আজ মহরমের ১০ তারিখ, পবিত্র আশুরা। ইসলামের ইতিহাসে দিনটি ঘটনাবহুল, শোকাবহ ও তাৎপর্যময়। কারবালার হৃদয়বিদারক ঘটনার এই দিনটি মুসলিম উম্মাহর জন্য সত্য ও ন্যায় প্রতিষ্ঠার দিন হিসেবেও স্মরণীয়। করোনা পরিস্থিতির কারণে এবার পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া, শোক ও পাইক মিছিল হচ্ছে না।
প্রতিবছর ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালন করা হয় মুসলিম বিশ্বে। তবে ভয়ঙ্কর করোনা পরিস্থিতির কারণে এবার ভিন্ন এক পরিবেশে দিনটি পালিত হচ্ছে। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালিত হবে। তবে করোনার কারণে তাজিয়া মিছিল নিষিদ্ধ করায় ঘরোয়াভাবেই পবিত্র আশুরা পালিত হবে। যদিও ক’দিন আগে থেকেই রাজধানী ঢাকার মোহাম্মদপুর ও পুরান ঢাকার বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে ছোট শিশুরা আশুরা উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন শুরু করে দিয়েছে।
দেশের আকাশে ১০ আগস্ট সন্ধ্যায় পবিত্র মহরম মাসের চাঁদ দেখা যায়। তাই ১১ আগস্ট থেকে শুরু আরবি হিজরী- ১৪৪৩ সালের মহরম মাস। আর আজ ২০ আগস্ট শুক্রবার ১০ মহরম পবিত্র আশুরা পালিত হবে। পবিত্র আশুরা উপলক্ষে আজ সরকারী ছুটি।