গল্পকার ও নাট্যকার ওয়াহিদ সারোকে মাকুন্দা পদক প্রদান

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য গল্পকার ও নাট্যকার শিক্ষাবিদ অধ্যক্ষ ওয়াহিদ সারোকে মাসিক মাকুন্দা পদক প্রদান করা হয়েছে। গতকাল ১৯ জুলাই রবিবার বিকেলে বাসিয়া প্রকাশনী কার্যালয়ে এক অনাড়ম্ভ আনুষ্ঠানের মাধ্যমে এ পদক প্রদান করা হয়।
মাসিক মাকুন্দা সম্পাদক গীতিকার ও গবেষক মো. খালেদ মিয়ার সভাপতিত্বে ও গল্পকার কানিজ আমেনার সঞ্চালনায় অনুষ্ঠিত পদক বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি আতাউর রহমান আফতাব, মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলী, কবি ও অধ্যাপক খালেদ উদ-দীন ও অধ্যাপক সেলিম উদ্দীন।
বক্তারা বলেন আমরা সবাই চাষা উর্বর মাটিতে সৃজনশীল ফসলের জন্য যে যত বেশি ভালো চাষ করবেন তত বেশি ভালো ফসল তুলতে পারবেন। সিলেটে এ চর্চার নিবেদিত মানুষের সংখ্যা অনেক। সবাই মনোযোগ সহকারে চাষ করে ভালো ফসল তুলুক। সিলেটে সাহিত্যের একটি জাগরণ সৃষ্টি হোক। পদক দায়িত্বশীল করে তুলে। কাজে প্রেরণা বৃদ্ধি করে এবং মনোযোগী করে তুলে।
উপস্থিত ছিলেন সমাজকর্মী আবু সলমান চৌধুরী, আফলাতুন নেছা-পীরবকস পাঠাগারের দপ্তর সম্পাদক মারুফ আহমদ ও ফয়সল আহমদ।
উল্লেখ্য মাসিক মাকুন্দার পক্ষ হতে এটা সপ্তম পদক।

Developed by: