আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ডে বইমেলায় সিলেটের বাসিয়া প্রকাশনী অংশ নিচ্ছে

Mela UK 01সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ ইউকে এর উদ্যোগে অস্টম বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর রবি ও সোমবার পূর্ব লন্ডনের হ্যানব্যারি স্ট্রিট এর দ্যা ব্রাডি আর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। দুইদিন ব্যাপী এই বইমেলায় ঢাকার কয়েকটি প্রকাশনীর সাথে সিলেটের বাসিয়া প্রকাশনী অংশ নিচ্ছে। ইংল্যান্ডে বসবাসরত সিলেটের প্রবাসীসহ সকল প্রবাসীদেরকে দুইদিনের মেলায় অংশগ্রহণ এবং বাসিয়া প্রকাশনীর স্টল পরিদর্শনের জন্য প্রকাশনীর স্বত্বাধিকারী মোহাম্মদ নওয়াব আলী অনুরোধ জানিয়েছেন।
উলে­খ্য বাসিয়া প্রকাশনী এবারের বাংলা একাডেমির একুশের গ্রন্থমেলায় প্রথম বারের মতো অংশগ্রহণ করে ব্যাপক সাফল্য অর্জন করে।

Developed by: