দারুণ আত্মবিশ্বাস নিয়ে শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ মুহূর্তে লিটন দাস ছিটকে যাওয়ায় সাকিব আল হাসানের দল কিছুটা ধাক্কা-ই খেয়েছে। যদিও সেসব ভুলে এখন টাইগারদের পূর্ণ মনোযোগ শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের দিকে। আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩টায় তারা দাসুন শানাকার দলের মুখোমুখি হবে।

 

তার আগে আজ (বুধবার) নিজেদের লক্ষ্য নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন টাইগার দলনেতা সাকিব।

 

 

এই সময় বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘আসলে আমি একটা বিভাগের ওপর নির্ভর করে জিততে চাই না। আমার কাছে মনে হয় আমরা যদি প্রতিটি বিভাগেই ভালো খেলি সেটা পেস বোলিং আক্রমণ হতে পারে, স্পিনার, ব্যাটার কিংবা ফিল্ডারও হতে পারে।’
অলরাউন্ড ক্রিকেট খেলেই লঙ্কানদের হারাতে চায় সাকিব বাহিনী, ‘চারটা জায়গাতে যদি আমরা ভালো খেলি, তাহলে আমাদের ভালোভাবে জেতার সম্ভাবনা বেশি থাকবে। আমরা সেটাই করার চেষ্টা করব, অলরাউন্ড ক্রিকেট খেলতে চাই। এমনটা না যে শুধু পেস বোলাররা আমাদের জিতিয়ে দেবে কিংবা শুধু ব্যাটাররা জিতিয়ে দেবে এটা নয়। আমরা চাই সবদিক থেকে ওদের চেয়ে ভালো খেলে জিতব।’
অন্যদিকে, লঙ্কান বোলিং ইউনিটকেও ছোট করে দেখছেন না সাকিব, ‘অভিজ্ঞতার দিক থেকে অবশ্যই আমরা হয়তো কিছু দিক থেকে এগিয়ে। কিন্তু আমি যেটা বললাম শ্রীলঙ্কার কন্ডিশনে যারা খেলছে ওরা মাত্র এলপিএল থেকে খেলে এসেছে। সেখানে যারা পারফর্ম করেছে তারাই এসেছে দলে। আসলে কাউকেই ছোট করার কিছু নেই। ওরাও মুখিয়ে থাকবে ভালো পারফর্ম করার জন্য। আমাদের বোলারদের যেহেতু অভিজ্ঞতা আছে সেটা হয়তো আমরা কাজে লাগাতে পারব। তার মানে এই না কালকের ম্যাচে এটা খুব একটা প্রভাব পড়বে দলের ক্ষেত্রে।’

 

 

 

দুই দলের সামর্থ্য সম্পর্কে টাইগার অধিনায়কের মন্তব্য, ‌‘আমার মনে হয় দুদলই সেইম অবস্থায় আছে। যারা ভালো খেলবে, তারাই জিতবে। স্ট্রেংথ-উইকনেসও উভয় দলেরই একই। তবে আমাদের ব্যাকআপ প্লেয়ার এবং নতুন যারা আছে এটা তাদের ভালো করার একটা সুযোগ। পিচ কেমন হতে পারে এখনও বলা যাচ্ছে না, মাঠে নামলে বোঝা যাবে যে কতটা ডিফেন্ড কিংবা চেজ করা যাবে।