বিভাগ: প্রবাস

কবি আঞ্জুমান রোজীকে নিয়ে কবিতাস্বজনের সাহিত্য আড্ডা

unnamed-8-12-784x430গত ২৬ অক্টোবর বিলেত সফরে আসা কানাডা প্রবাসী কবি আঞ্জুমান রোজীর সাথে  কবিতাস্বজন সাহিত্য সংগঠনটি একটি মুক্ত সাহিত্য আড্ডার আয়োজন করে। সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের একটি রেস্তোরায় অনুষ্ঠানের শুরু হয় যা রাত ১১টা অবধি চলে। অনুষ্ঠানে অামন্ত্রিত অতিথি এবং বিলেতের বিভিন্ন স্থান থেকে অনুষ্ঠানে যোগ দেয়া কবি সাহিত্যিকদের স্বাগত জানান কবিতাস্বজনের পক্ষে কবি একেএম আব্দুল্লাহ এবং কবি রোজীকে ফুল দিয়ে বরণ করেন কবিতাস্বজনের জাগরণী কবি খ্যাত কবি আসমা মতিন ও রোমান্টিক কবি ফাহমিদা ইয়াসমিন। এরপর পুরো অনুষ্ঠান সঞ্চালন করেন কবি আবু মকসুদ, অনুষ্ঠানে কবি সাহিত্যিকগণ নিজ নিজ সাহিত্য চর্চ্চা ,বিদেশে এই চর্চায় প্রতিবন্ধকতা বা সুবিধা ইত্যাদি নিয়ে ব্যাপক আলোচনা করেন। এছাড়াও কবিদের স্বরচিত কবিতা, ছড়া পাঠ, কবি তালুকদার রায়হান কবি সৈয়দ রুম্মান কবি সাগর রহমান কবি দিলু নাসের কবি রেজওয়ান মারুফের কবিতা ছড়া সবাই মন্ত্রমুগ্ধের মত উপভোগ করেন তবে আড্ডায় নিজ নিজ কবিতা পাঠ এবং বিশেষ করে অতিথি কবি আঞ্জুমান রোজীর কবিতা পাঠ উপস্থিত কবি সাহিত্যিক গন খুব উপভোগ করেন ।কবি রোজী কানাডায় সাহিত্য চর্চার বিভিন্ন দিগ সহ তার সাহিত্য চর্চার কথা উপস্থিত কবিদের সাথে তোলে ধরেন ।

unnamed-9 unnamed-10 unnamed-11

অনুষ্ঠানে কবি রোজীর বোন এবং কবি আঞ্জুমান রোজীর রবীন্দ্রসংগীত স্রোতাদের মুগ্ধ করে। অনুষ্ঠানে যোগ দিতে আসা কবি-সাহিত্যিকবৃন্দ কবিতাস্বজনের এই প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন এবং সেই সাথে তাঁদের ডাকে সাড়া দিয়ে আড্ডা সফল করার জন্য কবিতাস্বজন সবার প্রতি কৃতজ্ঞতা ও  ভালোবাসা ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত কবিদের মধ্যে ছিলেন বিলেতের স্বনামধন্য কবি আতাউর রহমান মিলাদ, কবি আবু মকসুদ, কবি কাজল রসিদ, কবি ফারুক আহমদ রণি,কবি ইকবাল বুলবুল, কবি তুহিন চৌধুরী, কবি জাহেদী কেরল, কবি আবু তাহের,  কবি রেজওয়ান মারুফ, কবি মোহাম্মদ কিবরিয়া, কবি দিলু নাসের, কবি আরাফাত তানিম,কবি হামিদ মোহাম্মদ, কবি আব্দুল কাইয়ুম,কবি আহমদ ময়েজ, কবি ময়নুর রহমান বুলবুল, কবি সৈয়দ রুম্মান সহ কবিতাস্বজনের কবি আসমা মতিন, কবি ফায়মিদা ইয়াসমিন,কবি এম মোসাইদ খান, কবি একেএম আব্দুল্লাহ, কবি তালুকদার রায়হান,কবি মুহাম্মাদ মুহিদ,কবি ইকবাল বাহার সুহেল কবি মোহাম্মদ ইকবাল সহ কবিতা অনুরাগী আরও অনেকে।

প্রবাসী কবি আসমা মতিনের কাব্যগ্রন্থ ‘অমরাবতী’ এর প্রকাশনা অনুষ্ঠান কবিদের অন্তদৃষ্টি থাকে, তারা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি দেখেন ——–জেলা প্রশাসক, মৌলভীবাজার

n-01মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেছেন, কবি সাহিত্যিকরা সমাজের দর্পন। লেখনির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মের কাছে পৌছে দিতে হবে। এখন সময় এসেছে কবি সাহিত্যিকরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে বেশি করে লেখালেখি করার। কবি আসমা মতিন তার নান্দনিক কবিতার মাধ্যমে সমাজের চিত্র সুন্দরভাবে তুলে ধরেছেন। কবিদের অন্তদৃষ্টি থাকে। কবিরা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি দেখেন।
গত ৪ সেপ্টেম্বর রোববার বিকালে মৌলভীবাজার শহরের এম সাইদুর রহমান রোডের ওয়েস্টার্ণ চাইনিজ রেস্টুরেন্টে যুক্তরাজ্য প্রবাসী কবি আসমা মতিনের কাব্যগ্রন্থ ‘অমরাবতী’ এর প্রকাশনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তবে এ কথাগুলো বলেন।
প্রবীন সাংবাদিক বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও মাহমুদুর রহমান এর পরিচালনা অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, বিশিষ্ট সাহিত্যিক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, বিশিষ্ট লেখক মায়া ওয়াহেদ, বিশিষ্ট লেখক ও গবেষক এডভোকেট সৈয়দ জয়নাল আবেদীন, বিশিষ্ট ভারতীয় কবি মুহিত পাল, বাসিয়া প্রকাশনীর স্বত্বাধিকারী গ্রন্থের প্রকাশক গীতিকার মোহাম্মদ নওয়াব আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেলাঘর সিলেট জেলাকমিটির সভাপতি সাংবাদিক তাজুল ইসলাম বাঙালি, কবি পুলক কান্তি ধর, সাংবাদিক সালেহ এলাহী কুটি, খেলাঘর সংগঠক শাহদত হোসেন, পাতাকুড়ি সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম সেপুল, ছড়াকার আবদুল হামিদ মাহবুব, হাফিজা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা  রাশেদা খাতুন, ব্যাংকার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট আবু তাহের প্রমুখ।
অনুভূতি প্রকাশ করেন কবি আসমা মতিন।
সভাশেষে কবির খালাত্ব ভাইয়ের অকাল মৃত্যুকে শোক প্রকাশ করা হয়।

প্রজন্ম’৭১ যুক্তরাজ্যের উদ্যোগে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ ” শীর্ষক আলোচনা ও সংকলন “একাত্তর” এর মোড়ক উন্মোচন

 

IMG_4321
গত ২৯আগস্ট ২০১৬ জাতীয় শোকদিবস উপলক্ষে প্রজন্ম’৭১ যুক্তরাজ্য আয়োজন করে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা ও শোকাবহ আগস্টকে সামনে রেখে বিশেষ সংকলন একাত্তর এর মোড়ক উন্মোচন।
আহবায়ক বাবুল হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব এ কে এম আব্দুল্লাহ’র পরিচালনায় ইস্টলন্ডনের মাইলএন্ড রোডস্থ ব্লুমুন মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সভায় কোরআন তেলাওয়াত শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন যুক্তরাজ্য ওলামা লীগের আহবায়ক মৌলানা কুতুব উদ্দিন। পরে জাতীয় সংগীত পরিবেশন এবং সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শুরু হওয়া সভায় স্বাগতিক বক্তব্যে দেন মো:বাবুল হোসেন এর পরই উপস্থিত অতিথিবৃন্দ সংকলন একাত্তর’ এর মোড়ক উন্মোচন করেন। জাতীয় শোকদিবস উপলক্ষে প্রকাশিত বঙ্গবন্ধুকে নিবেদিত সংকলন প্রকাশের জন্য উপস্থিত সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সংকলনটিতে প্রকাশিত নবীন প্রবীণের প্রবন্ধ কবিতা থেকে আমাদের অনেক কিছু জানার আছে। সকলকে তা পড়ার জন্য আহবান জানিয়ে বলেন,বঙ্গবন্ধু শুধু একজন ব্যাক্তি নন, তিনি আমাদের আদর্শ। আদর্শের মৃত্যু নেই। তাই আসুন সকলে বঙ্গবন্ধু ও তাঁর জীবন  তাঁর রাজনৈতিক ইতিহাস বেশি করে পড়ি এবং আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরি এই বিশাল হৃদয়ের মানুষটির কথা। বক্তরা বলেন আজ তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে সফল ভাবে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়াতে হবে। সভায় বক্তারা বিদেশে পালিয়ে থাকা – বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে নিয়ে দন্ড কার্যকর করার জোর দাবী জানান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভাপতি আলহাজ্ সামছুদ্দিন খান,
লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনস্টার নাদিম কাদির,যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক,যুগ্ম সম্পাদক নইম উদ্দিন রিয়াজ,মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা ফয়জুর রহমান খান,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, ধর্মবিষয়ক সম্পাদক সৈয়দ সুরুক মিয়া,যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মুল কমিটির প্রধান সমন্বয়ক আনসার আহমদ উল্লাহ, যুক্তরাজ্য জাসদের সহ সভাপতি মজিবুল হক মণি,লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহীদ,যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক কোষাধক্ষ আব্দুল মতলিব, মুক্তি যোদ্ধা কয়ছর সৈয়দ,ওয়েস্টলন্ডন আওয়ামী লীগের যুগ্মআহবায়ক আব্দুল হান্নান,যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসনে আরা মতিন,অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সাংবাদিক সাঈম চৌধুরী,প্রজন্ম’৭১ এর সদস্য ও আওয়ামীলীগ নেতা আব্দুল করিম নাজিম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সায়েদ আহমদ,সহ সভাপতি আকিক খান,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঝলকপাল, যুক্তরাজ্য বঙ্গবন্ধু প্রকৌশলি পরিষদের সাধারণ সম্পাদক সুশান্ত দাস গুপ্ত,লন্ডন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি মইনুল হক,আন্তর্জাতিক সম্পাদক আমিনুল হক জিলু, সদস্য আশিকুর রহমান আশিক, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের আহবায়ক শামিম আহমদ,সদস্যসচিব ইকবাল হোসেন,
যুক্তরাজ্য জাতীয় তাঁতী লীগের আহবায়ক আব্দুস সালাম,সদস্যসচিব শাহ কোরেশী সিপন, যুক্তরাজ্য কৃষক লীগের সদস্যসচিব এম এ আলী,যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি মাহবুব আহমদ,যুগ্ম সম্পাদক মোদাব্বীর হোসেন চুনু,সাংগঠনিক সম্পাদক বাবুল খান, কর্মজীবী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছির, প্রজন্ম’৭১ যুক্তরাজ্যের যুগ্ম আহবায়ক সেলিম হোসেন,সদস্য আমজাদ হোসেন,এম রাহুল রহমান,শাহ শহীদ আলী,আলা উদ্দিন,মন্জুর আহমদ, লন্ডন মহানগর প্রজন্ম’৭১ এর সহ সভাপতি সাইদুর রহমান সাইদ, যুগ্ম সম্পাদক ফুয়াদ আহমদ ফরহাদ, সদস্য কামরুল হাসান মুন্না, যুক্তরাজ্য ছাত্র লীগের সহ সভাপতি সরওয়ার কবির,যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম জামাল সহ আরো অনেকে। হল ভর্তি উপস্থিত সবাইকে দীর্ঘ সময় ধৈর্যের সাথে পুরো অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রজন্ম ‘৭১ যুক্তরাজ্য এর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ইমামকে গুলি করে হত্যা

50660f527a35f3feefd33d80526ad021যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত একজন ইমাম ও তার সহকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ইমামের নাম আলালা উদ্দিন আকুঞ্জি (৫৫)। ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক। দুই বছরেরও কম সময় আগে তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে তিনি একজন প্রসিদ্ধ আলেম হিসেবে খ্যাতি লাভ করেন।

শনিবার স্থানীয় সময় বেলা ২টার দিকে নিউ ইয়র্কের কুইন্সে প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওজোন পার্ক এলাকার আল ফুরকান জামে মসজিদ থেকে নামাজ শেষে হেঁটে বাসায় ফেরার পথে তারা খুন হন।

গুলিবিদ্ধ হওয়ার সময় তারা দুজনই ঐতিহ্যবাহী ইসলামি পোশাক পরিহিত অবস্থায় ছিলেন। এর কয়েক মিনিট আগেই আল ফুরকান জামে মসজিদে তারা একসঙ্গে নামাজ আদায় করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক ডেইলি নিউজ।

নিহত ইমাম আলালা উদ্দিন আকুঞ্জি’র ভাই মাশুক উদ্দিন জানান, একটি বুলেট ইমাম আলালা উদ্দিন আকুঞ্জি’র মস্তিষ্কে আঘাত করে। মৃত্যুর আগে তাকে জ্যামাইকা হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

তিনি বলেন, আমি খুবই মর্মাহত। পুরো শরীর কাঁপছে। কারও সঙ্গে তার কোনও বিরোধ ছিল না। তিনি শুধু মসজিদে যেতেন, নামাজ পড়তেন এবং বাসায় ফিরতেন। আমরা সবাই কান্নাকাটি করছি। এটা খুব বেদনাদায়ক।

নিহত ইমাম আলালা উদ্দিন আকুঞ্জি

ইমাম আলালা উদ্দিন আকুঞ্জি’র ভাতিজা ২৬ বছরের রাহি মাজিদ। তিনি জানান, প্রতিবেশীদের সঙ্গে তার কোনও ঝামেলা ছিল না। রাহি মাজিদ বলেন, ‘তিনি একটি মাছিকেও আঘাত করতে পারেন না। আমি নিশ্চিত নই যে, কি ধরনের একটা পশু এই মানুষটিকে খুন করেছে।

হত্যাকাণ্ডের শিকার ইমাম আলালা উদ্দিন আকুঞ্জি’র সহকারীর নাম থারা উদ্দিন (৬৫)। গুলিবিদ্ধ হওয়ার চার ঘণ্টার মাথায় তার মৃত্যু হয়। নিউ ইয়র্ক পুলিশের একজন মুখপাত্র টিফানি ফিলিপস এ জোড়া খুনের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, কুইন্সের ওজোন পার্ক এলাকার একটি রাস্তায় তারা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খুব কাছ থেকেই দুজনের মাথায় গুলি করা হয়।

আল ফুরকান জামে মসজিদে সমবেত হয়ে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান স্থানীয় মুসল্লিরা।

পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানানো হয়নি। তবে এ হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করা হয়েছে। স্থানীয় বাসিন্দা খাইরুল ইসলাম (৩৩) বলেন, এটা প্রকৃত আমেরিকার চিত্র নয়। আমরা এ ঘটনার জন্য ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করছি। ট্রাম্প ও তার নাটক ইসলামভীতি সৃষ্টি করেছে।

এ হত্যাকাণ্ডের পর স্থানীয় মুসল্লিরা ঘটনাস্থলে সমবেত হন। আল ফুরকান জামে মসজিদে সমবেত হয়ে তারা এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান। মুসল্লিদের দাবি, ধর্মীয় কারণেই সুনির্দিষ্টভাবে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। এ হত্যাকাণ্ড মুসলিমদের প্রতি ঘৃণার বহিঃপ্রকাশ।

আল ফুরকান জামে মসজিদ সংলগ্ন আরেকটি মসজিদের সভাপতি কবির চৌধুরী। তিনি বলেন, আমরা বিচলিত, বিধ্বস্ত। আমাদের এর গভীরে যাওয়া দরকার। এটা জানা দরকার যে, শুধু ধর্মীয় কারণেই তারা এ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিনা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি আকস্মিকভাবে পাঁচটি গুলির শব্দ শুনেছেন। তিনি বলেন, আমি বুঝতে পেরেছিলাম যে, এটা বাজির শব্দ নয়।

আহমেদ জাকারিয়া নামের একজন মুসল্লি বলেন, তিনি ছিলেন একজন চমৎকার, মৃদুভাষী ও নিরহঙ্কার মানুষ। কারও সঙ্গে তার কোনও বিরোধ ছিল না। ইমাম হিসেবে তিনি ছিলেন একজন রোল মডেল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী ব্যক্তি ছিলেন একজন লম্বা হিস্পানিক (স্প্যানিশ ভাষাভাষী যুক্তরাষ্ট্রের অধিবাসী)। গাড় নীল রঙ-এর শার্ট ও শর্ট প্যান্ট পর ওই ব্যক্তি একটি বড় আকারের বন্দুক বহন করছিলেন।

ঘটনার একজন প্রত্যক্ষদর্শী ২৭ বছরের স্টিভেন নাউথ। তিনি বলেন, এ ঘটনায় আমি সন্ত্রস্ত হয়ে পড়ি। আমার ছোট জ্ঞাতিভাই সেখানে ছিল। আমি তাকে সেখান থেকে দৌড়াতে বলি।

শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফৌজিয়া শেলী আর নেই

s

বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিলেতের মিডিয়ার পরিচিত মুখ ফৌজিয়া শেলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন। তিনি গত ষোল বছর ধরে ক্যান্সার রোগে ভূগছিলেন। ফৌজিয়া শেলী ওয়ারেন স্ট্রীটের ইউসিএইচএল হাসপাতালে মঙ্গলবার সকালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই সন্তান অনিক এবং রাগিবসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। ফৌজিয়া শেলী একজন কোয়ালিফাইড শিক্ষক হিসেবে মৃত্যুর আগ পযর্ন্ত লন্ডনের বিভিন্ন স্কুলে দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্বসাহিত্য কেন্দ্র লন্ডনের সাথে দীর্ঘ্ দিন কাজ করেছেন। বিএসকে মৌলিকে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রের হয়ে বেতার বাংলাতে তিনি একটি সাহিত্যানুষ্টানও উপস্থাপনা করতেন। এছাড়া বিশ্বসাহিত্য কেন্দ্রের হয়ে বিভিন্ন টেলিভিশনে তিনি অনুষ্ঠান উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলা টিভিতে তিনি এক সময় একটি রাজনৈতিক অনুষ্ঠানে কৌশলী হিসেবে কাজ করতে, যা ব্যপক জনপ্রিয় ছিলো।ফৌজিয়া শেলী একজন কমিউনিটি নেতা হিসেবেও পরিচিত ছিলেন। তিনি দীর্ঘ্ দিন চট্টগ্রাম সমিতি লন্ডনের বিভিন্ন গুরুত্বপূর্ণ্ পদে দায়িত্ব পালন করেছেন।এছাড়া লন্ডনের বিজয়ফুল কেন্দ্রীয় কমিটির তিনি অগ্রভাগে কাজ করেছেন। বিশেষ করে বিভিন্ন স্কুলে বিজয়ফুল কর্মসূচির কারীকূলাম এবং পরিচালনায় তিনি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্বসাহিত্য কেন্দ্রের চাইল্ড প্রোটেকশন পলিসি তাঁর রচিত। এক কথায় ফৌজিয়া শেলী বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে বিশেষ করে নারী জাগরনে বিশেষ ভূমিকা রেখেছেন।
তাঁর মৃত্যুতে বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলা টিভি, বেতার বাংলাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। বলেছে, কমিউনিটির জন্য নিবেদিত প্রাণ এই মহীয়সী নারীর অবদান চির অক্ষয় হয়ে থাকবে।

লন্ডনে বৈশাখী মেলা

m 1
প্রতি বছরের মতো এবারও অনুষ্টিত হয়ে গেলে লন্ডনে বৈশাখী মেলা।
রোববার সকাল ১১টায় বৈশাখী মেলার র‌্যালির উদ্বোধন অনুষ্ঠান হয়। উদ্বোধনী র‌্যালীতে টাওয়ার হ্যামলেটস বারার নির্বাহী মেয়র জন বিগস, ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম চৌধুরী , স্পিকার খালেস উদ্দিনসহ কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এছাও টাওয়ার হ্যামলেটসের স্কুলের ছোট ছোট ছেলে মেয়ারা শোভা যাত্রায় অংশ গ্রহণ করে।
নানান বর্ণের মুখোশ আর বর্ণিল পোষাকের সমারোহে র‌্যালিকে মনোমুগ্ধকর করে তোলে। ব্রিকলেনের বাক্সটন রোড থেকে শুরু হয়ে উইভার্স ফিল্ডের মঞ্চে গিয়ে র‌্যালির সমাপ্তি হয়। দুপুরের থেকে নাচ গানে মঞ্চ মাতিয়ে তোলেন বিলেতের স্থানীয় শিল্পীবৃন্দ। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে জনসমাগম । ৩টার পর থেকে উপচে পড়ে ভীড়। মাঠের একপাশে বসানো নানা রকম মজাদার খাবারের স্টল। ঝালমুড়ি, চানাচুর, ফুচকা-চটপটি ও বিরিয়ানি সহ স্টলগুলোতে নানা বাঙালি খাবারের পসরা সাজিয়ে বসেছিলেন বিলেতের বাংলাদেশিরা। পরিবার-পরিজন নিয়ে মেলা উপভোগ করতে এসেছিলেন অনেকেই। নিজেদের সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার এক বড় সুযোগ বলে মনে করেন অনেকে ।
m 2
বিলেতের বিভিন্ন শহর থেকে আগত বন্বƒ বান্বƒবদের সাথে অনেকেই আড্ডায় মেতে থাকতে দেখা যায়।
মেলায় বাংলা ভাষাভাষি ছাড়াও অন্যান্য কমিউনিটির লোকদেরও ব্যাপক সমাগম ঘটে। তাদের কেউ কেউ আবার বাঙালি ছেলে মেয়েদের মতো পোষাক পরিধান করে ফুসকা, চানাচুর, মুড়ি খেতে দেখা গেছে। অনেকে আবার বাঙালি ছেলে মেয়েদের সাথে তাল মিলিয়ে গানের তালেতালে নেচে গেয়ে আনন্দ করতে দেখা যায়। মেলার বিশেষ আকর্ষন হাবিব ওয়াহিদ তার পছন্দের গান ছাড়াও দর্শকদের অুরোধের গান করেন। শেষ মুর্হুতে আয়ুব বাচ্চু মঞ্চে এসে একে একে তার জনপ্রিয় গান গেয়ে দর্শকদের মন জয় করেন।
লন্ডনে বৈশাখী মেলা

সিলেট অঞ্চলে মরমী কবিরা জন্মগ্রহণ করে আমাদেরকে ধন্য করেছেন —-প্রফেসর ড. মো. আমিনুল হক ভুইয়া

20160731210438শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভুইয়া বলেছেন, অসংখ্য মরমী কবি ও সাধকদের পূন্যভুমি আমাদের সিলেট অঞ্চল। আধ্যাতিক রাজধানী খ্যাত এই সিলেট অঞ্চলে অনেক জ্ঞানী গুণীরা জন্মগ্রহণ করে আমাদেরকে ধন্য করেছেন। গীতিকার শাহ আবদুল ওদুদ একজন প্রবাসী কবি। প্রবাসে থেকেও তিনি দেশের মানুষকে আলোকিত করতে অনেক অবদান রেখে যাচ্ছেন। তার একটি গান যদি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে তবেই তার গান লেখা স্বার্থক হবে। গীতিকার শাহ আবদুল ওদুদ রচিত ‘পরশমণি’ গ্রন্থের প্রকাশনা ও মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাসিয়া প্রকাশনী সিলেট কর্তৃক আয়োজিত গত ৩১ জুলাই রোববার বিকেল সাড়ে ৫টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ প্রকাশনা ও মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কবি ও সাংবাদিক সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে এবং আনহার আলী ও জান্নাতুল ফেরদৌসের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার, সিলেট-এর উপআঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মো. তারিক, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ কবি ড. মোস্তাক আহমাদ দীন, কবি ও গবেষক এ কে শেরাম, কবি ও সংগঠক আসমা মতিন, শাবিপ্রবির রেজিষ্ট্রার মোঃ ইসফাকুল হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মো. আবু জাহিদ, সমাজসেবী ডা. আব্দুল হাই প্রমুখ।
বাসিয়া প্রকাশনীর স্বত্বাধিকারী মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক মোহাম্মদ নওয়াব আলীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কবি ও অধ্যাপক শিউল মঞ্জুর। এছাড়াও অন্যানের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক কবি খালেদ উদ দীন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাধব রায়, বিশিষ্ট শিশু সংগঠক ছড়াকার তাজুল ইসলাম বাঙালি, গীতিকবি হরিপদ চন্দ্র, জামালগঞ্জের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিছবাহ উদ্দিন, ক্রীড়া সংগঠক মতিউর রহমান, কবি কামরুন নাহার চৌধুরী শেফালী ও এমরুল কয়েস প্রমুখ। অতিথিদেরকে ফুল দিয়ে স্বাগত জানান শাহ আমিনুল ইসলাম, সাইদুর রহমান জাবেদ, শাকিল আহমদ, মারুফ আহমদ, আকরাম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, গীতিকার শাহ আবদুল ওদুদের প্রতিটি গানের মধ্যেই আমাদের না বলা কথাগুলো বিদ্যমান রয়েছে। আমাদের দেশে কবিতা ও গল্পের বই বেশি হলেও গানের বই সচরাচর কম দেখা যায়। সেই দৃষ্টিতে গীতিকার শাহ আবদুল ওদুদ একটি বিশাল কাজ করেছেন। এই বইয়ের মাধ্যমে মানুষ যদি বিন্দুমাত্র উপকৃত হন তবেই লেখকের শ্রম সাধনা স্বার্থক হবে।
পওে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পেশ করেন বাংলাদেশ বেতারের শিল্পী সৈয়দা হ্যাপী রাজা, প্রদীপ মল্লিক, বাউল কালা মিয়া, বাউল কাদির শাহ, সৌরব সুহেল, বাউল জুয়েল আহমদসহ অসংখ্য শিল্পীবৃন্দ।

কানাডা প্রবাসী কবি হাসিব মোহাম্মদ আব্দুলের সাথে বিলেতের কবিদের সাহিত্য অাড্ডা

13659104_1080724635355400_8675268471037518749_nমোহাম্মদ ইকবাল ২৮/৭/১৬ইং, সন্ধ্যায় কেমডেনের একটি ব্যবসা প্রতিষ্ঠানে কানাডা প্রবাসী বাংলাদেশী কবি হাসিব মোহাম্মদ আব্দুল এর সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় এবং একান্ত একটি প্রাণবন্ত সাহিত্য আড্ডায় বিলেতের কজন সাহিত্য প্রেমী মিলিত হন তাঁদের মধ্যে ছিলেন কবি কাজল রসিদ,কবি এ,কে,এম আব্দুল্লাহ,কবি এম, মোসাইদ খান, কবি মোহাম্মদ মুহিদ,কবি মোহাম্মদ ইকবাল আড্ডা শেষে তাঁরা একমত হন যে সাহিত্য রস সৌহার্দ্য ও সম্প্রীতির সেতুবন্ধ হতে পারে যা বিশ্ব শান্তির জন্য এই মুহুর্তে বড় প্রয়োজন।

শাবি ভিসি প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া প্রধান অতিথি ‘পরশমণি’ গীতিকাব্যের প্রকাশনা অনুষ্ঠান ৩১ জুলাই

111111111111গীতিকার শাহ আবদুল ওদুদ রচিত গীতিকাব্য ‘পরশমণি’ এর প্রকাশনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ৩১ জুলাই রবিবার বিকাল ৫ ঘটিকার সময় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপআঞ্চলিক পরিচালক আবদুল্লাহ মো. তারিক, কমার্স কলেজের অধ্য গবেষক ড. মোস্তাক আহমাদ দীন, কবি ও গবেষক এ কে শেরাম। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কবি ও অধ্যাপক শিউল মনজুর।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য গ্রন্থের প্রকাশক গীতিকার মোহাম্মদ নওয়াব আলী অনুরোধ জানিয়েছেন।

চীনে প্রবল বর্ষণে মৃত ১শ!

a1চীনের উত্তরাঞ্চলে আকস্মিক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় প্রায় ১শ মানুষ মারা গেছে কিংবা নিখোঁজ হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। এদের মধ্যে ২৪ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হয়েছে। তারা সবাই হেবেই প্রদেশের বাসিন্দা।

এর আগে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছিল, বুধবার সকাল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতে কমপক্ষে ১৪ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ হয়েছেন আরো ৭২ জন।

অতি বৃষ্টিপাতের কারণে হেবেই প্রদেশের মোট ১১টি শহরের ২০ লাখের মত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে ওই অঞ্চলের ১ লাখ ২৩ হাজার বাসিন্দাকে। এদের অনেকেই উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিয়েছেন।

প্রবল বৃষ্টিপাতের ফলে অনেক এলাকায় বন্যা ও ভূমিধেসের ঘটনাও ঘটেছে। ফলে ধ্বংস হয়েছে ৭ হাজারের বেশি ঘরবাড়ি। বিনস্ট হয়েছে ১০ লাখ ৪৮ হাজার হেক্টর জমির ফসল। বৃষ্টিপাতের কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কে জল জমে যাওয়ার কারণে বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। কোনো কোনো সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। হাঁটু পানিতে তলিয়ে গেছে হেবেই প্রদেশের রাজধানী শিজিয়াজুয়াংয়ের প্রধান সড়কটি।

এদিকে উদ্বাস্তু শিবিরগুলোতে আশ্রয় নেয়া বন্যার্তদের মধ্যে তাঁবু ও খাদ্যসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করতে শুরু করেছে চীনের জাতীয় দুর্যোগ মোকাবেলা কমিশন।

এফ/১৬:২৪/২১জুলাই

Developed by: