রাসের পথে পা বাড়াতে পারে না। কারণ মহানবী হযরত মুহাম্মদ সা. ও মহাগ্রন্থ আল কোরআন শান্তিপ্রতিষ্ঠার জন্য পৃথিবী এসেছে। তাই আমাদের সন্তানদের যেমন ইসলামী জ্ঞানে সমৃদ্ধ হতে হবে তেমনি অভিভাবকরাও সন্তানদের ইসলামী জ্ঞান ধারণে সহযোগিতা করতে হবে।
গত ৪ ৪ সেপ্টেম্বর দুপুরে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের পনাউল্লা বাজারস্থ বড়তলা মজহারিয়া দাখিল মাদ্রাসায় জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
মাদ্রাসার সুপার মাওলানা ডাক্তার মো. নজমূল ইসলামের সভাপতিত্বে ও মাদ্রাসার ছাত্র সংসদের সেক্রেটারী শরিফ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাদ্রাসার সহসুপার মাওলানা আলা উদ্দিন, সহকারী মৌলভী মুফতি ইয়াকুব আলী, মাওলানা রজব আলী, মাওলানা হাবিবুর রহমান, মাস্টার মহিউদ্দিন, মাস্টার আবদুল করিম, মাস্টার শিব্বির আহমদ ও মাস্টার তৌফিক চৌধুরী। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র কুতুব উদ্দিন ডালিম।

Developed by: