বিরাহিমপুর খানবাড়ি

2-15দণি সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহিমপুর খানবাড়ির প্রথম মালিক
আবিদ খান ছিলেন এক পাঠান সর্দারের ঊর্ধ্বতন বংশধর। তাঁর একাগ্রচিত্তের ফলে আঠারো শতক থেকে এই বাড়িটির নাম সমাজসেবামূলক কর্মকাণ্ডে সুনামের সঙ্গে দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল। আবিদ খান থেকে শুরু করে রিয়ার এডমিরাল এম.এ খান পর্যন্ত এ বাড়ির সুনাম দেশে বিদেশে ছড়িয়ে পড়লেও এর ধারাবাহিকতা এখনও বিলীন হয়নি।
গর্ব আর ঐতিহ্যের এই বাড়িটি খান বাহাদুর আসদ্দর আলী প্রায় দুইশ বছর পূর্বে সিলেট সুলতানপুর সড়কের পশ্চিম প্রান্তে ১০০ বিঘা জমির উপর নির্মাণ করেছিলেন। এ দর্শনীয় বাড়িতে আছে বিশাল ছায়াঘেরা বৃরাজি, সমৃদ্ধ হাওয়াখানা, বাড়ির মধ্যখানে আবিদ সাগর নামে একটি বিরাট দিঘি, মেহমানখানা, কাছারি আদালত, মূলবাসগৃহ ও ঘোড়াশালা। ওই বাড়িকে কেন্দ্র করেই সবরকম জাঁকজমক অনুষ্ঠান পরিচালনা করতেন বাড়ির উত্তরাধিকারীরা।
ব্যতিব্যস্ত জীবনের অধিকারী এই সব জ্ঞানী-গুণীব্যক্তি শেষ বয়স কাটাতে এখানেই ছুটে আসতেন। বর্তমানেও এ বাড়িটি পর্যটকদের দৃষ্টি কাড়ে।

Developed by: