ফোকাস-এর ২০ বছর পূর্তি অনুষ্ঠান

A-2সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ফটোগ্রাফি একটি শিল্প। এই শিল্পের মাধ্যমে খুবই সুন্দর ও নিঁখুতভাবে একটি অঞ্চলের ভাবমূর্তিকে উজ্জ্বল করা যায়। পর্যটন জায়গাগুলোকে মানুষের কাছে আকর্ষণীয় করে তুলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফটোগ্রাফি। মানুষকে আকর্ষণ করা এবং এর মাধ্যমে নিজের আঞ্চলিক ভাবমূর্তিকে সকলের কাছে পরিচিত করে দেওয়ার জন্য ফটোগ্রাফিকে একটি পেশা হিসেবে নিতে হবে। ফোকাস-এর প্রতিষ্ঠাতা আব্দুল মোনায়েমের সভাপতিত্বে গতকাল রোববার জিন্দাবাজারস্থ মিলেনিয়াম মার্কেটের নিজস্ব কার্যালয়ে আয়োজিত ২০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তাসনুভা চৌধুরী স্মৃতার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আল মিজান, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসসিএস-এর পরিচালক এডভোকেট জুনেল আহমদ, সিলেট ফটোগ্রাফি সোসাইটির সভাপতি ফরিদ আহমদ, সিলেট ফটোগ্রাফি সোসাইটির উপদেষ্ঠা ও সাবেক সভাপতি সাইফুল ইসলাম সাবেক সভাপতি ফখরুল ইসলাম, বিশিষ্ট অভিনেত্রী শানারেই দেবী শানু, সিলেট মিলিনেয়াম ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ জাকির আহমদ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ফোকাস-এর বর্তমান পরিচালক মো. এনামুল হক। উল্লেখ্য, ফোকাস ক্যাটারিং সার্ভিস, হোম স্টোডিও, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সার্ভিস দিয়ে থাকে। ২০ বছর পূর্তি অনুষ্ঠানে ফোকাস ইভেন্ট ম্যানেজমেন্ট, ওয়েডিং প্লানার সার্ভিস শুরু করেছে। এছাড়া ২০ বছর পূর্তি উপলক্ষে ফোকাস একিট ফ্রি কনটেক্সট এর আয়োজন করে এবং অনুষ্ঠানে এই প্রতিযোগিতায় ২০জনকে বিজয়ী ঘোষণা করা হয়। অন্যদিকে, ফোকাস-এর কার্যক্রমের চিত্র তুলে ধরতে একটি ওয়েডিং এক্সিভিশনের আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে ফোকাস-এর প্রতিষ্ঠাতা আব্দুল মোনায়েম বলেন, সিলেটে ফটোগ্রাফিকে শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছে ফোকাস। ফোকাস সর্বদা নতুন কিছু করতে চায়। ফটোগ্রাফিতে সৃজনশীলতা আনয়নের ক্ষেত্রে ফোকাস বিভিন্নভাবে সাফল্য লাভ করে আসছে।

Developed by: