ছড়াকার বদরুল আলম খান আর নেই

Bodrul Alomবিশিষ্ট ছড়াকার ও মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যাপক বদরুল আলম খান গত রাত ১.৫০ মিনিটের সময় ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। আজ মঙ্গলবার (৬ নভেম্বর) বাদ মাগরিব ভার্থখলা জামে মসজিদে মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হবে।
দক্ষিণ সুরমার ভার্থখলার খান মঞ্জিল নিবাসী বদরুল আলম খান সিলেটের ছড়া সাহিত্যের জগতে এক উলে­খযোগ্য নাম। ছড়ায় তাঁর রয়েছে শক্তিশালী হাত। তবে তিনি বিষয়ভিত্তিক ছড়া লিখতে সাচ্ছন্দবোধ করতেন। তার প্রকাশিত গ্রন্থসমূহ হলো- আয় ছেলেরা আয় মেয়েরা, জলের প্রাণী মৎস্য, সারার জন্য ছড়া, নিহার জন্য ছড়া, পাখি সব করে রব, বদই বৃত্তান্ত, বউ, ছড়ায় ছড়ায় সন্ধিপদী, ফুলের বনে যার কাছে যাই তারে লাগে ভালো, প্রাণের সবুজ আছে প্রাণে, মামার বাড়ি, ছড়ায় ছন্দে ষড়ঋতু, আয় কে যাবি ভূতের দেশে ও মাহে রমজানের ছড়া। এছাড়া অপ্রকাশিত রয়েছে অনেক পাণ্ডুলিপি।
উলে­খ ছড়াকার বদরুল আলম খান ছড়াকার কাদের নেওয়াজ খানের ছোটভাই ও গণ মানুষের কবি দিলওয়ারের ভ্রাতৃষপুত্র।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে মারা গেছেন।

Developed by: