হাসিনা-ওবায়দুলকে ফখরুলের অভিনন্দন

fokhrulপ্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের সভাপতি এবং ওবায়দুল কাদের দলটির নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি বলেছেন, বিএনপি আশা করে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কাজ করবেন।
রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দেন মির্জা ফখরুল। এ সময় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে দলের সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম ঘোষণা করা হয়। এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে মির্জা ফখরুল তাঁদের অভিনন্দন জানান।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ পেয়েছিল বিএনপি। আমন্ত্রণপত্র পাওয়ার পর ফখরুল সাংবাদিকদের বলেছিলেন, একে অন্যের আমন্ত্রণ রক্ষা করার মধ্য দিয়ে ‘ইতিবাচক রাজনীতি’র ধারা শক্তিশালী হবে। তবে আওয়ামী লীগের সম্মেলনে যায়নি বিএনপি। দলটির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সম্মেলনে যাওয়ার ব্যাপারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্মতি দেননি।

Developed by: