বিভাগ: বিনোদন

শাহরুখ খানের মেয়ের সঙ্গে ডেটিং করতে যে নিয়ম মানতে হবে

78049সুপার স্টার শাহরুখ খানের মেয়ে সুহানা এখন বলিউডের সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটি কিডসের মধ্যে একজন। অনেক যুবকই সুহানার সঙ্গে ডেটিং-এর স্বপ্ন দেখেন। কিন্তু সুহানার সঙ্গে ডেটিং-এ যাওয়া মোটেই সহজ নয়। সুহানার সঙ্গে ডেট-এ যেতে গেলে মেনে চলতে হবে সাতটা নিয়ম। এই সাতটা নিয়ম অবশ্য সুহানার তৈরি নয়। বরং খোদ শাহরুখই তৈরি করে দিয়েছেন এই নিয়মগুলি। সম্প্রতি দেশটির একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সুহানার সঙ্গে প্রেম করা অত সহজ নয়। তার বক্তব্য, তার মেয়ের বয়ফ্রেন্ডকে মানতে হবে এই সাতটি নিয়ম-

১. ছেলেটির চাকরি থাকতে হবে।
২. তাকে এটা বুঝতে হবে যে, আমি অর্থাৎ শাহরুখ খান, তাকে একেবারেই পছন্দ করি না।
৩. জানতে হবে যে, আমি সর্বক্ষণ তার উপর নজর রাখছি।
৪. সে যেন এক জন উকিলের সঙ্গে সব সময়ে যোগাযোগ রাখে। কারণ যে কোন মুহূর্তে তাকে আইনি ঝামেলায় পড়তে হতে পারে।
৫. তাকে মনে রাখতে হবে যে, সুহানা আমার রাজকন্যা, সে তাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারেনি।
৬. যদি সুহানাকে সে বিরক্ত করে, তা হলে আমি জেলে যেতেও প্রস্তুত।
৭. ছেলেটি সুহানার সঙ্গে যেমন আচরণ করবে, আমার কাছ থেকেও সে তেমন আচরণই পাবে। সূত্র: এবেলা।

ডিপজলের ছবিতে অমৃতা!

76980চিত্রনায়িকা অমৃতা খান এবার মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। ছটকু আহমেদ পরিচালিত ‘এক কোটি টাকা’ ছবিতে ডিপজল ও বাপ্পির বিপরীতে অভিনয় করবেন তিনি। ছবিটি প্রযোজনা করছেন ডিপজল নিজেই। ছবির শুটিং ১ জানুয়ারি থেকে শুরু হবে। এর আগে ৩১ ডিসেম্বর সাভারের দীপুভিলা শুটিং হাউসে এর মহরত অনুষ্ঠিত হবে।

অমৃতা প্রথমবারের মতো ডিপজলের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। তাই বেশ উচ্ছ্বসিত তিনি। বললেন, ‘ডিপজল ভাইয়ের ছবিতে কাজ করার সুযোগ পেয়ে অনেক ভালো লাগছে। ছবিতে আমার চরিত্র নিয়ে এখন কিছু বলতে চাইছি না। তবে এতটুকু বলতে পারি, খুব সুন্দর একটা গল্পের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি।’

ছবিতে যুক্ত হলেন কীভাবে—জানতে চাইলে অমৃতা বলেন, ‘ডিপজল ভাই ফেসবুকে আমার ছবি দেখে পছন্দ করেছেন। আমার এর আগের অভিনীত চলচ্চিত্রগুলো সম্পর্কে খোঁজখবরও নেন তিনি। তারপর তিনি একদিন আমাকে দেখা করতে বলেন। আমিও দেখা করি। এরপর সরাসরি আলাপের পরে তিনি আমাকে এই চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব দেন। আমি অনেক আগে থেকেই ডিপজল ভাইয়ের ভক্ত ছিলাম। তাঁর সঙ্গে কাজ করার সুযোগ তাই হাতছাড়া করতে চাইনি।’

নায়ক বাপ্পি প্রসঙ্গে অমৃতা বলেন, “বাপ্পির সঙ্গে এর আগে আমি ‘গুণ্ড : দ্য টেররিস্ট’ নামের একটি ছবিতে অভিনয় করেছি। আমাদের দুজনের ভালো বোঝাপড়া আছে।

আশা করছি, আমরা ভালো কিছু করতে পারব। বছরের শুরুতে বড় একটা ছবির কাজের মধ্য দিয়ে পথচলা শুরু করতে যাচ্ছি। এ কারণে প্রত্যাশাও অনেক। ডিপজল ভাইয়ের প্রযোজনায় যাঁরা এর আগেও ছবিতে কাজ করেছেন, তাঁরা সবাই চলচ্চিত্রে শক্ত একটা অবস্থান করেছেন। আশা করছি, আমিও সেটা করতে পারব।”

দীর্ঘদিন ধরে মনোয়ার হোসেন ডিপজল নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি। চলতি বছরে ডিপজল অভিনীত ‘অনেক দামে কেনা’ ছবিটি সর্বশেষ মুক্তি পেয়েছিল। ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু।

এবার সম্পূর্ণ নগ্ন হলেন থ্যারন

74517চার্লিজ থ্যারন। হলিউডের সফল অভিনেত্রী। নিজের মর্জিমাফিক চলেন। হলিউড বক্স অফিসে ধারাবাহিকভাবে অনেক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন তিনি। রোমান্টিক, হরর, থ্রীলার, ড্রামাসহ সব ধরনের ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন দর্শকমহলে। অনেক পুরস্কারও বগলদাবা করেছেন। নতুন খবর হলো জেসন রেইটমেন পরিচালিত ‘টালি’ নামক একটি ছবিতে এবার নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন এ অভিনেত্রী।

বর্তমানে এ ছবির শুটিং নিয়ে চলছে তার ব্যস্ততা। কমেডি-ড্রামানির্ভর এ ছবিতে একজন আধুনিক মানসিকতার রাফ এন্ড টাফ তরুণীর ভূমিকায় দেখা যাবে তাকে, যে কিনা কোন কিছুই পরোয়া করে না। কেবল নিজের মর্জিমাফিক চলেন। এর আগে অনেক ছবিতে ব্যাপক খোলামেলা হয়েছেন থ্যারন। পাশাপাশি বিভিন্ন অভিনেতার সঙ্গে ঘনিষ্টও হয়েছেন। তবে পর্দায় এবারই পুরোপুরি নগ্ন থ্যারনকে আবিস্কার করবে দর্শক।

‘টালি’ ছবির একটি স্নানের দৃশ্য করতে গিয়ে সম্পূর্ণ নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। তবে ছবিটি নিয়ে দারুণ আশাবাদি তিনি। এ বিষয়ে থ্যারন বলেন, ‘টালি’ ছবিটি একদমই আলাদা ধরনের কমেডি ছবি। এখানে আমার চরিত্রটিও ব্যতিক্রম। আমার বিশ্বাস অনেক ভালো কিছুই হতে চলেছে।

সংসার ভাঙল সংগীতশিল্পী সালমার

74629সংগীতশিল্পী সালমা ও তাঁর স্বামী শিবলী সাদিকের বিবাহ বিচ্ছেদ হয়েছে।

জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার  সালমা ও তাঁর স্বামী সাংসদ শিবলী সাদিকের মধ্যে বিচ্ছেদ হয়েছে। গত ২০ নভেম্বর   সালমা  ও  শিবলী সাদিকের  পরিবারের উপস্থিতিতে  বিচ্ছেদের সব কার্যক্রম সম্পন্ন হয়। খবরটি নিশ্চিত করেছেন শিবলী সাদিক নিজেই।

বিচ্ছেদের কারণ জানিয়ে শিবলী সাদিক বলেন, ‘আমি আসলে বিবাহ  বিচ্ছেদ চাইনি। সালমার কারণে বিচ্ছেদের পথে  হাঁটলাম আমরা।  সালমা চায় গান করতে।  আমিও সেটা চেয়েছি  কিন্তু সালমা  নিজের বাচ্চার যত্নের  থেকেও গানকে  বেশি গুরুত্ব দিচ্ছে।  এটা আমি ইতিবাচক ভাবে মেনে নিতে পারছি না।  আরো  কিছু বিষয় আছে যা আমি শেয়ার করতে চাই না।’

সালমা ও সাদিকের একমাত্র কন্যা স্নেহা এখন নার্সারিতে পড়ে। মেয়েটি এখন থেকে শিবলী সাদিকের কাছে  থাকবেন বলে জানান তিনি।

অন্যদিকে বিষয়টি নিয়ে সালমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

২০১১ সালে দুই পরিবারের সম্মতিতে সালমা ও শিবলী সাদিকের বিয়ে সম্পন্ন হয়েছিল।

‘অর্ধনগ্ন না হলে ক্যারিয়ার শেষ হয়ে যাবে’

73075‘জুপিটার অ্যাসেন্ডিং’খ্যাত মার্কিন অভিনেত্রী মিলা কিউনিস অভিযোগ করেছেন, এক প্রযোজক তার ক্যারিয়ার ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছিলেন।

কারণ তিনি অর্ধ নগ্ন হয়ে পোজ দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

সম্প্রতি এই মার্কিন অভিনেত্রী এপ্লাস ডটকমকে জানান, “একটি ম্যাগাজিনে অর্ধ নগ্ন পোজ না দেয়ায় তার উপর বেজায় চটেছিলেন একটি সিনেমার প্রযোজক। আমি তার সিনেমার প্রচারের জন্য একটি ম্যাগাজিনে অর্ধ নগ্ন হয়ে পোজ দিতে অস্বীকৃতি জানিয়েছিলাম। আমি তখন কোনোভাবেই এসব করার জন্য প্রস্তুত ছিলাম না।”

৩৩ বছর বয়সী এই অভিনেত্রী জানান, “আমি খুব রেগে গিয়েছিলাম। নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো না বলেছিলাম। এরপর কি হলো? পৃথিবী তো শেষ হয়ে যায়নি সেদিনের পর। সিনেমাটি অনেক আয় করেছিল, আমিও পরবর্তীতে বারবার কাজ করেছি ওই শহরে।”

তিনি বলেন, “আমরা এরকম একটা পরিবেশে বাস করি যেখানে মুখ খুললেই আপনার জীবনের ওপর হুমকি চলে আসবে। আমার ক্যারিয়ারে এরকম বহু মুহূর্ত এসেছে যখন আমি অপমানিত হয়েছি, পারিশ্রমিক কম পেয়েছি, আমাকে পাত্তা দেয়া হয়নি, লিঙ্গ বৈষম্য করা হয়েছে। সবসময়ই আমি মানুষকে সুযোগ দিয়েছি। ভেবেছি তাদের বেশি অভিজ্ঞতা আছে, হয়ত আমারই কোনো কমতি আছে! তবে আমি সমঝোতা করতে করতে হাপিয়ে গিয়েছি। আর নয়, এখন থেকে আমি সরাসরি সব কথা বলব।”

সানি লিওনকে ডাকতে হবে ভাবি!

71217সানি লিওন আসছেন ছোটপর্দায়। ধারাবাহিকের নাম ‘ভাবি জি ঘর পর হ্যায়’!  সানি লিওনকে এবার ভাবি ডাকতে হবে। যদিও তিনি বিবাহিত, পূর্বেই ভাবি ডাক প্রাপ্তি তার। কিন্তু  প্রশ্নটা বিতর্কিত হতেই পারে! বিতর্ক নিয়ে আর কবেই বা মাথা ঘামিয়েছেন সানি লিওন। স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে অনেক বিতর্কিত মুহূর্তেই তো তাকে দেখেছেন দর্শকরা।

তবে সানি কিন্তু এবার সত্যিই নিজেকে ভাবি বলে ডাকার সুযোগ করে দিচ্ছেন এ ধারাবহিকে। যদিও এর আগে ‘বিগ বস’, ‘স্প্লিটসভিলা’র সৌজন্যে তাকে ছোটপর্দায় দেখেছেন দর্শকরা। তবে পারিবারিক ধারাবাহিকে এই প্রথম অভিনয় করতে চলেছেন তিনি। ভারতের জনপ্রিয় টেলিসোপটির বউদি আঙ্গুরি ভাবি ফাঁস করে দিয়েছেন সেই কথা। জানিয়েছেন, ধারাবাহিকের একটি পর্বে নায়ক খোঁজতে আসবেন সানি। তার পর কী হয়, তাই নিয়েই জমে উঠবে সে দিনের গল্প।

এই সাতজনই জাহিদ হাসানের বউ!

55
বরাবরই ঈদে নতুন চমক নিয়ে হাজির হন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ব্যতিক্রম হচ্ছে না এবারও।নিজের পরিচালনায় আসন্ন কোরবানির ঈদে ‘নীলের বউ রাশি’ নামে সাত পর্বের নতুন একটি ধারাবাহিক নিয়ে হাজির হচ্ছেন এ তারকা।

গল্পের প্রয়োজনে এ সাত পর্বে ধারাবাহিকে সাতজন ভিন্ন ভিন্ন রাশির কনের সঙ্গে জাহিদ হাসানের বিয়ে হওয়ার প্রতিযোগিতা হবে।

আর এ সাতটি চরিত্রে জাহিদ হাসানের বিপরীতে অভিনয় করছেন সাদিয়া ইসলাম মৌ, বন্যা মির্জা, তারিন জাহান, নাদিয়া আহমেদ, সারিকা, আশনা হাবীব ভাবনা ও মেহরিন ইসলাম নিশা।

তবে নাটকে জাহিদ হাসানের আসল বউ কে হচ্ছেন সেটি জানতে হলে দর্শকদের প্রচার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন নির্মাতা।

ব্রুস লি’র গল্পে টিভি সিরিজ বানাবেন তার মেয়ে

10
অকাল প্রয়াত ব্রুসলি’র লেখার ওপর ভিত্তি করে টেলিভিশন সিরিজ তৈরি করবেন তার মেয়ে শ্যানন লি।মাত্র ৩২ বছর বয়সে মারা যান ব্রুস লি। মৃত্যুর পর তার হাতে লেখা কিছু নোট খুঁজে পান মেয়ে শ্যানন। ‘ওয়ারিয়র’ নামে সেই লেখার উপর ভিত্তি করেই সিরিজটি বানাতে চান তার মেয়ে।

‘ব্রুস লি এনটারটেইনমেন্ট’এর ব্যানারে নির্মিত হবে এ সিরিজটি। পরিচালনা করবেন জাস্টিন লিন এবং জোনাথন ট্রপার। কারা এতে অভিনয় করছেন তা এখনো চূড়ান্ত হয়নি।

ব্রুসের জন্মস্থান সান ফ্রান্সিসকোর চায়নাটাউনে হবে চিত্রায়ন।

এক তরুণ মার্শাল আর্টিস্টের লড়াইয়ের গল্প নিয়েই ‘ওয়ারিয়র’।

ব্রুসের লেখা নিয়ে এর আগেও একটি সিনেমা করা হয়েছিলো। ব্রুসের মৃত্যুর পাঁচ বছর পরে করা হয় ‘সার্কেল অফ আয়রন’। ‘দ্য সাইলেন্ট ফ্ল্যুট’ অবলম্বনে এটি তৈরি করেছিলেন পরিচালক রিচার্ড মুর।

শুটিংয়ে সালমানের সঙ্গে শৈশবের স্মৃতিচারণ করতাম’

salman-moushumi_24419_1473157009

ঢাকাই ছবির অমর নায়ক সালমান শাহ। ব্যক্তিত্ব, ফ্যাশন, কিংবা অভিনয়- কোনো ক্ষেত্রেই কমতি ছিল না তার। ক্ষণজন্মা এ নায়কের ফ্যাশন আর নায়কোচিত স্টাইল এসময়ের ঢালিউড এবং বলিউডের নায়করাও অনুসরণ করছেন বলে দাবি ভক্তদের। আজ এ নায়কের ২০তম মৃত্যুবার্ষিকী। দিনটিকে স্মরণ করে এ তারকাকে নিয়ে স্মৃতিরোমন্থন করেছেন তার কাছের বন্ধু চিত্রনায়িকা মৌসুমী

সময়টা ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। এফডিসিতে বসে গল্প করছি আমি আর পরিচালক ইস্পাহানি। পরিচালক আমাকে আর সালমান শাহকে জুটি করে একটি ছবি বানানোর কথা বলছিলেন। আমি পরিচালকের কাছ থেকে ছবির গল্প শুনছিলাম।

আর ভাবছিলাম সন্ধ্যায় সালমান শাহ এফডিসিতে এলে তার সঙ্গে কথা বলে ছবিতে চুক্তিবদ্ধ হব। আমাদের কথার মাঝেই হঠাৎ কিশোর বয়সের এক ছেলে এসে বলল, ‘সালমান শাহ তো মারা গেছে’।

খুব ক্ষেপেছিলাম বালকটির মুখে এ কথা শুনে। বেশ বকেও ছিলাম ওকে। কিন্তু এরপর পরিচালকের সঙ্গে কথা বলতে থাকলেও মনোযোগ দিতে পারছিলাম না। বারবার ছেলেটির ওই কথাটা কানে বাজছিল। এমন সময় আরেকটি ছেলে এসে বলল, ‘সালমান ভাই আসলেই মারা গেছে। টিভিতে দেখাচ্ছে।’

আমার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। মুহূর্তের মধ্যেই যেন সবকিছু উলট-পালট হয়ে গেল। ইস্পাহানি দৌড়ে চলে গেল টিভি দেখতে। আমি দিশেহারা হয়ে গেলাম। ওইদিন দুপুর ২টায় এফডিসিতে এলো সালমান শাহ। তবে জীবিত নয়, নিষ্প্রাণ হয়ে এলো আমাদের স্বপ্নের নায়ক।
আংকেল-আন্টি (সালমানের বাবা-মা) এসেই আমাকে জড়িয়ে ধরলেন। আমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। খুব কাছের বন্ধুটি লাশ হয়ে শুয়ে আছে আমার সামনে। দৃশ্যটি মনে এলে এখনও মনের অজান্তেই চোখে পানি চলে আসে।

সত্যি বলছি, আমি ওইদিন একটুও কাঁদিনি। প্রিয় মানুষ জীবন থেকে হারালে যা হয়। যেন পাথর হয়ে গিয়েছিলাম সবচেয়ে প্রিয় বন্ধুটিকে হারিয়ে। বুঝলাম, নিয়তি কত নিষ্ঠুর।

ছবিতে অভিনয় করার আগে থেকেই আমার আর সালমান শাহ’র পরিচয়। আমরা খুলনায় একই স্কুলে প্রথম দুই ক্লাস পড়েছি। এরপর সে চলে গেছে অন্য কোথাও। আমিও আসি ঢাকায়। স্কুলে ওর নাম ছিল ইমন। আর আমার নাম আরিফা।

‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির শুটিংয়ে প্রায় সময় আমরা নিজেদের শৈশবের স্মৃতিচারণ করতাম। ও ছিল সবচেয়ে স্টাইলিশ নায়ক। আমাদের বন্ধুত্বের মধ্যে ছিল না কোনো স্বার্থপরতা। জীবদ্দশায় এমন কোনো বিষয় নেই যা আমরা শেয়ার করিনি।

কখনও কখনও মনে হতো, প্রতিটি মানুষের জীবনেই এমন একজন বন্ধু প্রয়োজন। সাড়ে তিন বছরে আমরা মাত্র চারটি ছবিতে অভিনয় করেছি। এতে আমাদের দুজনের কোনো দোষ ছিল না।

সত্যি বলতে, আমাদের পারিবারিক ভুল বোঝাবুঝির কারণেই ইচ্ছে থাকা সত্ত্বেও একসঙ্গে কাজ করা হয়নি। দুঃখ একটাই, আমাদের সম্পর্কটাকে সবাই বন্ধুর চেয়ে বেশি কিছুই ভেবেছে; যা কখনোই ছিল না। তার মৃত্যুর পর হয়তো সবারই এ ভুলটি ভেঙেছে।

শুনি মানুষের স্থায়িত্ব খুব বেশি দিনের হয় না। সালমান তার সাড়ে তিন বছরের অভিনয়ে দর্শকদের এতটাই মুগ্ধ করেছেন, আজও সে সবার মনের মণিকোঠায় গেঁথে আছে। একজন শিল্পীর এর চেয়ে আর কী চাওয়ার আছে।

আজকের দিনে শুধু একটাই কথা বলব, বন্ধু- এমনতো কথা ছিল না। তারপরও যেখানেই আছ, ভালো থেক-সুখে থেক। আমরা তোমাকে কখনোই ভুলব না।

রেখা অমিতাভের ঘনিষ্ঠ দৃশ্য দেখে হাউমাউ করে কেঁদেছিলেন জয়া

174806313602bf523fd5d8cbb7e94049-1429854845amitabh-rekha-story 2fb7928d79c1844277441915d83a3a79-sikandar3 776a27dda5223f6fc5977d20c06244aa-rekha-umraoসিলসিলা ছবিতে অমিতাভ ও রেখা।এ কথা হয়তো ইতিমধ্যে জেনেছেন, সম্প্রতি বলিউড তারকা রেখার আত্মজীবনী নিয়ে একটি বই প্রকাশ করা হয়েছে। সেখানে অভিনেত্রীর জীবনের বিস্তারিত তথ্য তাঁর ভক্তদের সামনে এসেছে। আত্মজীবনী নিয়ে লেখা বইতে সামনে এসেছে তাঁর সঙ্গে অভিনেতা অমিতাভ বচ্চনের সম্পর্ক, জয়ার সঙ্গে তাঁর ঠান্ডা সম্পর্কের কথাও। রেখার দাবি, অমিতাভের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যাওয়ার একমাত্র কারণ জয়াই।

বইটির নাম ‘রেখা : দ্য আনটোল্ড স্টোরি’। বইতে মূলত অভিনেত্রীর জীবনের বিভিন্ন বিতর্কিত মুহূর্তের কথা সামনে এসেছে। রেখার জীবনের নানা চড়াই-উতরাই আর চমকপ্রদ সব ঘটনা নিয়ে বইটি সাজিয়েছেন লেখক ইয়াসির উসমান। বইটি প্রকাশ করেছে ভারতের জাগারনাট প্রকাশনা সংস্থা।

রেখাবইতে উল্লেখ করা হয়েছে এই কালজয়ী ছবি ‘সিলসিলা’র শুটিং চলাকালীন রেখার সঙ্গে সম্পর্কের জেরে অমিতাভ-জয়ার সংসারে প্রভাব পড়েছিল। সে জন্য সেই সময় অমিতাভকে রেখার সঙ্গে বিভিন্ন ছবিতে অভিনয় করতেও বাধা দেন জয়া।
আত্মজীবনীতে ১৯৭৮ সালে স্টারডাস্ট ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারের কথা উল্লেখ করে রেখা জানান, ওই সাক্ষাৎকারে তাঁর ও অমিতাভের সম্পর্কে এক অতি গোপন কথা ফাঁস করেছিলেন। ওই সাক্ষাৎকারে তিনি তাঁর সঙ্গে অমিতাভের সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ হিসেবে জয়াকেই দায়ী করেছিলেন।
বইটিতে রেখা একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের কথা উল্লেখ করেন। বলেন, সেখানে তিনি জয়াকে উদ্দেশ করে একটি কবিতা বলেছিলেন। দর্শকেরা ভেবেছিলেন, অমিতাভকে উদ্দেশ করে বলা হয়েছে সে কথা।
মুকাদ্দার কা সিকান্দার’রেখা দাবি করেন ‘মুকাদ্দার কা সিকান্দার’-এ তাঁর এবং অমিতাভের ঘনিষ্ঠ দৃশ্য দেখে হাউমাউ করে কেঁদেছিলেন জয়া। এর আগে আরেক দিন যখন ঋষি কাপুর-নিতু সিংহের বিয়েতে সিঁদুর মাথায় এসে রেখা অবলীলায় অমিতাভের সঙ্গে গিয়ে গল্প করতে শুরু করেন, যার জেরে ভীষণ ক্ষুব্ধ হন জয়া বচ্চন। ওই দিন অমিতাভের টনক না নড়লেও ‘মুকাদ্দার কা সিকান্দার’-এর দৃশ্য দেখে জয়ার কান্নায় পর বদলে যেতে থাকেন অভিষেকের বাবা। ধীরে ধীরে রেখা থেকে সরে যেতে থাকেন অমিতাভ। একসময় ঠিক করেন, রেখার সঙ্গে আর জুটি হবেন না পর্দায়।
সূত্র : নিউজ ইন্ডিয়া ও ইন্ডিয়া টাইমস

Developed by: