আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের প্রতিনিধিদল সিলেটে

সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্রের স্থায়ী সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও জাতীয় আরকাইভসের সংগ্রহভাÐার সমৃদ্ধ করা এবং লেখক ও প্রকাশকদের কপিরাইট আইনে জাতীয় গ্রন্থাগারে পুস্তক জমাদান ও পুস্তকের আইএসবিএন নম্বর গ্রহণে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনে ৩১ আগস্ট থেকে ০২ সেপ্টেম্বর পর্যন্ত আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের চীফ বিবলিওগ্রাফার/উপপরিচালক, জনাব মো. জামাল উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সিলেট সফরে আছেন। প্রতিনিধিদলটি ০১ সেপ্টেম্বর সিলেট জেলা প্রশাসনসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের নথি সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের সঙ্গে নথি ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিষয়ক সভা এবং সিলেট জেলা কালেক্টরেট রেকর্ডরুম পরিদর্শন করবেন। বিকাল ৪টায় বাসিয়া প্রকাশনীতে লেখক ও প্রকাশকদের সঙ্গে কপিরাইট আইনে জাতীয় গ্রন্থাগারে পুস্তক জমাদান ও পুস্তকের আইএসবিএন নম্বর গ্রহণ বিষয়ে সচেতনতামূলক সভা করবেন। তাই আগ্রহী লেখক প্রকাশকগণ যথা সময়ে বাসিয়া প্রকাশনীতে উপস্থিত হয়ে এ বিষয়ে যে কোন পরামর্শ দিতে পারেন। প্রতিনিধি দলের সাথে যোগাযোগ করা যাবে ০১৫৩১২৬৯৭০২ নম্বর মোবাইল ফোনে।

Developed by: