রাখাল থেকে প্রেসিডেন্ট

পাঁচবার ব্যর্থ হওয়ার পর সফল হলেন ‘রাখাল বালক’। ষষ্ঠবারের চেষ্টায় জাম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলেন। তাও প্রায় ১০ লাখের বেশি ভোটে পরাজিত করেছেন প্রতিদ্বন্দ্বীকে। বলছি জাম্বিয়ার ধনকুবের হাকাইন্দে হিচিলমার কথা। পাঁচবার ব্যর্থ হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট হয়েছেন তিনি। ৫৯ বছর বয়সী হাকাইন্দে হিচিলমা নিজেকে এক সাধারণ ‘রাখাল বালক’ হিসেবে পরিচয় দিতেন। জাম্বিয়ার অন্যতম শীর্ষ ধনী হওয়ার আগে তিনি কিশোর বয়সে গৃহপালিত পশু পালন করেছেন। ইউনাইটেড পার্টি ফর ন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএনএনডি) নেতা এবং জাম্বিয়ার নির্বাচিত এ প্রেসিডেন্ট যিনি ‘এইচএইচ’ নামে বেশি পরিচিত। ইউনিভার্সিটি অব জাম্বিয়ায় পড়ার জন্য স্কলারশিপ পান হাকাইন্দে। এরপর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহাম থেকে স্নাতক এবং এমবিএ ডিগ্রী অর্জন করেন তিনি। তারপর শুধুই সফলতা। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দেশটির বেকারত্ব ঘোচানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।-বিবিসি অবলম্বনে।

Developed by: