বিভাগ: খেলাধুলা

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্রাজিলের

a-1অলিম্পিক ফুটবলে নিজেদের অপ্রাপ্তি ঘোচানোর স্বপ্নে প্রথম ম্যাচেই হোঁচট খেল ব্রাজিল। ১০ সদস্যের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা ম্যাচেও শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে নেইমাররা।ব্রাজিলে স্তাদিও নাসিওনাল মানে গারিঞ্চাতে বৃহস্পতিবার বল দখল ও আক্রমণের বিচারে ম্যাচের প্রায় পুরোটা সময়ই নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের। কিন্তু প্রতিপক্ষের জালে বল জড়াতে ব্যর্থ তারা।

শুরুতেই এমন হোঁচটের পর ডিফেন্ডার মারকুইনিয়োস বলেন, ‘গোল করার ক্ষেত্রে আজ আমরা ব্যর্থ হয়েছি, তাই আমাদের ভালো করা প্রয়োজন। আমরা চেষ্টা করেছি, (সাফল্য পেতে) আমরা চেষ্টা করে গেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা গোল করতে পারিনি।’

৫৯তম মিনিটে দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার মোথোবি মাভালা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ভালো সুযোগ তৈরি হয় ব্রাজিলের সামনে। কিন্তু আধা ঘণ্টারও বেশি সময় এক জন বেশি নিয়েও কাঙ্ক্ষিত গোল করতে পারেনি তারা।

বিশ্বকাপ পাঁচবার, ফিফা কনফেডারেশন্স কাপ তিনবার ও কোপা আমেরিকা আটবার জেতা ব্রাজিল অলিম্পিকে সোনা কখনও পায়নি। শূন্যতা পূরণে এবার তাই সময়ের অন্যতম সেরা তারকা নেইমার, দুই প্রতিশ্রুতিশীল ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস ও গাব্রিয়েল বারবোসা এবং পিএসজির ডিফেন্ডার মারকুইনিয়োসদের নিয়ে শক্ত দল গঠন করেছে দেশটি। কিন্তু তারপরও শুরুটা আশাব্যঞ্জক করতে না পারাটা তাই চরম হতাশারই।

ম্যাচে সবচেয়ে বড় সুযোগটি পেয়েছিলেন জেসুস। কিন্তু দুই গজ দূর থেকেও বল পোস্টে মারেন সম্প্রতি ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি করা এই ফরোয়ার্ড। এই ব্যর্থতায় স্বাভাবিকভাবেই দারুণ হতাশ ১৯ বছর বয়সী এই খেলোয়াড়। তিনি বলেন, গোল করতে না পারায় আমি হতাশ। এটা একটা ভুল যা হওয়া উচিত নয়। এখন আমাদের রোববারে লক্ষ্য রাখতে হবে এবং ভুল করা যাবে না।

দলের এমন বাজে পারফরম্যান্সে মাঠে উপস্থিত ৬৯ হাজার দর্শকের মধ্যে কিছু সমর্থক নেইমারদের দুয়ো দেয়। এ প্রসঙ্গে অলিম্পিকে ব্রাজিল কোচ রজেরিও মিকালে সমর্থকদের পাশে থাকার আহ্বান জানান। পরের ম্যাচগুলোতে ব্যর্থতা কাটিয়ে ওঠার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। আগামী রোববার ‌‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে মাঠে নামবে নেইমাররা।

রোনালদোর নামে বিমানবন্দরের নামকরণ

c5cd599a9e70965854ad38a61af9803eরিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর নামে তার জন্মভূমি মাদেইরা দ্বীপের বিমানবন্দরের পুনঃনামকরণ করা হচ্ছে। ২০১৬ সালে পর্তুগালকে ইউরো শিরোপা উপহার দেয়ায় তার সম্মানার্থে এই নামকরণের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন মাদেইরারর গভর্নর মিগুয়েল আলবুকুয়েরক।

মাদেইরা দ্বীপ রাজ্যের রাজধানী ফানচালে রোনালদোর একটি ব্রোঞ্জ মূর্তি আছে। তার নামে সেখানে একটি জাদুঘর ও একটি হোটেলও রয়েছে। এখন দ্বীপটির বিমানবন্দরের নাম পরিবর্তন করে এই ফুটবলারের নামে করা হবে।

২০১৬ ইউরোতে ফাইনাল ম্যাচে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পর্তুগাল। এই টুর্নামেন্টকে দলকে ফাইনালে নিয়ে আসতে অসাধারণ পারফরম্যান্স করেছেন অধিনায়ক রোনালদো। তবে চোট পাওয়ায় ফাইনাল ম্যাচের ২৫ মিনিটের সময় মাঠ ছাড়তে হয়েছিল তাকে।

রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও দেশের হয়ে ইউরোর পর ইবিজা দ্বীপে ছুটি কাটাচ্ছেন রোনালদো। মৌসুম শুরু হওয়ার আগে চোট থেমে মুক্ত হতেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামী আগস্টে সুপার কাপে খেলার কথাও জানিয়েছেন রোনালদো। তবে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছে চোট থেকে ফিরতে তার আরো সময় লাগবে।

লোপেতেগুই হচ্ছেন স্পেনের নতুন কোচ

313f485c704e1988835dc4ba194b427e২৩ জুলাই- ইউরোর দ্বিতীয় রাউন্ড থেকে বিদায়ের পরেই ভিসেন্তে দেল বস্ক চলে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। এর পর স্পেনের কোচ কে হবে, সেটা নিয়েই চলছিল জল্পনা কল্পনা। অবশেষে জানা গেল নতুন কোচের নাম, জোলেন লোপেতেগুই হচ্ছেন স্পেনের নতুন কোচ।

নামটা একটু অচেনাই ঠেকার কথা। খুব বেশি খেলোয়াড় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ, দুই দলের হয়ে খেলেননি, লোপেতেগুই সেই বিরলদের একজন।

তবে সাবেক এই গোলরক্ষক মূল একাদশে সবসময়ই উপেক্ষিত ছিলেন, দুই ক্লাবে মোট খেলতে পেরেছেন মাত্র ৬টি ম্যাচ। মূলত রায়ো ভায়েকানোতেই নিজেকে চিনিয়েছিলেন, ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত খেলেছিলেন স্প্যানিশ লা লিগার এই ক্লাবে।

কিন্তু ৪৯ বছর বয়সী এই কোচের ডাগআউট ক্যারিয়ারের শুরু মূলত ২০১৪ সালে। তার আগ পর্যন্ত স্পেনের বিভিন্ন বয়সভিত্তিক দলে কাজ করেছিলেন।

দুই বছর আগে প্রথম দায়িত্ব পান পর্তুগিজ ক্লাব পোর্তোর। প্রথম মৌসুমে অম্ল-মধুর অভিজ্ঞতা হয়েছে। পোর্তোকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে নিয়ে গিয়েও ছয় গোলে বিধ্বস্ত হতে হয়েছে।

ঘরোয়া লিগেও কোনো শিরোপা এনে দিতে পারেননি। গত মৌসুমেও তেমন একটা সাফল্য পাননি, পোর্তোও ঘরোয়া লিগে খাবি খাচ্ছিল। শেষ পর্যন্ত মাস ছয়েক আগে বিদায় নিতে হয়েছে লোপেতেগুইকে।

আর/১০:২৪/২২ জুলাই

এবার ক্রিকেট মাঠে অর্জুন কাপুর!

a1মুম্বাই, ২১ জুলাই- আসন্ন মুভি ‘হাফ গার্লফ্রেন্ড’-এ বাস্কেটবল খেলেছেন। এবার ব্যাট হাতে মাঠে দৌড়াবেন অর্জুন কাপুর। কারণ, এবার ভারতের লিজেন্ডারি ক্রিকেটার কপিল দেব-এর ভূমিকায় দেখা ‌যাবে অর্জুন কাপুরকে। আর সে কথাই ভাসছে বলিউডের বাতাসে।

জীবনীনির্ভর ছবি নির্মাণ বলিউডের সাম্প্রতিকতম প্রবণতা। আর সেই ধারায় এবার সিনেমা তৈরি হবে কপিল দেবকে নিয়ে। আর এতে অবশ্যই বড় জায়গা জুড়ে থাকবে ‘৮৩-র বিশ্বকাপ জয়। এমনটাই পরিকল্পনা প্র‌যোজক বিষ্ণু ইন্দুরির।

সূত্রের খবর, ছবির চিত্রনাট্য তৈরি। এখন অভিনেতা বাছাইয়ের প‌র্ব চলছে। তাতে কপিলের চরিত্রের জন্য প্রস্তাব পেয়েছেন অর্জুন কাপুর। চরিত্র করতে উৎসাহী অর্জুনও। কিন্তু কপিলের মতো ব্যক্তিত্বের চরিত্রে অভিনয়ের আগে একটু ভেবে সিদ্ধান্ত নিতে চান তিনি।

অফিশিয়ালি এখনো কিছু জানানো না হলেও খুব তাড়াতাড়ি সব কিছু চূড়ান্ত হবে বলে দাবি প্র‌যোজকের।

আর/১১:১৪/২০ জুলাই

বিপিএলের জমকালো লোগো ও ট্রফি উন্মোচন

75ঢাকা, ১৯ জুলাই- এক সঙ্গে সব দলের অধিনায়ক। যা আগে কখনো দেখাই যায়নি। দুই পাশে দুই মডেল মাঝখানে একজন করে অধিনায়ক হেঁটে চললেন মডেলদের মতোই। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের থিম সং ‘লেটস শাউট ফর ফুটবল’ এর সঙ্গে নাচলেন অভিনেতা নীরব। আলো-ঝলমলে আর ব্যাপক উন্মাদনার মধ্য দিয়ে সোমবার উন্মোচন হলো জজ ভূঁইয়া গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগের লোগো ও ট্রফি। আগামী ২৪ জুলাই থেকে মাঠে গড়াবে ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত হতে যাওয়া পেশাদার এই ফুটবল লিগ।

লোগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। তিনি বলেছেন, ‘বাফুফে ফুটবলকে আবার সেই আগের অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছে তাতে তাদের শুভেচ্ছা জানাই। ফুটবল বাঙালির প্রাণের খেলা তা অনেক পেছনে পড়ে গেছে। ফুটবলের যে জনপ্রিয়তা ছিল, আমরা ফুটবলকে সেই আগের অবস্থানে নিয়ে যাবো। বিশেষ করে ফুটবলকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে ব্যবস্থা নেওয়া হবে।’

বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন ফুটবল উন্নয়নে সবার সহযোগিতা চেয়ে বলেন, ‘আমাদের কাজ হলো ফুটবল আয়োজন করা। এজন্য আমরা অনেক সহায়তা পাচ্ছি স্পন্সরদের কাছ থেকে। আমার মনে হয় না আমরা ফুটবলে এমন উৎসব দেখেছি। আমরা যদি একসঙ্গে কাজ করি ফুটবল কেনও আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারবে না? আমি যদি খেলতে পারি বিদেশে, আমার ফুটবলাররা কেনও পারবে না? কাবগুলোকে আমি একটি কথা বলি- আপনাদের সমর্থন প্রয়োজন। ফুটবলে কাজ করা অনেক কঠিন। ফুটবলের উন্নয়নের জন্য সবার সাহায্য প্রয়োজন।’

মেসিবিহীন আর্জেন্টিনা বিশ্বকাপই খেলতে পারবে না

শতবর্ষী কোপার ফাইনালে হার। হতাশায় মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়। এরপর মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে কম কথা হয়নি। হচ্ছে, হবেও হয়তো। কেউ বলছেন ফিরে আসবে মেসি, কেউ বা না। রোনালদিনহো যেমন বলেছেন, মেসির ফিরে না আসা ফুটবলের জন্য ক্ষতিকার, তার জন্য নয়। তবে মেসি না থাকলে বিশ্বকাপই খেলা কষ্ট হয়ে যাবে আর্জেন্টিনার, এমন মন্তব্য করে বেশ শোরগোল ফেলে দিয়েছেন সিজার লুই মেনোত্তি।

লুই মেনোত্তিকে আর্জেন্টিনাকের ফুটবল গুরু মানা হয়। ছিলেন সাবেক আর্জেন্টিনার কোচ। তার সবচেয়ে বড় পরিচয়, ১৯৭৮ সালে আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপের স্বাদ পাইয়ে দিয়েছিলেন তিনিই। ফলে তার ভবিষ্যত বাণী আমলেই নিচ্ছে অনেকে।

সিজার লুই মেনোত্তি

মেনোত্তি আশংকা করছে, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে বন্ধুর পথ পাড়ি দিতে হবে আর্জেন্টিনাকে, যদি মেসি ফিরে না আসে। তিনি বলেছেন, ‘লাতিন আমেরিকা থেকে মাত্র পাঁচটি দেশ বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। মেসি-বিহীন আর্জেন্টিনা আছে চূড়ান্ত পর্বে না যাওয়ার ঝুঁকিতে।’

আর তাই আগাম পরামর্শও দিচ্ছেন মেনোত্তি। তার মতে, রাশিয়া বিশ্বকাপের কথা মাথায় না রেখে ২০২২ কাতার বিশ্বকাপের প্রস্তুতি নেয়া দরকার আর্জেন্টিনার। ‘আমাদের মনে হয় ২০২২ সালের কাতার বিশ্বকাপের প্রস্তুতিটা শুরু করে দেওয়া উচিত’বলেছেন মেনোত্তি।

মেসিকে ফেরানোর আহ্বান জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট থেকে শুরু করে দিয়েগো ম্যারাডোনাসহ সাবেক সব ফুটবলার। এবার এই দলে যোগ হলেন মেনোত্তিও। তিনি আশা করছেন, দেশের স্বার্থে অবসরের বিষয়টি ভেবে দেখবে মেসি।

71

৭৫ বছর বয়সে প্রেমের বিয়ে করছেন কিংবদন্তি পেলে

3e4d27090c5b4005a9781eaca72f9f48আবারও সাতপাকে বাঁধা পড়তে চলেছেন পেলে৷ আজ রাতেই তৃতীয়বারের জন্য বিয়ে করছেন ৭৫ বছরের ব্রাজিলিয়ান কিংবদন্তি৷

এবার পাত্রী তাঁর চেয়ে ২৫ বছরের ছোট৷ নাম মার্সিয়া সিবেলে আওকি৷ ৬ বছর প্রেম করার পর ৫০ বছরের এই রমনীকে জীবনসঙ্গী করতে চলেছেন পেলে৷ বিয়ের রিসেপশন হবে সাও পাওলো বন্দরের গুয়ারুজাতে৷

তাঁর এই বিয়ের অনুষ্ঠানের সাক্ষী থাকতে আত্মীয় পরিজনদের সঙ্গে উপস্থিত থাকবেন প্রচুর ভক্ত৷ ১৯৮০ সালে প্রথম নিউইয়র্কে প্রথম পরিচয় হলেও, ২০১০ সালে পেলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে মার্সিয়ার৷ এর মধ্যে আরও দু’বার বিয়ে করেন পেলে৷ কিন্তু সেই বিয়ে বেসি বছর টেঁকেনি৷

পেলের প্রথম পক্ষের স্ত্রী’র নাম রোজিমেরি ছোলবি৷ এই পক্ষে পেলের তিন সন্তান৷ দ্বিতীয় পক্ষের দুটি সন্তান৷আগেই অবশ্য পেলে এবং তাঁর বর্তমান বান্ধবী মার্সিয়ার মধ্যে বিয়ে হওয়ার কথা ছিল৷ কিন্তু কিংবদন্তির অসুস্থতার জন্য তা পিছিয়ে যায়৷

এখনও পেলে সম্পূর্ণ সুস্থ্য নন বলেই জানিয়েছেন তাঁর চিকিৎসকরা৷ জাপানি বংশোদ্ভুত মার্সিয়া নিজে একজন মেডিসিনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী৷

আবার ফিরলেন শাহরিয়ার নাফীস

শেষ আন্তর্জাতিক ম্যাচটা খেলেছিলেন ২০১৩ সালের এপ্রিলে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে। শেষ ওয়ানডে খেলেছিলেন আরো আগে। ২০১১ সালের জানুয়ারিতে। শাহরিয়ার নাফীসকে আবার বাংলাদেশ জাতীয় দলে দেখার আশা হয়তো ছেড়েই দিয়েছিলেন তাঁর ভক্তরা। কিন্তু দীর্ঘ বিরতির পর সত্যিই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন নাফীস। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে নাফীসকে অন্তর্ভুক্ত করে বড়সড় চমকই দিয়েছেন বাংলাদেশের নির্বাচকরা।

২০০৫ সালে বেশ সাড়া জাগিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শাহরিয়ার নাফীসের। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে ন্যাটওয়েস্ট সিরিজে চার ম্যাচে একটি অর্ধশতকসহ করেছিলেন ১৪৩ রান। নিজেকে আরো ভালোভাবে চিনিয়েছিলেন ২০০৬ সালে। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে এক বছরে করেছিলেন এক হাজারের বেশি রান। ২০০৬ সালে আইসিসির সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন বাঁ-হাতি এই ওপেনার। ২০০৭ সাল থেকে ভালোই জমতে শুরু করেছিল নাফীস-তামিমের উদ্বোধনী জুটি। কিন্তু ২০০৮ সালে ভারতের বিদ্রোহী টি-টোয়েন্টি লিগ, আইসিএলে খেলার সিদ্ধান্ত নিয়ে পড়েছিলেন বিপাকে। নিষিদ্ধ করা হয়েছিল প্রতিভাবান এই ব্যাটসম্যানকে।

দীর্ঘ বিরতির পর ২০১০ সালে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারলেও নিয়মিতভাবে খেলার সুযোগ পাননি নাফীস। ২০১০ সালে খেলেছিলেন মাত্র একটি টেস্ট ও চারটি ওয়ানডেতে। ২০১১ সালে অবশ্য আবার নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেয়েছিলেন নাফীস। জায়গা করে নিয়েছিলেন বিশ্বকাপের দলে। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজেও দেখিয়েছিলেন ভালো নৈপুণ্য। কিন্তু ২০১১ সালের ডিসেম্বরের পর আর জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের ওয়ানডে দলে। ২০১২ ও ২০১৩ সাল মিলিয়ে খেলতে পেরেছেন মাত্র তিনটি টেস্ট।

সব মিলিয়ে ২৪টি টেস্ট খেলে নাফীস করেছিলেন ১২৬৭ রান। ৭৫টি ওয়ানডে খেলে চারটি শতকসহ করেছেন ২২০১ রান। দীর্ঘদিন পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারলে নাফীস নিজের সামর্থ্য প্রমাণ করতে পারবেন কি না, সেটাই দেখার বিষয়।

সচিনের পকেটেও একদিন বাড়ি ফেরার টাকা ছিল না!

আপনি কি প্রতিটি পদে পদে হোঁচট খাচ্ছেন? জীবনে চলার পথে লড়াই করতে করতে আর পেরে উঠছেন না? নিজেকে মোটিভেট করতে সমস্যা হচ্ছে? তাদের জন্য এই সত্যি গল্পটা আগামির সূর্য হতে পারে৷ ১১৫ মিলিয়ন ডলারের মালিক কিংবদন্তি সচিন তেন্ডুল করের কাছেও একদিন বাড়ি ফেরার জন্য বাস ভাড়া, ট্রেন ভাড়া ছিল না৷ গল্পটা জানার আগে তাই ‘হাল ছেড়ো না বন্ধু…বরং’৷

দীর্ঘ দু’দশক ক্রিকেট কেলা খেলা সচিন তেন্ডুলকর ১১৫ বিলিয়ন ডলারের মালিক৷ তবে তাঁর সাফল্য খুব সহজে আসেনি৷ অনেক নিষ্ঠা-সাধনার পর আজ তিনি বিশ্ব ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি৷ তাঁর জীবনের একটা সময় কেটেছে খুব সাধারণভাবে, আর পাঁচ জনের মতোই৷ একটা সময় এমন ছিল, যেখানে স্টেশন থেকে বাড়ি ফেরার টাকা ছিল না সচিনের হাতে৷ সচিন নিজেই সেকথা জানিয়েছেন৷

একবার অনূর্ধ্ব-১৫ ক্রিকেট খেলতে পুনে গিয়েছিলেন মাস্টার-ব্লাস্টার৷ সেখান থেকেই ফেরার অভিজ্ঞতা নিয়ে সচিন বলেন, ‘তখন আমার বয়স মাত্র ১২ বছর৷ মুম্বই অনূর্ধ্ব-১৫ দলে সুযোগ পেয়ে আমি খুব এক্সসাইটেড৷ সামান্য কিছু টাকা নিয়ে পুনেতে গিয়েছিলাম তিনটি ম্যাচ খেলতে৷ প্রথম ম্যাচে মাত্র ৪ রানে আউট হয়েছিলাম৷ ভাল দৌডাতে পারতাম না৷ তারপর আর আমাকে খেলতে নেওয়া হয়নি৷ বাকি দিনগুলি মুভি দেখে আর খাওয়া দাওয়া করে কাটিয়ে ছিলাম৷ জানতাম না কিভাবে টাকা খরচ করতে হয়৷ সব টাকা খরচ হয়ে গিয়েছিল৷ এরপর ট্রেনে করে মুম্বই এসে দেখি পকেটে আর কোনও টাকা পয়সা নেই৷’ এরপর অবশ্য সচিন কিভাবে বাড়ি ফিরলেন সেটা জানাননি৷

অন্তর্বাসে ফোকাস, বিতর্কে উইম্বলডন

অনলাইনে ততক্ষণে কয়েকশ’ অভিযোগ জমা পড়তে শুরু করেছে৷ সবার একই অভিযোগ, ‘নারী খেলোয়াড়দের যৌনাঙ্গে ক্রমাগত ফোকাসের কি খুব দরকার আছে?’

উইম্বলডনের সম্প্রচারকদের বিরুদ্ধে অভিযোগ, স্লো-মোশনে অ্যাকশন দেখানোর সময় তারা খুব বেশি সময় ধরে ফোকাস করছে নারী টেনিস খেলোয়াড়দের যৌনাঙ্গের দিকে৷ খেলার থেকেও বেশি ফোকাস পাচ্ছে মহিলা খেলোয়াড়রা কী অন্তর্বাস পরেছেন তার উপর৷ প্রথমদিন থেকেই ব্রডকাস্টারদের বিরুদ্ধে অভিযোগ আসছে ধারাভাষ্যকার আন্দ্রে ক্যাসেলের কাছে৷ তাতে সম্প্রচারকারী সংস্থাটির সাফাই, এমনটা প্রথম নয়৷ মহিলাদের টেনিস বরাবর যে কোনো গ্র্যান্ডস্ল্যামের বড় আকর্ষণ৷ সেক্ষেত্রে তাঁদের লম্ফঝম্ফ, শট খেলা, দৌড়ের সময় ফোকাস অন্তর্বাসের দিকে পড়তেই পারে৷ প্রসঙ্গত, উইম্বলডনের সম্প্রচারকারী সংস্থাটি আন্তর্জাতিক মিডিয়াতে একটি বড় নাম৷ ফলে এই ধরনের অভিযোগে তাদের সুনামের উপর প্রভাব পড়তে পারে, এমনও আশঙ্কা করছেন কেউ কেউ।

অভিযোগ উঠেছে, কানাডার তারকা ইউজেনি বুচার্ডের অন্তর্বাসের দিকে সব থেকে বেশি তাক করছেন সম্প্রচারকারী ক্যামেরাম্যানরা৷ বছর দুয়েক আগে সব থেকে ছোট পোশাকে কোর্টে নেমে এমনিতেই হইচই ফেলেছিলেন বুচার্ড৷ তারপর থেকে পোশাক-বিতর্ক তাঁর পিছু ছাড়েনি৷ উইম্বলডনের এক দর্শক অনলাইনে অভিযোগ করেছেন, ‌’বুচার্ডের শট ও মিস দেখার থেকে বঞ্চিত হচ্ছি আমরা৷ ক্যামেরা যেন ওর অন্তর্বাস ছাড়া কিছু দেখাবে না বলে ঠিক করে রেখেছে।’

বছর দশেক আগে মহিলাদের টেনিস বেশ উপভোগ্য ছিল৷ এখন সেভাবে মহিলাদের হাড্ডাহাড্ডি লড়াই দেখার সুযোগ মেলে না৷ এমনও অভিযোগ করেছেন কেউ কেউ। তাঁদের মধ্যে বেশিরভাগের দাবি, সেরেনা উইলিয়ামস আসার পর থেকে একপেশে লড়াই হচ্ছে৷ যে কোনো গ্র্যান্ডস্লামে তিনি ফেভারিট হয়ে নামছেন৷ তাঁকে টক্কর দেওয়ার মতো কোনও প্রতিদ্বন্দ্বী তেমনভাবে পাওয়া যাচ্ছে না৷ তার উপর শারাপোভার মতো তারকা নির্বাসনে৷ ফলে মহিলাদের টেনিসেও গ্ল্যামারের অভাব বোধ করছেন অনেকে।

সূত্র: সংবাদ প্রতিদিন

Developed by: