সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছের ইতিহাস-ঐতিহ্য ও সাহিত্য-সংস্কৃতি সমৃদ্ধ সংবাদপত্র ‘মাসিক সিঙ্গেরকাছ বার্তা’র প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৫অক্টোবর) বিকেলে স্থানীয় সিঙ্গেরকাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়-২’তে প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি, প্রবীণ সাংবাদিক মুহাম্মদ বশির উদ্দিন’র সভাপতিত্বে ও মাসিক সিঙ্গেরকাছ বার্তা’র সম্পাদক এইচ এম আরশ আলী’র পরিচালনায় প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সেন্ট্র্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম শফিকুল হক, গভেষক ও গল্পকার সেলিম আওয়াল। প্রধান আলোচকের বক্তব্য রাখেন গবেষক কবি মুসা আল হাফিজ। আলোচকের বক্তব্য রাখেন সিলেট জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ড. মোঃ হাসমত উল্ল্যাহ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বুরাইয়া কামিল মাদ্রাসার শিক্ষক জামিলুর রহমান জামিল, এলাকার মুরব্বি নজরুল ইসলাম হান্দু, আব্দুল গণি, সংগঠক হাফিজ আরব খান, শফিক আহমদ পিয়ার, কবি ছাবির উদ্দিন, পত্রিকার নির্বাহী সম্পাদক আ.ফ.ম জামাল উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষক আব্দুল লতিফ ও স্বাগত বক্তব্য রাখেন আবু তাহের মিছবাহ।
এসময় উপস্থিত ছিলেন- পত্রিকার সম্পাদক ম-লীর সভাপতি হেলাল আহমদ, সহ-সম্পাদক ফয়জুল হক, বার্তা সম্পাদক এম এইচ মোহন, প্রচার সম্পাদক আনছার আলী প্রমুখ।