আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় নায়েক ইব্রাহিম আলী রংপুরে ই.আর.পিতে চাকরিরত ছিলেন। দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা স্বাধীনতার পে কথা বলায় তাঁকে ১৯৭১ খ্রিস্টাব্দের ২৫ এপ্রিল পাকিস্তানের পাকআর্মি তাঁকে নির্মমভাবে হত্যা করে।
কুচাই ইউনিয়নের গংগানগর গ্রামের বাসিন্দা ইব্রাহিম আলী। পিতা (মরহুম) ইউসুফ আলী ও মাতা পাতাই বিবি। তাঁর ব্যক্তিগত নং ছিল ১০৯২।