সরকারের মন্ত্রিসভায় নতুন পাঁচজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররাফ হোসাইন ভূইয়া শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি নুরুল ইসলাম বিএসসিও মন্ত্রী হিসাবে শপথ নেন।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ এবং সংরক্ষিত আসন-১৬ এর সংসদ সদস্য তারানা হালিম।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী এ এম এ মুহিত, শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।
এ নিয়ে বর্তমান মন্ত্রিসভায় ৩০ জন মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী এবং ২ জন উপমন্ত্রী হলেন। এছাড়া মন্ত্রীর পদমর্যাদায় ৫ জন উপদেষ্টাও রয়েছেন।
২০১৪ সালে ৫ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ ৩০০ আসনের মধ্যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় লাভ করে।