বিভাগ: বিনোদন

সানি লিওনকে টেক্কা দেবেন পাকিস্তানি তাহমিনা

বলিউডে পা রাখতে চলেছেন পাকিস্তানি বংশোদ্ভূত নামি মডেল তাহমিনা আফজাল। আর তা হলে খোলামেলা দৃশ্যে দুর্দান্ত সাহসী তাহমিনা হয়ে উঠতে পারেন বলিউডের আরেক অভিনেত্রী সাবেক পর্নস্টার সানি লিওনের জন্য হুমকি।

বলিউডের রূপালি পর্দায় সানি লিওনের খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে রয়েছে নানা আলোচনা-সমালোচনা। তবে যৌন আবেদননির্ভর ছবিতে নির্মাতাদের পছন্দের তালিকায়

প্রথমেই থাকছেন সানি। এবার তাকে টেক্কা দিতে শিগগিরই বলিউডে পা রাখছেন ‘হট বেব’ তাহমিনা।

পাকিস্তানি তাহমিনা শুধু নামি মডেলই নন, দুর্দান্ত সফটবল খেলোয়ারও। মার্কিন যুক্তরাষ্ট্রে কেটেছে তার ছোটবেলা। খেলাধূলার জন্য নিউইয়র্কে স্কলারশিপও পেয়েছেন। পড়াশোনায় ব্যাচেলর ডিগ্রি শেষ করে মডেলিং ক্যারিয়ারকেই বেছে নেন।

কয়েকটি মিউজিক ভিডিওতে সাহসী লুকের কারণে দুনিয়াজুড়ে বিতর্কিত তাহমিনা আফজাল। পাকিস্তানেও তুমুল সমালোচনার মুখে পড়েন।

যদিও সেসব সমালোচনাকে উড়িয়ে দিয়ে দুই সন্তানের জননী ৩০ বছর বয়সী তাহমিনার বক্তব্য, ‌’নিজের সুন্দর শরীরটা দেখিয়ে কারো কোনো ক্ষতি তো করছি না। আমার সমর্থনে কয়েক হাজার পুরষ পাশে রয়েছেন। আমার পরিববারও পাশে রয়েছে। তাই সমালোচনাকে ভয় পাই না।’

আর তাই এবার বলিউড পাড়ার তার পা রাখার গুঞ্জনে অনেকেই বলতে শুরু করেছেন, সানি লিওনকে টেক্কা দিতে তাহমিনাই যথেষ্ট! সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

রমিজের অন্তহীন নোংরামি

রমিজ রাজা। যিনি বিশ্বজুড়ে নোংরা মনের ধারাভাষ্যকার হিসেবে নিজের একটা জায়গা করে নিয়েছেন! বিদেশি থেকে শুরু করে স্বদেশী ক্রিকেটারদের সম্পর্কেও নোংরা মন্তব্য করতে তার জুড়ি মেলা ভার। বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে কথা বলতে গেলেই তার সুর দ্বিগুণ কর্কশ হয়ে যায়। যেমনটা হচ্ছে পাকিস্তান সুপার লিগে। তামিম-সাকিবের সঙ্গে অভদ্র আচরণ করে আলোচনায় এসেছেন তিনি।

রমিজ এমন কাণ্ড তার কমেন্ট্রি ক্যারিয়ারে বহুবার করেছেন। পড়ুন তেমন কিছু কাহিনী:

১. একবার ধারাভাষ্য দেয়ার সময় কনডমের বিজ্ঞাপনের স্লোগান আওড়ান রমিজ। লজ্জার মাথা খেয়ে বলেন, ‘এই দুজন দেখালো কীভাবে নিরাপদে করতে হয়। কীভাবে নিরাপদে করতে হয় তার সত্যিকারের উদাহরণ এই জুটি!’

২.স্বদেশী হাফিজ এবং জামশেদকে নিয়ে একবার নিকৃষ্টতম মন্তব্য করেন ওই রমিজ। দুজনের ধীরগতির জুটির বর্ণনা দিতে যেয়ে বলেন, ‘হাফিজ আলতো করে ঠেলেছে। তার সঙ্গী জামশেদ আজ খুশি হয়েছে!’

৩. মিসবাহ-উল হককে নিয়ে একবার উল্টা-পাল্টা কথা বলে ঝামেলায় পড়েন। সেবার তার মন্তব্য ছিল, ‘মিসবাহকে বাইরে থেকে শান্ত মনে হচ্ছে। ভেতরেরটার অবস্থা জানি না!’ সমালোচকরা দাবি করেন, রমিজ ওই দিন মিসবাহকে অবজ্ঞা করতে যেয়ে ‘বিশেষ অঙ্গের’ কথা বলেন।

৪. কেউ চার মারলে আর কমেন্ট্রিবক্সে কোনো মহিলা থাকলে রমিজ নাকি প্রায়ই বলেন, ‘নরম বলকে জোরে আঘাত করা হয়েছে!’

৫. বিশ্বক্রিকেটের অপাদমস্তক ভদ্রলোক বলে পরিচিত শচীন টেন্ডুলকারও রমিজের হাত থেকে রেহাই পাননি। শচীনের চুলের স্টাইলকে কটাক্ষ করে রমিজ একদিন বলেছিলেন, ‘মডেলিংয়ের জন্য তার চুলের স্টাইল অবশ্যই পরিবর্তন করতে হবে।’

বিয়ে নয়, বাবা হতে চান সালমান!

বয়সের কোঠা ৫০ বছর পেরিয়েছে, এখনও বিয়ের বন্ধনে জড়াননি বলিউড সুপারস্টার সালমান খান। তার বিয়ে ভারতীয়দের কাছে সবচেয়ে আলোচিত বিষয়। তবে জীবনে আর বিয়ে হবে কি-না তা নিয়ে ভীষণ সন্দিহান সল্লু নিজেই।

অবশ্য বিয়ে নিয়ে সংশয় থাকলেও বাবা হওয়ার প্রবল ইচ্ছা সালমানের। তিনি তো মুখ ফুটে বলেই ফেললেন, ‘তিন-চারটা বাচ্চার বাবার হতে চাই। জানি বিয়ে ছাড়া সন্তানের বাবা হওয়া কঠিন বিষয়। তবু আমি ব্যাপারটা সামলাতে পারবো বলে মনে হয়।’

যেমন সুদর্শন, তেমনি আকর্ষণীয় দৈহিক গড়ন- দুইয়ে মিলে সালমানই বলিউডে সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর। ভারতে পুনের গন্ডিয়ায় মনোহরভাই প্যাটেল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং কলেজে সম্প্রতি তিনি পৌঁছালে ‘শাদি শাদি’ বলে হৈচৈ করতে থাকে ভক্তরা।

চতুর উত্তরে সালমান তখন বলতে থাকেন, ‘আমার কপালের ঘাম দেখেছেন? কারও কপালেই এটা দেখবেন না, কারণ এখানকার আবহাওয়া ভালো। বিয়ের ব্যাপার এলেই আমার কেমনযেন লাগে!’ রসিকতার সুরে সালমান আরও বলেছেন, ‘প্রথমে বিয়ে করার বয়স ছিলো না। আর এখন বিয়ের বয়স চলে গেছে। আমি খুশি।’

কিন্তু সালমান আভাস দিয়েছিলেন, গাড়ি চাপা দিয়ে পথচারী হত্যা মামলা থেকে রেহাই পেলে বিয়ে করবেন। গত বছর বেকসুর খালাস হয়েছেন তিনি। তাহলে? তার উত্তর, ‘মামলার নিষ্পত্তি এখনও পুরোপুরি হয়নি।’

অতীতে বেশ কয়েকজন সুন্দরীর সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন হিন্দি ছবির ‘প্রেম’ সালমান। কিন্তু কারও সঙ্গেই সম্পর্কের সফল সমাপ্তি হয়নি তার। এ তালিকায় আছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, সোমি আলি, ক্যাটরিনা কাইফ, সঙ্গীতা বিজলানির মতো অভিনেত্রীরা।

সানি লিওনের বিরুদ্ধে মামলা

বলিউডে পা রাখার পর থেকে নানান বিতর্কে জড়িয়েছে একসময়ের পর্নো তারকা সানি লিওনের নাম। এবার মন্দিরের অভ্যন্তরে আপত্তিকরভাবে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে উদ্বুদ্ধ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ কারণে ৩৪ বছর বয়সী এই অভিনেত্রীর বিরুদ্ধে মামলা হলো।

দিল্লির আদর্শনগর থানায় অভিযোগ করেছেন অ্যাডভোকেট গৌরব গুলাটি। মিলাপ জাভেরি পরিচালিত ‘মাস্তিজাদে’ ছবিতে মন্দিরের ওই দৃশ্যে সানি লিওনের সঙ্গে ছিলেন বীর দাস। তাই মামলায় আছে তার নামও। এখন ঘটনার তদন্ত চলছে।

এদিকে ডানপন্থী কয়েকটি সংগঠন ‘মাস্তিজাদে’র প্রদর্শনীতে প্রতিবাদ জানিয়েছে। ভারতের জাতীয় মানবাধিকার কমিশন, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে ছবিটি ইন্টারনেটেও নিষিদ্ধ করার আহ্বান জানান ভারতীয় সেনা সদস্য সানমুখ রাও। এর কিছু দৃশ্য দায়িত্বরত সেনা কর্মকর্তাদের স্ত্রী ও মায়েদের মর্যাদাহানি করেছে বলে তার অভিযোগ। সেনাবাহিনীতে কর্মরত নারী ও পুরুষদের নিজ নিজ পরিবারের মৌলিক অধিকারকে ক্ষুণ্ন করা হয়েছে এ ছবিতে।

এর আগে মন্দিরের মতো বানানো সেটে জুতা পরে ‘বিগ বস নাইন’ অনুষ্ঠানের শুটিং করায় বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানের বিরুদ্ধেও মামলা করেন আইনজীবী গৌরব।

এবার মোশাররফ-প্রভাকে নিয়ে ‘ঝামেলা’

অভিনয়শিল্পী ও নাট্যনির্মাতা শামীম জামানের শুরু করেছন ঝামেলা আনলিমিটেড শিরোনামের ধারাবাহিক নাটকের কাজ। আহসান আলমঙ্গীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন- শামীম জামান। এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন জনপ্রিয় অভিনয়শিল্পী মোশারফ করীম ও সাদিয়া জাহান প্রভা।

এ ধারাবাহিকের গল্প প্রসঙ্গে নির্মাতা শামীম বলেন, ‘রহমান সাহেবে নিঃসন্তান হওয়ার কারনে পরিচিতজনদের সন্তানদের প্রতি তার অপরিসীম দরদ। গ্রামের বাড়ি থেকে কারো ঢাকায় এসে থাকার প্রয়োজন হলেই সবার আশ্রয়স্থল রহমান সাহেবের বাড়ি। এক পর্যায়ে অবস্থা এমন হয়, এই বাড়িতে যে আসে সে আর বাড়ি ছেড়ে যেতে চায় না। খুটি গেঁড়ে থাকে। এদের মধ্যে সবুজ, প্রণব, গোধূলী, এবং অনন্যা প্রায় স্থায়ী হয়ে গেছে। এরা কেউ-ই রহমান সাহেবের আপনজন নয়, লতায় পাতায় আত্মীয়। এমন গল্প নিয়ে এগিয়ে গেছে নাটকের কাহিনি।’

শামীম জামান আরো বলেন, ‘সম্প্রতি এ ধারাবাহিক নাটকের এক লটের শুটিং শুরু করেছি। খুব শিগগিরই আবার শুটিং শুরু করব। ঝামেলা আনলিমিটেড ধারাবাহিকটি আরটিভিতে প্রচারিত হবে।’

এতে আরো অভিনয় করছেন- মামুনুর রশীদ, আ খ ম হাসান, ফারুক আহাম্মেদ, ওয়াহিদা মল্লিক জলি, ছনিয়া হোসেন, তারেক স্বপন, ফজলুর রহমান বাবু, কল্যান কোরাইসি, সন্জীব আহাম্মেদ ও আনামানুল হক হেলাল।

ক্যাটকে চমকে দিলেন সালমান!

খাটো পোশাক পরেছিলেন এক ভারতীয় টেলিভিশন সঞ্চালক। তাই তাঁকে সাক্ষাত্কার দিতে অস্বীকার করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন টেস্ট অধিনায়ক তথা ব্যাটসম্যান হাসিম আমলা।বিশেষ সূত্রে এমনটাই জানানো হয়েছে। ধর্মপ্রাণ মুসলিম আমলা। সঞ্চালকের খাটো পোশাক ও লো-নেক টপ দেখে তিনি খুবই অসন্তুষ্ট হন বলে জানা গেছে।

সাক্ষাত্কারের আয়োজকদের সাফ জানিয়ে দেন, সঞ্চালক এমন পোশাক পরে থাকলে তিনি সাক্ষাত্কার দেবেন না। তাঁর কথা মেনে নেন আয়োজকরা। অন্য পোশাক পরে আমলার সাক্ষাত্কার নেন সঞ্চালক।

জন্মসূত্রে গুজরাতি আমলা লম্বা দাড়ি রাখেন। ইসলামের শিক্ষার প্রতি তাঁর অনুরাগ আগেও জানা গিয়েছে। একটি কোম্পানির বিয়ারের বিজ্ঞাপন লেখা দলের জার্সি পরতেও তিনি অস্বীকার করেছিলেন। এ জন্য ৫০০ ডলারের জরিমানা দিতেও প্রস্তুত ছিলেন তিনি।

২০০৬-এ অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান তথা টেন স্পোর্টসের ধারাভাষ্যকার ডিন জোন্স আমলাকে ‘টেররিস্ট’ বলে চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন। কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ম্যাচের সময় ধারাভাষ্য দিতে গিয়ে ওই মন্তব্য করেছিলেন জোন্স। – সূত্র : এবিপি

সিনেমা হলের অন্ধকারে এখনও মুনমুন-ময়ূরীর দাপট

চিত্রনায়িকা মুনমুন কিংবা ময়ূরীর নাম কানে আসা মাত্রই চলচ্চিত্র প্রেমী অনেক দর্শক এখনও নড়েচড়ে বসেন। যদিও বাংলা চলচ্চিত্রে অশ্লীলতার যুগ শেষ হয়েছে বেশ কয়েক বছর আগে। তাই বলে দশর্কদের কাছে মুনমুন-ময়ূরী’র আবেদন কিন্তু ফুরিয়ে যায়নি। যার কারনে এখনও প্রেক্ষাগৃহের ঘুঁটঘুঁটে অন্ধকারে তাদের দাপট চলছেই। যার প্রমাণ মিলেছে বাংলামেইলের সম্প্রতিক এক অনুসন্ধানে।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, ২০০০ সালের দিকে মুনমুন-ময়ূরী’র মতো কয়েকজন নায়িকার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অশ্লীলতার বিস্তার ঘটে। তখনকার চলচ্চিত্র মাত্রই কাটপিস ও রগরগে দৃশ্যের ছড়াছড়ি। তারপর অনেক ত্যাগ, আন্দোলন আর অশ্লীলতা বিরোধী অভিযানের মাধ্যমে শেষ হয় আমাদের চলচ্চিত্রের এক কালো অধ্যায়। সেই সঙ্গে এ অঙ্গন থেকে বিদায় নেন অশ্লীল ছবির সেই সব অভিনেতা অভিনেত্রী আর নির্মাতারা। কালের পরিক্রমায় অনেকে সুস্থ চলচ্চিত্রে ফিরে এলেও, ফিরে আসেননি মুনমুন, ময়ূরী, পলি কিংবা ঝুমকার মতো ‘অশ্লীল নায়িকা’ ট্যাগ প্রাপ্তরা।

সরকারের কঠোর মনোভাব আর চলচ্চিত্র সংশ্লিষ্টদের একান্ত চেষ্টার ফলে বর্তমানে অশ্লীল চলচ্চিত্র নির্মাণের এখন আর কোন সুযোগ নেই। তাই বলে এধরণের ছবির আবেদন কিন্তু এখনও ফুরিয়ে যায়নি। এক শ্রেণীর দর্শককে টার্গেট করে এখনও চলছে অশ্লীল চলচ্চিত্রের প্রদর্শন। খোঁজ নিয়ে জানা যায়, বছর দশেক আগে নির্মিত অশ্লীল চলচ্চিত্রগুলোই ডিজিটাল ফরমেটে রূপান্তর করে বিভিন্ন প্রেক্ষাগৃহে সেগুলোর প্রদর্শন চলছে।

বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখার জন্য বাংলামেইল টিম রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহ চষে বেড়ায়। সেই ধারাবাহিকতায় শনিবার দুপুরে ফার্মগেটের আনন্দ সিনেমায় গিয়ে জানা যায়, এখানে ইস্পাহানী আরিফ জাহানের পরিচালনায় ‘গুন্ডা-দ্য টেরোরিস্ট’ ছবিটি প্রদর্শীত হচ্ছে। প্রেক্ষাগৃহটির দেয়ালেও রয়েছে সেই চলচ্চিত্রের বড় দুটি পোস্টার। কিন্তু আমাদের চোখ আটকে যায়, একই দেয়ালে সাঁটানো এ. জে রানার পরিচালনায় নির্মিত ‘জ্বলন্ত বিস্ফোরণ’ ছবির পোস্টারে। ছোট ছোট পোস্টারগুলোতে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় বিতর্কিত নায়ক আলোকজেন্ডার বো ও পপির ছবি, তাদের বেশ ভুঁশা একেবারেই কুরুচিপূর্ণ।

বেশ কয়েক বছর আগে নির্মিত এই চলচ্চিত্র কোথায় প্রদর্শীত হচ্ছে কিংবা কে দেখবে? জানতে চাইলে আনন্দ সিনেমার একজন নিরাপত্তাকর্মী বলেন, ‘এই ছবি আনন্দতে নয়, পাশের ছন্দ সিনেমায় চলতেছে। আর এই ছবি দেখার জন্যই তো দর্শক বেশি আসে।’

অনেকেই হয় তো জানেন না আনন্দ সিনেমার ঠিক পেছনেই ছন্দ সিনেমা নামে আরেকটি প্রেক্ষাগৃহ রয়েছে। যেখানে অধিকাংশ সময়ই অশ্লীল ও কাটপিস যুক্ত চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সেই ধারাবাহিকতায় এ সপ্তাহে চলছে এ. জে রানার পরিচালনায় নির্মিত ‘জ্বলন্ত বিস্ফোরণ’ ছবি। আশেপাশের দোকানিদের কাছ থেকে জানা যায়, অশ্লীল ও কাটপিস যুক্ত ছবি প্রর্দশনের কারণে এ প্রেক্ষাগৃহে সব সময়ই দর্শকের ভিড় লেগে থাকে। অন্যদিকে আনন্দ সিনেমায়ে যে ছবি প্রদর্শীত হয় তা অনেকটা শো অফের মতোই।

ফার্মগেটের এ অবস্থা দেখে আমরা হাজির হয়েছিলাম কাকরাইলের রাজমনি সিনেমা হলে। এখানেও একই অবস্থা। বাইরে থেকে যে কেউ ভাববে এখানে একটাই প্রেক্ষাগৃহ। কিন্তু টিকিট ঘরে প্রবেশের পরই জানা গেলো এখানে রাজিয়া নামে আরো একটি প্রেক্ষাগৃহ রয়েছে। যেখানে চলছে ‘বুকের পাটা’ নামের একটি অশ্লীল চলচ্চিত্র। শাহাদাৎ হোসেন লিটনের পরিচালনায় নির্মিত ছবিটির পোস্টারও কুরুচিপূর্ণ। যেখানে বিতর্কিত নায়িকা মুনমুন অভিনয় করেছেন।

রাজধানীর প্রেক্ষাগৃহে এমন ছবি প্রদর্শন প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি সূত্র জানা যায়, অশ্লীল চলচ্চিত্রগুলোর সিংহভাগ বছর পাঁচেক আগে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র লাভ করেছে। তারপর সেগুলোকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করে বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হচ্ছে।

১০০ টাকায় ১৯৯টা কাবিননামা পাওয়া যায়, বললেন পরীমণি

এবার সামনে এলো পরীমনির কাবিন নামা। তবে পরীমনি এগুলোকে মিথ্যে দাবি করে বলেন, এসবের সত্যতা প্রমাণ করেই ছাড়ব। পরীমনি বলেন ছবিগুলো ভুয়া। একইসাথে বলেন, এইসব কাবিননামা ১০০ টাকা দিলে ১৯৯ টা বানানো যায়। গতকাল রবিবার পরীমনির বেশকিছু অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়। কিন্তু পরীমনি সেই ছবি সম্পর্কে বলেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে এই ছবিগুলো ছড়ানো হচ্ছে। তিনি দাবি করেন আমি আমার পরিচিত সবার সাথে ঘনিষ্ঠভাবে ছবি তুলি। এটাকে আমার দুর্বলতা ভেবে একটা চক্র সুযোগ নিচ্ছে।

তবে পরীমনি’র এসব ছবির রেশ কাটতে না কাটতে সোমবার শাকিল রিয়াজ নামের আরেকজন পরীমনির বেশকিছু ছবি প্রকাশ করেছেন। সাথে তিনি লিখেছেন, ‘একটু আগে পরীমনি ভাবীকে নিয়ে একটা পোস্ট দেখলাম, যেখানে ভাবীকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর স্ক্যান্ডাল ছড়ানো হয়েছে। আসল সত্য হয়তো অনেকেই জানেন না। পরীমনির আসল নাম সামসুর নাহার স্মৃতি। ভাবী আমাদের খুব কাছের বড় ভাইয়ের বৌ। ভাইয়ের নাম সৌরভ কবীর। ভাবীকে নিয়ে এ সব বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কারণে আমি আর মুখবুজে থাকতে পারলাম না। আমার মনে হলো এখনই সময়, আসল সত্যটা সবার সামনে তুলে ধরার। ভাই ও ভাবীর বিয়ে হয় ২৮ এপ্রিল ২০১২ সালে। ৩ বছর প্রেম করার পরে তারা নিজেদের ইচ্ছায় বিয়ে করেন এবং পরে সেটা দুই পরিবার থেকেই মেনে নেয়। ভাইয়ের বাসা যশোরের কেশবপুরে। ভাই এবং ভাবী নিজেদের পেশার জগৎ আলাদা। ভাই পেশায় একজন প্রফেশনাল ফুটবলার। ভাই এবং ভাইয়ের পরিবারের সম্মতিতেই ভাবী মিডিয়া জগতে প্রবেশ করেন। ভাই এবং ভাবীর নিজেদের ক্যারিয়ারের কথা চিন্তা করে তাদের এ সম্পর্কের কথা আড়াল করে রেখেছেন। তারা এখনও একসঙ্গে বিবাহিত জীবনযাপন করছেন। কিন্তু আজকের এ ঘটনার পরে আমি আর মুখ বুজে থাকতে পারলাম না। আসল সত্য সবার সামনে তুলে ধরলাম। ভাই ও ভাবী আপনারা কিছু মনে করলেও আমি বাধ্য হয়ে এই পোস্টটি করলাম। আমার এই পোস্ট নিয়ে যদি কারও কোনও সন্দেহ থেকে থাকে, তাহলে আমরা প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত।’

সৌরভ নামের কাউকে চেনেন কি না, কিংবা আপনি কি সৌরভের স্ত্রী এমন প্রশ্নের জবাবে পরী উচ্চস্বরে হেসে বলেন, এই ধরনের সংবাদ যে কোত্থেকে আসে। এগুলোর উত্তরই দিতে ইচ্ছে করে না।

পরীমনির সোমবার প্রকাশিত ছবি সম্পর্কে ভাষ্য ‘আমার কাছে পুরো ব্যাপারটি হাস্যকর মনে হচ্ছে। আমি প্রমাণ করে দেবো বিষয়টি পুরোপুরি মিথ্যা এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্রের জবাব আমি সময়মতো দেবো। ছবিগুলো সম্পূর্ণ ফেইক।

একইসাথে পাওয়া গেছে একটি নিকাহনামা। যেটি অনলাইনে ঘুরে বেড়াচ্ছে। এই নিকাহনামার ব্যাপারে পরীমনির ভাষ্য এগুলো সব সাজানো বানোয়াট। ইচ্ছেকরলেই শতশত ভুয়া কাবিননামা বানানো যায়।

কলকাতার শ্রাবন্তীকে পাচ্ছেন শাকিব

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় এ বার অভিনয় করবেন শ্রাবন্তী। শোনা যাচ্ছে এমনই গুঞ্জন। শোনা যাচ্ছে, জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের পরবর্তী ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের নায়ক শাকিব খান। তাঁর সঙ্গেই নাকি জুটি বেঁধেছেন শ্রাবন্তী। এই ছবির জন্য যৌথ ভাবে চিত্রনাট্য লিখছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে চট্টোপাধ্যায়। টলিউ়ডের এক সূত্র উল্লেখ করে কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শাকিবের সঙ্গে প্রযোজকদের চুক্তি হয়ে গেছে। শ্রাবন্তীর সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হলেও এখনও চুক্তি হয়নি।

আগামী মার্চ থেকে এ ছবির শুটিং শুরু হবে। এখনও এর নাম চূড়ান্ত হয়নি। দু’দেশের দু’জন পরিচালক ছবিটি পরিচালনা করবেন। কলকাতা ও ঢাকা মিলিয়ে শুটিং হবে বলে জানা গেছে।

ত্বক যত্নের ভুলগুলো

ভুল সানস্ক্রিন বাছাই, ক্ষারযুক্ত সাবান ব্যবহার, বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার ইত্যাদির কারণে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ত্বক।

ত্বকের বাড়তি যত্ন নিতে গিয়ে না জেনে প্রসাধনী ব্যবহারের কারণে আমরা উল্টা ক্ষতিই করছি বেশি। আর তাই আগেই জেনে নেওয়া উচিত এমন সাধারণ ভুলগুলো।

দিল্লির মায়রা স্কিন অ্যান্ড হেয়ার সলুশনের পরিচালক সোনিয়া মঙ্গল ত্বকের যত্নের এমনই কিছু ভুলের বিষয় উল্লেখ করেন।

ভুল সানস্ক্রিন বাছাই: সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকের জন্য ক্ষতিকর, তাই ব্যবহার করতে হয় সানস্ক্রিন। কিন্তু ভুল সানস্ক্রিন ব্যবহারে উপকারের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি থাকে। ইউভিএ থেকে সুরক্ষা দিবে এবং এসপিএফ ৩০ রয়েছে এমন সানস্ক্রিন বেছে নিতে হবে।

শীতে এবং বর্ষায় সানস্ক্রিন ব্যবহার না করা: মেঘলা বা কুয়াশা ঢাকা দিনে বেশিরভাগই সানস্ক্রিন এড়িয়ে চলেন। কিন্তু মেঘ বা কুয়াশা সূর্যের ক্ষতিকর রশ্মি আটকাতে পারে না। তাই সারা বছর বাইরে এবং ঘরের ভিতরে থাকলেও সানস্কিন ব্যবহার করা উচিত।

ক্ষারযুক্ত সাবান ব্যবহার: ক্ষারযুক্ত সাবান ব্যবহারের ফলে ত্বক শুষ্ক হয়ে যায়। তাই সাবানবিহীন ক্লিনজার ব্যবহার করতে হবে ত্বক পরিষ্কার করার জন্য।

পর্যাপ্ত ঘুমের অভাব: পর্যাপ্ত ঘুমের অভাবে শরীরে হরমোনের পরিবর্তন হয় এতে করে ত্বক ক্ষতিগ্রস্ত হয় ও বলিরেখা পড়ে। তাছাড়া চোখের নিচে কালি পড়ার সমস্যাও বৃদ্ধি পায়। তাই সুন্দর ত্বকের জন্য পর্যাপ্ত ঘুম জরুরি।

পানি পান না করা: শরীর ও ত্বকের সুস্থতার জন্য পানি পান অপরহার্য। পানি কম পান করলে ত্বক শুষ্ক হয়ে যায় ও ব্রণের সমস্যা দেখা দেয়। তাই প্রতিদিন প্রচুর পানি পান করতে হবে।

ভুল প্রসাধনী বাছাই: বিজ্ঞাপনের ‘মিষ্টি কথায় ভুলে’ প্রসাধনী কেনা উচিত নয়। কারণ এগুলো ত্বকের কোনো উপকারই করে না উল্টা এতে ব্যবহৃত রাসায়নিক উপাদান ত্বকের জন্য ক্ষতিকর।

ধৈর্য্য না ধরা: ভালো প্রসাধনীর ফলাফল আমরা খুব দ্রুতই আশা করি। জলদি ফলাফল না পেলে বারবার প্রসাধনী বদলাতে থাকেন অনেকেই। যা ত্বকের জন্য ক্ষতিকর। তাই ভালো ফল পেতে সময় নিয়ে অপেক্ষা করে প্রসাধনী ব্যবহার করতে হবে।

ত্বক বিশেষজ্ঞের পরামর্শ না নেওয়া: ত্বকের সমস্যা দেখা দিলে অনেকেই নিজের মতো করে প্রসাধনী ব্যবহার করতে থাকেন। যা ক্ষতি করে। যে কোনো ত্বকের সমস্যায় ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই প্রসাধনী ব্যবহার করা উচিত।

অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস: ত্বক ভিতর থেকে সুন্দর রাখতে পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। ভিটামিন সি, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে হবে সুন্দর ত্বকের জন্য।

প্রতীকী মডেল: ফারজানা বৃষ্টি। ছবি: তানভীর হাসান রানা।

Developed by: