দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের গুপ্তরগাঁও গ্রামে প্রতিষ্ঠিত আফলাতুন নেতা-পীর বকস পাঠাগার আজ ২০ আগস্ট শুক্রবার সকালে পরিদর্শনে আসেন সিলেট জেলা পরিষদের সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রোটারিয়ান মতিউর রহমান। পাঠাগার পরিদর্শনকালে তিনি বলেন, মানুষ যখন বইপড়া থেকে কিংবা বইয়ের সংস্পর্শ থেকে দূরে সরে যাচ্ছে ঠিক সে সময়ে বই পড়ার জন্য কিংবা বইয়ের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য যে আন্দোলন করা হচ্ছে সেটা মননশীলতার পরিচয়। সমাজ বিনির্মানের এক অনুপম নির্দেশন। আমি মনে করি আমরা যে যেখানে আছি সেখান থেকে এ জাতীয় উদ্যোগকে সার্বিক সহযোগীতা করা দরকার। তাহলে বইয়ের আলোয় আমরা আলোকিত হব। সমাজ থেকে সব অপশক্তি বিনাশ হবে। মানুষ হবে নীতি ও নৈতিকতা প্রিয়।
এসময় উপস্থিত ছিলেন পাঠাগারের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো. ছোয়াব আলী, পাঠাগার পরিচালনা পর্যদের সভাপতি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার গবেষক মোহাম্মদ নওয়াব আলী, সাংগঠনিক সম্পাদক মকসুদ আহমদ বাসিত, দপ্তর সম্পাদক মারুফ আহমদ, নির্বাহী সদস্য নাবিদ হাসান ও নাফিস ইকবাল প্রমুখ।