
ভারতীয় গণমাধ্যম এবেলা জানায়, রাতে সোদপুরের এইচ বি টাউনের সি ব্লকে প্রকাশ্যে মদ্যপান ও নারীদের কটূক্তি করছিল একদল যুবক। ঘোলা থানায় গিয়ে গোটা বিষয়টি বিস্তারিত জানাতেই ওই যুবকদের ধরতে অভিযানে নামে পুলিশ। পুলিশ দেখে কয়েকজন যুবক পালাতে সক্ষম হলেও এলাকাবাসীর হস্তক্ষেপে ৪ জনকে গ্রেফতার করা হয়। এরপর আটককৃতদের থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের অভিযোগ, থানার ভেতরেই কর্তব্যরত এক নারী পুলিশকর্মীর শ্লীলতাহানি করে ওই যুবকেরা। ওই নারী পুলিশকর্মীকে নিয়ে নানা রকম কটূক্তিও করতে থাকে তারা। আটককৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৫০৬, ১২০-বি, ৩৬ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।