সিলেটে কখন কোথায় ঈদের জামায়াত?

isপবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটের বিভিন্ন মসজিদ, ঈদগাঁহ ও মাঠে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। ওই জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন। জামাতের পূর্বে বয়ান করবেন, মুফতি মাওলানা রশিদুর রহমান ফারুক শায়খে বরুনা।
এছাড়া হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়, সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কোরআন এর উদ্যোগে সকাল পৌনে ৮ টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। এ জামাতে মহিলাদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।
নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল ৭টা, ৮টা ও ৯টায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে।  দক্ষিণ সুরমার কামালবাজারস্থ গুপ্তরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে জামাত ৮টায়। দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহে ১ম জামাত সকাল ৭ টায় এবং ২য় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়।

Developed by: