হরতাল বন্ধে জনমত সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর

1410354097প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আইন করে হরতাল বন্ধের বিষয়ে এই মুহূর্তে কিছু বলতে পারবো না। কারণ এটা জনমতের ওপর নির্ভর করে। সংসদ সদস্যসহ সবাই চাইলে এ ব্যাপারে আইন করা যেতে পারে। তাদের উচিত জনমত সৃষ্টি করা। যেন মানুষ হরতাল, আন্দোলনের নামে জ্বালা-পোড়াও ও খুন প্রত্যাখ্যান করে।’
বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির (জাপা) এম এ হান্নানের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
একই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ২০১৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হরতাল-আন্দোলনের নামে যে বিভৎসতা আমরা দেখেছি সেটি কোনো আন্দোলনও নয়, রাজনীতিও নয়। এটা বরং জঙ্গিবাদ ও সন্ত্রাসেরই আরেকটি রূপ। তা না হলে আন্দোলনের নামে কেউ এভাবে মানুষ খন করতে পারে না। আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাসে বিশ্বাস করি না। তাছাড়া মানুষই এগুলো প্রতিরোধ করবে, তারা এসব কর্মকা- গ্রহণ করবে না।
এম এ হান্নান তার প্রশ্নে বলেন, দেশের অগ্রগতিতে হরতাল একটি চরম বাধা। আইন করে হরতালকে সাময়িকভাবে হলেও নিষিদ্ধ করে অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখা যায়। এ ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেবে কিনা?
জবাবে শেখ হাসিনা বলেন, শুধু আইন দিয়ে সবকিছু করা যায় না। হরতাল ও আন্দোলনের নামে যে বিভৎসতা দেখেছি; মানুষ খুন করা হয়েছে। বাসে, ট্রাকে, সিএনজিতে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। এসব ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি বলবো- এ ব্যাপারে মানুষকেই সচেতন হতে হবে। সচেতনতার মাধ্যমে তারাই এই বিভৎসতা প্রতিরোধ করতে পারে। কেননা এভাবে মানুষ খুন করা কোনে রাজনীতি নয়। জনগণের কল্যাণে যারা রাজনীতি করে, তারা কীভাবে এই ধরনের বিভৎস ঘটনা ঘটাতে পারে?
জাসদের শিরিন আক্তার প্রশ্ন করে বলেন, ‘সরকার অনেক কাজ করছে। তবে এগুলো ভালোভাবে প্রচার নেই। প্রচার পেলে অনেক সমালোচনা বন্ধ হয়ে যেতে যেতে। এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়া হবে কিনা?’
তার এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমরা এত বেশি কাজ করছি যে, কোনটি রেখে কোনটি প্রচার করবো! প্রচার মূখ্য নয়, কাজ করার দিকেই আমরা বেশি দৃষ্টি দিচ্ছি। এ সময় সামনের আসনে বসে থাকা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘যিনি (শিরিন আক্তার) প্রশ্নটি করেছেন, তথ্যমন্ত্রী তারই দলের নেতা, আমি তাকে বলবো-তিনি যেন তার দলের নেতাকে বলেন, আমাদের প্রচারের কাজটি যেন তিনি ভালোভাবে করে দেন।

Developed by: