বিশ্বনাথে কবি সাইদুর রহমান সাঈদ নাগরিক সংবর্ধনা উদযাপন পরিষদ গঠন

বিশ্বনাথ প্রতিনিধি:
বিশিষ্ট কলামিষ্ঠ ও সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ’কে নাগরিক সংবর্ধনা দেওয়ার লক্ষে সিলেটের বিশ্বনাথে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭অক্টোবর) সন্ধ্যায় বিশ্বনাথ প্রেসক্লাবে আয়োজিত সভায় সাইদুর রহমান সাঈদ’ নাগরিক সংবর্ধনা উদযাপন পরিষদ গঠন করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে কবি আব্দুল মুমিন মামুনকে আহবায়ক, কবির আহমদকে সদস্য সচিব ও আনহার আলীকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
অন্যান্য সদস্যরা হলেন- কবি খালেদ মিয়া, গীতিকার মোহাম্মদ নওয়াব আলী, ছড়াকার পারভেজ রশীদ মঙ্গল, কবি খালেদ-উদ-দীন, কবি আব্দুল হান্নান ইউজেটিক্স, শিক্ষক মাওলানা মুহাম্মদ মুয়ীনুল ইসলাম, সংগঠক আতাউর রহমান, আব্দুল কাহার, বিভাংশু গুন বিভু, আলী হোসেন রুহেল, কামাল মুন্না, আব্দুস সামাদ আজাদ, আব্দুল রহমান, কাওছার আলী, নাঈম আহমদ, শফিক আহমদ পিয়ার, রাসেল আহমদ ও নবীন সোহেল।
এসময় বক্তারা বলেন, সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ প্রগতিশীল ধারার এক আদর্শের প্রতিক। তাঁর শ্রম ও নিরলস প্রচেষ্ঠায় বিশ্বনাথ তথা সিলেটে সাহিত্য-সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গন অনেকদূর এগিয়ে নিয়ে গেছেন। তারা আরো জানান, কবি সাইদুর রহমান সাঈদ’র কর্মের পরিধি বিশাল, যা মূল্যায়ন করা প্রয়োজন। তাঁর প্রতি সম্মান জানিয়ে তাঁকে নাগরিক সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করবে এই উদযাপন পরিষদ।
কবি আব্দুল মুমিন মামুনের সভাপতিত্বে ও বিশ্বনাথ থিয়েটারের সাধারণ সম্পাদক নবীন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাসিক মাকুন্দার সম্পাদক খালেদ মিয়া, নাসিং হোম একাডেমীর ডিরেক্টর কবির আহমদ, শুভপ্রতিদিন পত্রিকার সাহিত্য সম্পাদক কবি খালেদ-উদ-দীন, কবি আব্দুল হান্নান ইউজেটিক্স, রশিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ মুয়ীনুল ইসলাম, সংগঠক আতাউর রহমান, বিভাংশু গুন বিভু, আলী হোসেন রুহেল, কামাল মুন্না, কাওছার আলী, শফিক আহমদ পিয়ার, রাসেল আহমদ প্রমূখ।

Developed by: