বিভাগ: বিনোদন

কোলাভেরি গায়ক এখন পরিচালক

 51d711c30ed7f4103d4b5d25c7b05490-dhanush     

 ‘হোয়াই দিজ কোলাভেরি ডি’ গানটির কথা মনে আছে? শুধু তামিলনাড়ু নয়, সারা ভারতজুড়ে জনপ্রিয় হয় গানটি। অভিনেতা ধানুশ গানটি দিয়ে গায়ক হয়ে উঠেছিলেন। আসছে নতুন খবর। এবার পরিচালকের চেয়ারেও বসতে যাচ্ছেন দক্ষিণী এ তারকা।
অনেক দিন ধরেই গুঞ্জন ছিল পরিচালনায় আসবেন দক্ষিণী এ তারকা। বিভিন্ন সাক্ষাৎকারেও তিনি এ কথা বলেন। কিন্তু ঠিক সময়টি যেন ধরা পড়ছিল না। অবশেষে বুঝি সেই সময় এল। পরিচালনায় অভিষেক হতে যাচ্ছে তাঁর। ধানুশ পরিচালিত ছবিতে মূল চরিত্রে অভিনয় করবেন রাজকিরন। ছবির নাম ‘পাওয়ার পান্ডি’। অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ‘হ্যাঁ, ধানুশের পরিচালনায় অভিষেক হতে যাচ্ছে। ছবিতে মূল চরিত্র করবেন রাজকিরন। ধানুশের বাবার পরিচালনায় প্রথম ছবিতেও অভিনয় করেছিলেন এ তারকা। বাবার প্রথম ছবির তারকা তাঁরও প্রথম ছবিতে অভিনয় করেছেন। তাই বিষয়টি ধানুশের পরিবারের জন্য আবেগী ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আরও একটি দারুণ বিষয় হলো চলচ্চিত্রে এ বছর পার হবে রাজকিরনের ২৫ তম বছর। সুতরাং পুরো ছবি কারিগর দল বেশ রোমাঞ্চিত।’

মজার বিষয় হলো, ধানুশের বাবা কস্তুরি রাজা তাঁর প্রথম ছবিতেই সাফল্য পেয়েছিলেন। ‘এন রাসভিন মানাসিল’ দক্ষিণে ব্যাপক জনপ্রিয় হয়েছিল। এখন দেখার বিষয় ছেলের ছবিতে রাজকিরনের ভাগ্যের শিকে ছেড়ে কি না। সূত্র অনুযায়ী ছবিটি হবে রোমাঞ্চকর ও কৌতুকপূর্ণ। প্রসন্ন অভিনয় করবেন রাজকিরনের ছেলে হিসেবে।
বলিউড লাইফ

দুই দেশের ছবি নিয়ে দিল্লিতে ‘পদ্মা-যমুনা বাংলা সিনে উৎসব’

       1040a538bca1f01e9878afd3018c2347-Sankhachil

আগামী ২ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘পদ্মা-যমুনা বাংলা সিনে উৎসব’। তিন দিনব্যাপী আয়োজিত এই উৎসবে দেখানো হবে দুই বাংলার কয়েকটি আলোচিত ছবি। এগুলোর উল্লেখযোগ্য কয়েকটি হলো ‘শঙ্খচিল’, ‘মনের মানুষ’, ‘শব্দ’, ‘নাটকের মতো’, ‘নাচোলের রানি’ এবং ‘ও আমার দেশের মাটি’। দিল্লির মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত এই উৎসবে দুই বাংলার আরও কয়েকটি ছবি দেখানো হবে।

‘পদ্মা-যমুনা বাংলা সিনে উৎসব’-এর উদ্বোধন করবেন টালিউড তারকা প্রসেনজিৎ। এ উৎসবের আয়োজন করছে দিল্লির বেঙ্গলি অ্যাসোসিয়েশন। উৎসবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী পাওলি দাম প্রমুখ।

‘সুপারস্টার শব্দটা আমার কাছে এখন পুরনো’

27681_jgjhgজনপ্রিয় অভিনেতা ওমর সানী দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। মাঝে চলচ্চিত্র থেকে একটু দূরে থাকলেও আবারও নিয়মিত হয়েছেন তিনি। চলচ্চিত্র জগতে তার প্রথম দেখা হয় পরিচালক দারাশিকোর সঙ্গে। তার পরিচালনায় একটি ছবিতে প্রথম কাজ করার কথা ছিল এই অভিনেতার। তবে ছবিটি শেষ পর্যন্ত হয় নি। এরপর পরিচালক শেখ নজরুল ইসলামের ছবিতে অভিনয় করার সুযোগ পান এবং প্রথম ছবিতেই বাজিমাত করেন। এ প্রসঙ্গে ওমর সানী মানবজমিনকে বলেন, একদিন দুপুরে শেখ নজরুল ইসলাম দারাশিকো সাহেবের অফিসে আসলেন, তখন উনি একটা ছবি শুরু করবেন। ছবির নাম ‘চাঁদের আলো’। গুণী অভিনেতা রাজীব ভাই সেদিন সেখানে উপস্থিত ছিলেন। তিনি শেখ নজরুল ইসলাম সাহেবকে বললেন, সানীকে এ ছবিতে নিয়ে নিন। এরপর নজরুল সাহেবের সঙ্গে পরিচয় হলো এবং ছবির কাজ শুরু করলাম। একসময় নির্মাণ শেষে ছবিটি মুক্তি পেলো এবং সুপারহিটও হলো। সেই থেকে শুরু ওমর সানীর রূপালী পর্দায় পথ চলা। প্রথম ছবি সুপারহিট ব্যবসা করার পর ‘এই নিয়ে সংসার’, ‘মহৎ’, ‘বাংলার বধু’, ‘প্রেমগীত’, ‘হারানো প্রেম’, ‘দোলা’, ‘চরম আঘাত’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘প্রিয় তুমি’, ‘আত্ম অহংকার’, ‘কাল পুরুষ’, ‘প্রেমের অহংকার’, ‘গরীবের রানী’, ‘সুখের স্বর্গ’, ‘গোলাগুলি’, ‘রঙ্গিন রংবাজ’, ‘কুলি’, ‘রঙ্গিন নয়নমনি’সহ  ১০০’র বেশি সুপারহিট ছবিতে টানা নায়ক হিসেবে অভিনয় করেন সানী। এরপর এক পর্যায়ে বেছে নিলেন এক চ্যালেঞ্জিং পথ। খলনায়ক হিসেবে নতুন লুকে বড়পর্দায় আসলেন তিনি। উত্তম আকাশের ‘ওরা দালাল’, এফ আই মানিকের ‘বিদ্রোহী সালাহউদ্দিন’, শাহীন সুমনের ‘নষ্ট’, মালেক আফসারীর ‘জেল থেকে বলছি’, ইলিয়াস কাঞ্চনের ‘বাবা আমার বাবা’ ছবিগুলোতে দর্শকরা নতুন এক সানীকে আবিস্কার করলেন। এরপর আবারও বিরতি। কারণ স্বাস্থ্য বেড়ে যাওয়া। ১২৭ কেজির শরীরটা দর্শককে দেখাতে চান নি সানী। ওজন কমিয়ে ৮৫ কেজিতে আনার পর দর্শকের সামনে নতুন ছবি নিয়ে হাজির হন আবার। সানী বলেন, নিয়মিত জিমে যাওয়া, ধূমপান ছেড়ে দেয়াসহ অনেক পরিশ্রম করতে হয়েছে। সবই করেছি দর্শকের ভালোবাসা পাবার জন্য। সম্প্রতি সানী বন্ধন বিশ্বাসের ‘শূন্য’ ও সরকারি অনুদানের ছবি ‘লাল সবুজের সুর’ এর কাজ শেষ করেছেন। এ ছবি দুটি প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘শূন্য’ ছবির ডাবিং এখনও হয়নি। নবাগত একজন পরিচালকের সঙ্গে কাজ হয়েছে। আমি আমার চরিত্রটি নিয়ে খুশি। আশা করি, দর্শকরা পছন্দ করবেন। অন্যদিকে, মুশফিকুর রহমান গুলজারের ‘লাল সবুজের সুর’ ছবির ডাবিংসহ অন্য সব কাজই শেষ হয়েছে আমার। সামনের ১৬ই ডিসেম্বর ছবিটি মুক্তি দেবার কথা রয়েছে। এটি একটি শিশুতোষ চলচ্চিত্র, অনুদানের ছবি। সবচেয়ে ভালো লেগেছে যে, যুদ্ধের সময় আমি অনেক ছোট ছিলাম। দেশের জন্য কিছু করা সম্ভব ছিল না। বড় হয়ে ছবিটি করতে গিয়ে মনে হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাসের ছবিতে কাজ করে এর সাক্ষী হিসেবে হয়তো থাকতে পারলাম। আমি একজন কমান্ডারের চরিত্রে অভিনয় করেছি। এ ছবি দুটির বাইরে নতুন একটি ভিন্নধর্মী বিজ্ঞাপনে কাজ করেছেন সানী। সম্প্রতি শুটিং শেষ হওয়া আরএফএল রিগ্যাল ফার্নিচারের এই বিজ্ঞাপনে তাকে ছয়টি রূপে দর্শকরা দেখতে পাবেন। অভিনয়ের বাইরে চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তবে আসছে নির্বাচনে সভাপতি পদে লড়বেন এই অভিনেতা। এ প্রসঙ্গে জানতে চাইলে সানী বলেন, আমাকে শাকিব খান অর্থাৎ বর্তমান সভাপতি কথা দিয়েছেন তিনি এবার নির্বাচনে অংশ নিবেন না। আর আমাকে প্যানেলে সহযোগিতা করতে চেয়েছেন। অনেক শিল্পীর সামনেও শাকিব একথা বলেছেন। আল্লাহ আমাকে  বাঁচিয়ে রাখলে এবার সভাপতি পদে নির্বাচন করব আমি। আর শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করার জন্য শাকিব আমাকে নিজেই বলেছেন। মৌসুমীর সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে। আমিন খানসহ অনেকে সভাপতি পদে আমাকে দেখতে চান এবার, আমার বন্ধু মিশা সওদাগরের সহযোগিতাও আমি কামনা করছি। আমি শিল্পীদের সেবা করতে চাই। সবশেষে নিজের অভিনয় ক্যারিয়ার নিয়ে সানী বলেন, সুপারস্টার শব্দটা আমার কাছে এখন পুরনো। নয় বছর একটানা নাম্বার ওয়ান হিরো ছিলাম। নতুন করে পাওয়ার কিছু নেই। এখন শুধু অসাধারণ সব গল্পের ছবিতেই অভিনয়  করে যেতে চাই। দর্শকদের হৃদয়ে সুঅভিনেতা হয়েই বেঁচে থাকতে চাই।

এবার পেলেন ‘হট গার্ল’ খেতাব

27242_e8অর্জনের পাল্লা দিনে দিনে ভারী হচ্ছে বলিউড তারকা প্রিয়াংকা চোপড়ার। একের পর এক পুরস্কার ও খ্যাতি অর্জন করেই যাচ্ছেন তিনি। আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়ের কল্যাণে পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেন প্রিয়াংকা। এরপর আরও কয়েকটি পুরস্কার জেতার পাশাপাশি হলিউডের মতো জায়গায়ও অভিনয় করার সুযোগ হয় সাবেক এ বিশ্ব সুন্দরীর। এবার তার ঝুলিতে জমা পড়লো নতুন আরেকটি খেতাব। সমপ্রতি হলিউডের ‘হট গার্ল’ খেতাব অর্জন করেছেন প্রিয়াংকা। এর আগে এটি জেনিফার লরেন্স, হ্যালে বেরি, অ্যান হ্যাথাওয়ে, ক্রিস্টেন স্টুয়ার্টের মতো তারকারা পেয়েছিলেন। এই খেতাবটি দিয়ে থাকে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন হারপার্স বাজার। প্রতি বছর হলিউডে যাত্রা শুরু করা আলোচিত তারকাদের মধ্য থেকে একজনকে দেয়া হয় ‘হট গার্ল’ খেতাব। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত প্রিয়াংকা। ‘বেওয়াচ’ তারকা টুইটারে লিখেছেন, আমাকে হলিউডের হট গার্ল নির্বাচিত করায় হারপার্স বাজারকে ধন্যবাদ। এদিকে কোয়ান্টিকোতে ব্যাপক আলোচনার পর এবার সেটির দ্বিতীয় কিস্তিতেও দেখা যাবে প্রিয়াংকাকে। এছাড়া তার অভিনীত হলিউড ছবি ‘বেওয়াচ’ও মুক্তির অপেক্ষায় রয়েছে।

আমার কাজ নাচ নয়, গান করা: অ্যাডেলে

a1বিশ্বখ্যাত তারকা শিল্পী অ্যাডেলে। গতবছর ‘হ্যালো’ গান দিয়ে বিশ্ব মাতিয়ে ছিলেন ২৮ বছর বয়সী এই শিল্পী। গত সপ্তাহে লস অ্যাঞ্জেলসের একটি কনসার্টে পারফর্ম করলেন মার্কিন এই সঙ্গীতশিল্পী। এদিন তিনি জানান, ২০১৭ সালে হস্টনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘সুপার বোল’-এ অংশ নিচ্ছেন না তিনি। একজন ভক্তের প্রশ্নের জবাবে তিনি এই অনুষ্ঠানে পারফর্ম করার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা স্বীকার করেন। আগামী বছরের ৫ ফেব্রুয়ারি এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্প্র্রতি এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য এনএফএল-এর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ হিসেবে অ্যাডেলে জানান, তিনি নাচতে পারেন না বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

কনসার্টে ভক্ত-দর্শকদের উদ্দেশ্যে অ্যাডেলে বলেন, ‘এই শো শুধুমাত্র গানের নয়, আর আমি নাচতে পারি না। তাছাড়া আমার কাজ নাচ নয়, গান করা। অনুষ্ঠানের আয়োজকরা বেশ ভালো। আমি নাচ পারি না জেনেও তারা আমাকে সেখানে পারফর্ম করার জন্য প্রস্তাব পাঠায়। তবে আমি মানা করে দিয়েছি।’

ফেসবুকে প্রেম, অতঃপর লোপার বিয়ে

a-1দুজনের পরিচয়টা ফেসবুকে। তারপর দুজনের সম্পর্কটা আরও গাঢ়ো হতে হতে রূপ নেয় প্রণয়ে। বছর খানেক প্রেমের দুজন বিয়ে করলেন গায়িকা-সংবাদ পাঠিকা লোপা হোসেইন। বর সিরাজুম মুনির পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং গীতিকার-সুরকারও। গত ৫ আগস্ট রাত ৯টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্তোরাঁয় তাদের আকদ হয়। এখানে শুধু দুই পরিবারের ঘনিষ্ঠজনরা ছিলেন।

লোপা জানিয়েছেন, ‘গানের কাজ করতে করতে একসময় অনুভব করতে শুরু করলাম, আমার স্বপ্নের জীবনসঙ্গীর সঙ্গে এই মানুষটি প্রায় নব্বই ভাগ মিলে গেছে। যখন দেখলাম তার দিক থেকেও একই রকম অনুভূতি কাজ করছে, তখন সিদ্ধান্ত নিলাম ঘর বাঁধার। আমরা নিজেদেরকে বলি একে অপরের আত্মাসঙ্গী।’

লোপার বর সিরাজুম মুনির আমেরিকান একটি প্রতিষ্ঠানে ম্যানেজার পদে কর্মরত। গানের সূত্রেই তাদের পরিচয় ও সখ্য। তারপর দুই পরিবারের সম্মতিতে বিয়ে। আগামী মাসে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

৯০ এর দশকে সাড়া জাগানো সেই নায়িকা আবার ফিরছেন!

66827দেখুন তো এই নায়িকাকে চেনেন কিনা? চিনতে পারছেন না? ভা্ল করে দেখুন। ইনি আপনার চেনা। অনেক দিন একে না দেখলেও ভুলে যাননি তা হলফ করে বলতে পারি। তবে শুধু আপনি কেন, সকলেই এর নতুন চেহারা দেখে চমকে গিয়েছেন। সময়ের সঙ্গে সকলের চেহারাই বদলে যায়। তা বলে এতটা পরিবর্তন? কসমেটিক সার্জারি, মেকওভারে বহু অভিনেতা-অভিনেত্রীর চেহারাই বদলে যেতে দেখেছি আমরা।

ইনি ঋতু শিবপুরী। বলিউড একে ‘লাল দুপাট্টে ওয়ালি’ হিসেবেই মনে রেখেছে। এ বার হয়ত চিনতে পারছেন? ১৯৯৩ সালে আঁখে ছবি দিয়ে বলিউডে পা রাখার পর হাতে গোনা কয়েকটা ছবিতে অভিনয় করেছিলেন ঋতু।

নব্বই দশকের শুরুর দিকে বেশ কিছু বলিউড ছবিতে দেখা গিয়েছিল একে। তারপর হঠাত্ই উধাও হয়ে যান বড়পর্দা থেকে। ১৯৭৫ সালের ২২ জানুয়ারি জন্মানো এই মহিলার বয়স এখন ৪১ বছর।

২০০৬ সালে গোবিন্দার হদ করদি আপনে ছবিতে এক পার্শ্বচরিত্রে শেষ বারের মতো পর্দায় দেখা গিয়েছিল তাকে। ১০ বছর পর আবার পর্দায় ফিরছেন তিনি। টিভি সিরিজ ২৪ এর সিজন ২ তে দেখা যাবে তাকে। ২৪ ছাড়াও পুনীত ইসারের ‘হি-ম্যান’-এও অভিনয় করেছেন তিনি।

এই সিরিজে অ্যান্টি টেররিস্ট ইউনিটের ফরেন্সিক অফিসার ড. সানির ভূমিকায় দেখা যাবে একে। এই সিরিজে তার সঙ্গে জয় সিং রাঠোরের ভূমিকায় দেখা যাবে অনিল কাপূরকে। সম্প্রতি ৩ সন্তান নিয়ে বিচ হলিডে কাটাতে গিয়েছিলেন ইনি। তখনই ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি দেখে আবার শিরোনামে আসেন।

দীপিকার স্বামী হচ্ছেন শাহিদ কাপুর

cc8cb2c428cc2fc716d57e390d1a7951দীপিকার আপত্তির জেরে ‘পদ্মাবতী’ থেকে বাদ পড়েছেন ভিকি কৌশল। তার পরিবর্তে দেখা যাবে শাহিদ কাপুরকে। ছবিটিতে শাহিদ দীপিকার স্বামীর চরিত্রে অভিনয় করবেন। এখনো নিশ্চিত কিছু জানা যায়নি, তবে গুঞ্জনকারীদের দাবি এমনটাই।

ইতোমধ্যে জানা গেছে, সঞ্জয় লীলা বানশালির পরবর্তী ছবি ‘পদ্মাবতী’তে দীপিকা এবং রণবীর সিংকে চূড়ান্ত করা হয়েছে। রণবীর থাকছেন আলাউদ্দিন খিলজির চরিত্রে, আর দীপিকা পদ্মাবতীর ভূমিকায়। কে পদ্মাবতীর স্বামী রাজা রাওল রতন সিংয়ের চরিত্রে অভিনয় করবেন তা নিয়ে ক’দিন ধরে বেশ ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

মুম্বাইয়ের এক জনপ্রিয় ওয়েবসাইট দাবি, সঞ্জয় চাইছেন, শাহিদ চিতোরের রাজার চরিত্রটা করুন। শাহিদ যদি এই চরিত্রটা করতে রাজি হন তাহলে এই প্রথমবার তিনি সঞ্জয় লীলার কোন ছবিতে অভিনয় করবেন এবং একই সঙ্গে প্রথমবার জুটি বাঁধবেন দীপিকা এবং রণবীরের সঙ্গে।

ক’দিন আগে শোনা যায়, রাজা রাওল রতন সিং এর চরিত্রের জন্য ছোটপর্দার তারকা অভিনেতা ভিকিকে বেছে নিয়েছেন সঞ্জয়। কিন্তু দীপিকা সেই অভিনেতার সঙ্গে কাজ করতে মানা করেন।

পদ্মাবতী ছবিতে দীপিকা আর রণবীরের একসঙ্গে কোনও দৃশ্য থাকবে না। অন্যদিকে, দীপিকাকে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে তার স্বামীর সঙ্গে। এই কারণেই তার অনস্ক্রিন স্বামীর চরিত্রে তিনি বড় কোন তারকার সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। এই ছবির শুটিং চলতি বছরের সেপ্টেম্বর মাসে শুরু হবে।

শাকিবের সঙ্গে কোমড় দুলিয়ে যা করলো পড়শি (ভিডিও)

নাচে-গানে এক অন্য পড়শিকে দেখা গেল ‘মেন্টাল’ সিনেমায়। প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করলেন সঙ্গীতশিল্পী পড়শি। শামীম আহমেদ রনি পরিচালিত ‘রানা পাগলা দ্য মেন্টাল’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন পড়শি।

বাংলা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে গত ২ জুলাই প্রকাশ করা হয় সিনেমাটির ‘নাজেহাল’ শিরোনামের একটি গান। গানে শাকিবের সঙ্গে দারুণ নেচেছেন এই সঙ্গীতশিল্পী। শাকিব-পড়শির নাচ ভিন্নরকম আকর্ষণ যোগ করলো সিনেমাটিতে। নাচের মধ্যে শাকিবের সঙ্গে খুনসুঁটিও করেন পড়শি।

অভিনয়ের পাশাপাশি ‘নাজেহাল’ গানটিতে কণ্ঠ দিয়েছেন পড়শি। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন কলকাতার সঙ্গীতশিল্পী শান। এই গানটির দৃশ্যধারণ হয়েছে থাইল্যান্ডের বিভিন্ন জায়গায়। সিনেমাটি ঈদে মুক্তির প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, সিনেমার নাম ছিল ‘মেন্টাল’। কিন্তুসেন্সর বোর্ডের আপত্তির কারণে ‘রানা পাগলা’ নাম নিয়েই মুক্তি পাচ্ছে সিনেমাটি। এই সিনেমায় শাকিব-তিশাকে দেখা যাবে ভিন্ন লুকে। এছাড়াও অভিনয় করছেন আঁচল।

শচীন টেন্ডুলকারের মেয়ের অজানা কাহিনী

ছোটবেলা থেকেই তাই লাইম লাইটের ঝলকানির মধ্যেই বড় হয়ে ওঠা শচীন ও অঞ্জলি টেন্ডুলকারের একমাত্র মেয়ে সারা এখন সপ্তদশী। কিন্তু এরই মধ্যে তার ফ্যাশন সেন্স থেকে বয়ফ্রেন্ড- সবই খবরের কাগজের পাতায় রীতিমতো আলোচিত। জেনে নিন সারা সম্বন্ধে এক গুচ্ছ তথ্য যা হয়ত আপনার অজানা।

১. বাবা শচীনের পাশে সারাও কিন্তু যথেষ্টই উজ্জ্বল। সোশাল মিডিয়া থেকে গ্ল্যামার ওয়ার্ল্ড সবক্ষেত্রেই যথেষ্ট সাবলীল সারা। বলা যায়, দেশের জনপ্রিয় স্টার-কিডদের মধ্যে অন্যতম তিনি।

২. ইতিমধ্যেই ফেসবুকে নিজের ফ্যানক্লাব তৈরি হয়েছে সারার।

৩. ১৯৯৭-এর ১২ অক্টোবর জন্ম সারার। ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্কুলিং শেষ করেন তিনি।

৪. গ্ল্যামার ওয়ার্ল্ডে ইতিমধ্যেই নিজের ফ্যাশন সচেতনতা নিয়ে যথেষ্ট পরিচিত শচীন-কন্যা।

৫. শোনা যাচ্ছে, খুব শিগগিরই বলিউডে অভিষেক হতে চলেছে সারা টেন্ডুলকারের।

৬. আমির খানের ‘দিল্লি বেলি’-র স্পেশাল স্ক্রিনিংয়ে অঞ্জলি আর সারাকে দেখতে পাওয়ার পর থেকেই সারার বলিউডে আগমন নিয়ে সরগরম হয় মিডিয়া।

৭. শোনা গিয়েছিল, শাহিদ কাপুরের বিপরীতেই প্রথম বড় পর্দায় মুখ দেখাবেন সারা।

৮. বয়স মাত্র ১৭ হলে কী হবে এরই মধ্যে প্রেম নিয়ে সোশাল মিডিয়ায় যথেষ্ট আলোচিত তিনি। শোনা গিয়েছিল, টিভি অভিনেতা হিমাংশু কোহলির সঙ্গে নাকি জমিয়ে প্রেম করছেন সারা। তবে এই সম্পর্কের কথা কখনোই স্বীকার করেন নি তিনি।

Developed by: