খয়রুন নেছা স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি ২০১৮ এর ফল প্রকাশ

44904063_2079356408754141_4930203743741280256_nদক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের লালারগাঁও গ্রামের আব্দুল গফুর কিন্ডারগার্টেন অ্যান্ড জুনিয়র হাই স্কুল কর্তৃক পরিচালিত খয়রুন নেছা স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল গত ২৮ অক্টোবর প্রকাশ করা হয়। এতে তিনটি গ্রেডে মোট ১২ শিক্ষার্থী মেধা তালিকায় বৃত্তি লাভ করেছে।
প্রথম গ্রেডে মেধা তালিকায় বৃত্তিপ্রাপ্তরা হলেন আব্দুল গফুর কিন্ডারগার্টেন ্জুনিয়র হাইস্কুলের সানজিদা আক্তার, ছামিহা খানম, আল মুছিম স্কুল অ্যান্ড কলেজের সোনালি আক্তার, আব্দুল আহাদ কিন্ডারগার্টেনের ফাহিম আহমদ আরমান। দ্বিতীয় গ্রেডে মেধা তালিকায় বৃত্তি প্রাপ্তরা হলেন লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের শেখ শিপু, বর্ষা চন্দ চুমকি, মাহফুজ আহমেদ অভি, মোঃ ফারদিন আহমেদ। তৃতীয় গ্রেডে মেধা তালিকায় বৃত্তিপ্রাপ্তরা হলেন লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের অধরা দাস তুষি, হযরত আলী(রাঃ) একাডেমী ্কমপ্লেক্স এর মুশফিকুর রহমান অভি, আল-মুছিম স্কুল এন্ড কলেজের শরীফ উদ্দিন মুন্না এবং আলহাজ্ব রইছ মিয়া স্কুলের মুছলিমা আক্তার বৃত্তি লাভ করেন। আগামী ৩ নভেম্বর সকাল ১১টায় আব্দুল গফুর কিন্ডার গার্টেন অ্যান্ড জুনিয়র হাইস্কুলে আনুষ্ঠানিক ভাবে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে সনদ প্রদান করা হবে। সংশ্লিষ্ঠ সকলকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য খয়রুন নেছা বৃত্তির প্রবর্তক মো. আশিক মিয়া অনুরোধ জানিয়েছেন।

Developed by: