নগরীর আম্বরখানা আর্কেডিয়া’য় ফিট এ্যালিগেন্স এর ১২তম শাখা উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ মানসম্পন্ন কাপড় দিয়ে প্রস্তুতকৃত পোশাক সরবরাহের মাধ্যমে সেবা প্রদান করলে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির সাথে সাথে গ্রাহকরাও উপকৃত হবেন । গ্রাহকদের চাহিদা পূরণে ফিট এ্যালিগেন্স সে সুনাম রক্ষা করতে পারবে। তিনি আরো বলেন প্রবাসী অধ্যূষিত সিলেট অঞ্চলে যুগের সাথে তাল মিলিয়ে গ্রাহকের চাহিদা অনুযায়ী মালামাল সরবরাহ করলে ফিট এ্যালিগেন্স এর সুনাম সিলেটেও বৃদ্ধি পাবে।

বৃহস্পতিবার রাতে নগরীর আম্বরখানা দর্শনদেউড়িস্থ আর্কেডিয়া শপিং মলের ২য় তলায় বাংলাদেশের সুনামখ্যাত ব্যান্ড প্রতিষ্ঠান ফিট এ্যালিগেন্স-এর ১২তম শাখা উদ্বোধন শেষে তিনি একথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফিট এলিগেন্স-এর ডিএমডি ওয়াহিদা শারমিন, এজি এম মোঃ গোলাম রাব্বানী, সিলেট ব্রাঞ্চের মালিক পক্ষের প্রতিনিধি ড. তুতিউর রহমান প্রমুখ।

ফিট এলিগেন্স বাংলাদেশ একটি  রেডিমেড গার্মেন্টস, স্যুট, ব্লেজার, কুর্তি প্লাজু কাবুলি, ফেব্রিকস বিদেশ থেকে আমদানীকৃত স্যুটের কাপড় পাওয়া যায়। এছাড়া অভিজ্ঞ মাস্টার দ্বারা কাস্টমারের চাহিদা অনুযায়ী পোশাক সেলাইয়েরও ব্যবস্থা আছে । উদ্বোধন উপলক্ষে ৩১ আগস্ট পর্যন্ত শতকরা ১৫% ছাড় প্রদান করা হবে। প্রতিষ্ঠানটিতে আল হারামাইন পারফিউম-এর একটি কর্নারও আছে

Developed by: